ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
দুদকের মামলার রায় আইনজীবীদের হাতাহাতি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ

তারেক-জোবাইদার কারাদন্ড

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

০২ আগস্ট ২০২৩, ১১:৪৯ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে যথাক্রমে: ৯ ও ৩ বছর কারাদ- দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক)র দায়েরকৃত মামলায় গতকাল বুধবার ঢাকা মেট্টোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত এ দ- দেন। দ-াদেশের পাশাপাশি তারেক রহমানের প্রায় পৌনে ৩ কোটি টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং অর্থদন্ড এবং ডা. জোবাইদা রহমানকে ৩৩ লাখ টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেয়া হয়েছে। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ তথ্য জানান।

এর আগে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল বিকেল ৪টা ২ মিনিটে রায় ঘোষণা করেন আদালত। তারেক রহমান এবং ডা. জোবাইদা রহমানের অনুপস্থিতিতে পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তারেক রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

রায় ঘোষণার পরপরই আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীদের এবং নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ‘রায় প্রত্যাখ্যান’ করে মিছিল করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। অন্যদিকে রায়ের পরপরই ঢাকা জেলা জজ আদালত প্রাঙ্গনে আওয়ামীলীগ এবং বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রায় উপলক্ষে নিযুক্ত বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতেই এই হাতাহাতি হয়।

ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় এ রায় প্রত্যাখ্যান করে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি সমর্থকরা।
আদালতের এ রায়ের পর জুতা প্রদর্শন করে বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, আমরা এ রায়ের প্রতি ধিক্কার জানাই। আজকের এ রায়ে আবারও প্রমাণিত হয়েছে যে দেশে আইনের শাসন বলতে কিছু নেই। এ ধরণের ফরমায়েশি রায় আদালত অবমাননার শামিল।

অন্যদিকে রায়ের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ২০০৭ সালে ২৬ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। বিএনপি’র নিযুক্ত সেনা প্রধান মইন উ আহমেদ সমর্থিত সরকার আমালে এ মামলা হয়েছে। সর্বোচ্চ আদালত দ্বারা এই মর্মে রায় হয় যে, এ মামলা চলবে। আমি মনে করি, বাংলাদেশে যে আইনের শাসন আছে তারই প্রতিফলন। রাষ্ট্রের সাবেক একজন প্রধানমন্ত্রীর পুত্র যদি দুর্নীতি করেন আমারতো মনে হয় সেখানে সর্বোচ্চ সাজা দেয়াটাই উচিৎ। তিনি বলেন, দেশে আইনের শাসন আছে। মামলার বিচার করার দায়িত্ব আদালতের ছিলো। আদালত তার দায়িত্ব পালন করেছে। যারা এটিকে ফরমায়েশী রায় বলছেন তাদের আইন সম্পর্কে সম্যক ধারণা নেই।

আসামিতো আগে থেকেই সাজাপ্রাপ্ত। আরেক মামলায় ৭ বছর কারাদ- দিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন পেয়েছেন। নতুন করে এটি দিয়ে তার ভাবমূর্তি খারাপ করার প্রয়োজন পড়ে না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাটা না করাই উচিৎ।

এদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ে আবারও প্রমাণিত হলো দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ৪২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এ রায়কে কোনোভাবে ফরমায়েশি রায় বলার সুযোগ নেই। এ রায়কে যদি কেউ ফরমায়েশি রায় বলে আখ্যা দিতে চায় তাহলে সেটি হবে আদালত অবমাননার শামিল।

মামলার রেকর্ড অনুযায়ী, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান,ডা. জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে মামলাটি করেছিলো দুদক। এজাহারে তারেক রহমান ও তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও ৪ কোটি ৮০ লাখ টাকারও বেশি অবৈধ সম্পদ রয়েছে-মর্মে দাবি করা হয়। মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ৩১ মার্চ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। তবে ডা. জোবাইদা রহমানের মা ইকবালমান্দ বানুর কোনো অবৈধ সম্পদ না থাকায় হাইকোর্ট তার বিচার কার্যক্রম বাতিল করে দেন। আদালত মামলার বাদীসহ ৪২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। গত বছর ১লা নভেম্বর আদালত তারেক রহমান ও ডা; জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে তাদের অনুপস্থিতিতে ‘পলাতক’ দেখিয়ে বিচার কার্যক্রম এগিয়ে নেয় আদালত।

রায়ের পর বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই ২০০৭ সালের দায়েরকৃত মামলায় তড়িঘড়ি করে এ মামলায় রায় দেয়া হয়েছে। এ রায়ের মাধ্যমে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অবিচার করা হয়েছে। এ রায় রাজনৈতিক জিঘাংসার ফসল থেকেই এ ফরমায়েশি রায় হয়েছে। জনগণ এ রায় মানেনা। এটি অবৈধ রায়, অন্যায় রায়।

প্রসঙ্গত: এর আগে পৃথক ৪ মামলায় তারেক রহমানের বিভিন্ন মেয়াদে কারাদ- হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তবে, রাজনীতির বাইরে থাকা ডা. জোবাইদা রহমানের এটি প্রথম মামলা এবং সাজা প্রদানের ঘটনা। এর আগে অর্থ পাচারের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ২০১৩ সালে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন ঢাকা জেলা জজ মো: মোতাহার হোসেন। এ রায়ের পরপরই বিচারক মোতাহার হোসেনকে দেশ ছাড়তে হয়। দুদকও তার বিরুদ্ধে মামলা করে। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। এতে তারেক রহমানের ৭ বছর কারাদ- হয়। পরে ২০১৮ সালের ফেব্রুয়ারি জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেকের কারাদ-ের আদেশ হয়। বেগম খালেদা জিয়ার হয় ৫ বছর কারাদ-। তারেক রহমানের কারাদ- হয় ১০ বছর। পরবর্তীতে ২০১৮ সালের ১০ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তার যাবজ্জীবন কারাদ- দেয় আদালত। এ ছাড়া হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলার প্রতিটিতে কয়েকটি ধারায় তাকে ৩ বার যাবজ্জীবন কারাদ-, ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিস্ফোরক আইনের আরেকটি ধারায় তার ২০ বছর কারাদ-াদেশ হয়। সর্বশেষ ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নড়াইলে দায়ের হওয়া মানহানি মামলায় তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদ- দেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেয়া হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান