গুলিতে পথচারী রোহিঙ্গা নিহত
০২ আগস্ট ২০২৩, ১১:১৪ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
কক্সবাজারের টেকনাফে মাদক কারবারিকে আটকের সময় বিজিবির সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে পথচারী এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. রফিক (৫১) লেদা ক্যাম্পের এ-ব্লকের সিরাজুল ইসলামের ছেলে। আহতরা হলেন- তৌহিদুল ইসলাম, মো. ইসমাঈল, মো. উসমান ও হাফেজ মুজিবুর রহমান। আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা লেদার ফরেস্ট বিট এলাকা থেকে মো. জাফর নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে ওই মাদক কারবারিকে কেড়ে নিতে চায়। পরে বিজিবি সদস্যরা সেই স্থান থেকে আটক ব্যক্তিকে নিয়ে লেদা ভিওপির দিকে আসলে লেদা বাজার এলাকায় আবারও স্থানীয়রা জড়ো হয়ে বিজিবির উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বিজিবির এক সদস্য আহত হন। স্থানীয়দের ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করতে বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। লোকজন গুলিবিদ্ধ হওয়ার খবর আমি শুনেছি। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরে মাদক কারবারি জাফরকে আটক করে বিজিবি। এ সময় তাকে নিয়ে যাওয়ার সময় আত্মীয়-স্বজনদের সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ইট-পাটকেল ছোড়ে। এসময় বিজিবি পাল্টা গুলি চালায়। এতে পথচারী এক রোহিঙ্গাসহ ছয় জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে লেদা রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গুলিবিদ্ধ রোহিঙ্গাকে মৃত বলে জানান। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারে হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, লেদায় স্থানীয়দের সঙ্গে বিজিবির সংর্ঘষে আমার ক্যাম্পের একজন বাসিন্দা মারা গেছেন। তিনি ওই সময় সেদিক দিয়ে যাচ্ছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, বিজিবির একটা অভিযানে স্থানীয়দের সঙ্গে সংর্ঘষের ঘটনায় একজন মারা যাওয়ার খবর শুনেছি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
লেদা স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা বলেন, একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সঙ্গে বিজিবির সঙ্গে সংঘর্ষে পথচারী এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় স্থানীয়রা ভীতির মধ্যে রয়েছেন।
আইওএম হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন টেকনাফের হ্নীলার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিক (৪৮)। এ ঘটনায় গুলিবিদ্ধ সাতজনকে আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় গুরুতর আহত বিজিবি সদস্য আবদুল মালেককেও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর