ঘণ্টায় ৩ জন হাসপাতালে
৩১ জুলাই ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ চলছে। প্রতি ঘণ্টায় তিনজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। চলতি বছরে মোট আক্রান্তের ৮৩ শতাংশই জুলাইয়ে সনাক্ত হয়েছে। ডেঙ্গু জ্বরে মারা যাওয়া মোট ২৫ জনের মধ্যে ১৬ জন মারা গেছেন এই মাসে। যা অন্যান্য বছরের এ সময়ের চেয়ে কয়েকগুণ বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ে সাধারণত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এ বছর নির্ধারিত সময়ের আগেই ডেঙ্গু ভয়ানক রূপ নিয়েছে, যা উদ্বেগজনক। সামনের দিনগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ডেঙ্গু মূলত মশাবাহী জ্বর। এ রোগের বাহক এডিস মশা।
চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গুর জীবাণুবাহী এ মশা কোনও ব্যক্তিকে কামড়ালে চার থেকে ছয় দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। আবার ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে জীবাণুবিহীন মশা কামড়ালে সেই মশাটি ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে। গত দুই বছর থেকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এবার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আগেভাগে মশক নিধনে কার্যকর উদ্যোগ নিতে সিটি কর্পোরেশনকে সতর্ক করা হয়। তবে মশার মারার দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও তা শুরুতে বিষয়টি গুরুত্বের সাথে নেয়নি। আর এ কারণে মশার কামড়ে এবার ব্যাপকহারে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে কারও মৃত্যু না হলেও নতুন করে ১০০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬২ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৯ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জন মারা গেছেন জুলাই মাসে। ২৫ জনের মধ্যে শিশু ১৪ জন। ২০২০ সালে ডেঙ্গুতে কেউ মারা না গেলেও ২০২১ সালে ৫ জন এবং ২০২২ সালে মারা গেছেন ৪১ জন। তবে শঙ্কার বিষয় হলো, গত বছর জুলাই পর্যন্ত মাত্র একজন মারা গেলেও এ বছর জুলাই পর্যন্ত মারা গেছেন ২৫ জন। শক সিনড্রোম ও হেমোরেজিক অবস্থা ডেঙ্গুত মৃত্যুর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা।
সিভিল সার্জনের অফিস থেকে জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৯৭ জন। জুলাই মাসে আক্রান্ত দুই হাজার ৩১১ জন। যা এ বছর মোট আক্রান্তের ৮৩ দশমিক ২৪ শতাংশ। জুলাই মাসে দিনে গড়ে ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সে হিসেবে ঘণ্টায় রোগী ভর্তির সংখ্যা তিন জন। গত জুন মাসে ডেঙ্গু আক্রান্ত ছিল মাত্র ২৮৩ জন। এছাড়া মে মাসে ৫৩ জন, এপ্রিল মাসে ১৮ জন, মার্চ মাসে ১২ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত পাওয়া যায় ৭৭ জন।
চলতি বছরের প্রথম ৭ মাসের ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণ করে আগামী দিনগুলোতে এর প্রকোপ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভরা বর্ষায় সাধারণত এ রোগের প্রকোপ থাকে না। বর্ষা শেষ হওয়ার পরপরই এর প্রকোপ বাড়তে থাকে। অর্থাৎ, জুলাই থেকে পরের মাসগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ে। যদিও এ বছর খুব তাড়াতাড়িই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এর প্রধান কারণ হলো বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়া। হালকা বৃষ্টিপাত আর সেইসাথে প্রখর রোদের কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ অবস্থায় ভরা মৌসুমে অর্থাৎ আগামী দিনগুলোতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ডেঙ্গুর ভয়ঙ্কর রূপেও চট্টগ্রাম নগরীতে মশক নিধনে কার্যকর উদ্যোগ নেই। সিটি কর্পোরেশন নিয়মিত অভিযানের মধ্যেই তাদের কার্যক্রম সীমিত রেখেছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে নেই কোন সামাজিক আন্দোলন। হাসপাতালগুলোতে রোগীর ভারে বেহাল অবস্থা। বাসাবাড়িতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের চেম্বারে রোগীর ভিড় লেগেই আছে। ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইন। এমন পরিস্থিতিতেও মশক নিধনে নেই কার্যকর উদ্যোগ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন