ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
চট্টগ্রামে ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ চলতি বছরে আক্রান্তের ৮৩ শতাংশই জুলাইয়ে

ঘণ্টায় ৩ জন হাসপাতালে

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

৩১ জুলাই ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ চলছে। প্রতি ঘণ্টায় তিনজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। চলতি বছরে মোট আক্রান্তের ৮৩ শতাংশই জুলাইয়ে সনাক্ত হয়েছে। ডেঙ্গু জ্বরে মারা যাওয়া মোট ২৫ জনের মধ্যে ১৬ জন মারা গেছেন এই মাসে। যা অন্যান্য বছরের এ সময়ের চেয়ে কয়েকগুণ বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ে সাধারণত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এ বছর নির্ধারিত সময়ের আগেই ডেঙ্গু ভয়ানক রূপ নিয়েছে, যা উদ্বেগজনক। সামনের দিনগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ডেঙ্গু মূলত মশাবাহী জ্বর। এ রোগের বাহক এডিস মশা।

চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গুর জীবাণুবাহী এ মশা কোনও ব্যক্তিকে কামড়ালে চার থেকে ছয় দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। আবার ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে জীবাণুবিহীন মশা কামড়ালে সেই মশাটি ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে। গত দুই বছর থেকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এবার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আগেভাগে মশক নিধনে কার্যকর উদ্যোগ নিতে সিটি কর্পোরেশনকে সতর্ক করা হয়। তবে মশার মারার দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও তা শুরুতে বিষয়টি গুরুত্বের সাথে নেয়নি। আর এ কারণে মশার কামড়ে এবার ব্যাপকহারে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে কারও মৃত্যু না হলেও নতুন করে ১০০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬২ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৯ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জন মারা গেছেন জুলাই মাসে। ২৫ জনের মধ্যে শিশু ১৪ জন। ২০২০ সালে ডেঙ্গুতে কেউ মারা না গেলেও ২০২১ সালে ৫ জন এবং ২০২২ সালে মারা গেছেন ৪১ জন। তবে শঙ্কার বিষয় হলো, গত বছর জুলাই পর্যন্ত মাত্র একজন মারা গেলেও এ বছর জুলাই পর্যন্ত মারা গেছেন ২৫ জন। শক সিনড্রোম ও হেমোরেজিক অবস্থা ডেঙ্গুত মৃত্যুর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা।

সিভিল সার্জনের অফিস থেকে জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৯৭ জন। জুলাই মাসে আক্রান্ত দুই হাজার ৩১১ জন। যা এ বছর মোট আক্রান্তের ৮৩ দশমিক ২৪ শতাংশ। জুলাই মাসে দিনে গড়ে ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সে হিসেবে ঘণ্টায় রোগী ভর্তির সংখ্যা তিন জন। গত জুন মাসে ডেঙ্গু আক্রান্ত ছিল মাত্র ২৮৩ জন। এছাড়া মে মাসে ৫৩ জন, এপ্রিল মাসে ১৮ জন, মার্চ মাসে ১২ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত পাওয়া যায় ৭৭ জন।

চলতি বছরের প্রথম ৭ মাসের ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণ করে আগামী দিনগুলোতে এর প্রকোপ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভরা বর্ষায় সাধারণত এ রোগের প্রকোপ থাকে না। বর্ষা শেষ হওয়ার পরপরই এর প্রকোপ বাড়তে থাকে। অর্থাৎ, জুলাই থেকে পরের মাসগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ে। যদিও এ বছর খুব তাড়াতাড়িই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এর প্রধান কারণ হলো বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়া। হালকা বৃষ্টিপাত আর সেইসাথে প্রখর রোদের কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ অবস্থায় ভরা মৌসুমে অর্থাৎ আগামী দিনগুলোতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ডেঙ্গুর ভয়ঙ্কর রূপেও চট্টগ্রাম নগরীতে মশক নিধনে কার্যকর উদ্যোগ নেই। সিটি কর্পোরেশন নিয়মিত অভিযানের মধ্যেই তাদের কার্যক্রম সীমিত রেখেছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে নেই কোন সামাজিক আন্দোলন। হাসপাতালগুলোতে রোগীর ভারে বেহাল অবস্থা। বাসাবাড়িতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের চেম্বারে রোগীর ভিড় লেগেই আছে। ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইন। এমন পরিস্থিতিতেও মশক নিধনে নেই কার্যকর উদ্যোগ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

গরমে যেন শেষ সিলেট !

গরমে যেন শেষ সিলেট !

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার