চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে সরাসরি যান চলাচল বন্ধ
০৯ আগস্ট ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
টানা বৃষ্টিতে কক্সবাজারের ৯ উপজেলার ৬০ ইউনিয়নের মানুষ পানিবন্দি রয়েছেন। তবে নামতে শুরু করেছে বন্যার পানি। জেলায় সবেচেয়ে বেশি প্লাবিত এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলা। এই দুই উপজেলার একটি পৌরসভাসহ ২৫টি ইউনিয়ন প্লাবিত হওয়ার তথ্য পাওয়া গেছে। গতকাল সকাল থেকে ভারী বৃষ্টি না হওয়ায় চকরিয়া-পেকুয়ার বিভিন্ন অঞ্চল থেকে ১ থেকে ২ ফুট বন্যার পানি নেমে গেছে এবং পানি নামা চলমান বলে জানা গেছে।
চকরিয়া সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, প্লাবিত অঞ্চল থেকে ২ ফুটের মতো পানি কমেছে। তবে পানি কমলেও এসব অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। এই মুহূর্তে তাদের সাহায্য-সহযোগিতার প্রয়োজন। আমরা যতটুকু পারছি সহযোগিতা করে যাচ্ছি। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন বন্যা দুর্গতদের পাশে।
গত মঙ্গলবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশের পাঠানো এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, কক্সবাজারের ৯টি উপজেলার মধ্যে সকল উপজেলার কম-বেশি ইউনিয়ন পানিবন্দি রয়েছে। বিকেল পর্যন্ত ৬০ ইউনিয়নের পানিবন্দি থাকার তথ্য জেলা প্রশাসন পেয়েছে। এর মধ্যে কক্সবাজার সদরের ৫টি, রামুর ৩টি, ঈদগাঁওর ৫টি, চকরিয়ার ১৮টি, পেকুয়ার ৭টি, মহেশখালীর ৫টি, কুতুবদিয়ার ৬টি, উখিয়ার ৫টি, টেকনাফের ৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এই ৯টি উপজেলার ২০৮ আশ্রয়কেন্দ্রে সাড়ে ৩৩ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য বলছে, বন্যার কারণে জেলায় ইতোমধ্যে দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। যার মধ্যে সড়ক, কালভার্ট, কাঁচারাস্তা সবচেয়ে বেশি।
এদিকে, বন্যার কারণে মঙ্গলবার ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রামুতে পানিতে ডুবে এক শিশু এবং পেকুয়ায় সাপের কামড়ে এক ব্যবসায়ী মারা গেছেন। এর আগে সোমবার পাহাড় ধসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২ জন এবং চকরিয়ায় ৩ জনের মৃত্যু হয়।
ওদিকে, চকরিয়ার জিদ্দাবাজার-কাকারা-মানিকপুর সড়কের কয়েকটি অংশের ওপর দিয়ে মাতামুহুরী নদী থেকে আসা ঢলের পানি প্রবাহিত হওয়ায় বসতঘর তলিয়ে গেছে। বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শুকনো খাবার ছাড়া রান্নার কোনো ব্যবস্থা নেই গত দুইদিন ধরে। চকরিয়ার লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, সাহারবিল, চিরিঙ্গা, পূর্ব বড় ভেওলা, বিএমচর, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, ফাঁসিয়াখালী, বদরখালী, ডুলাহাজারা, খুটাখালী এবং পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়ন, উজানটিয়া, মগনামা, রাজাখালী, টৈটং, শিলখালী, বারবাকিয়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পেকুয়ার সদর ইউনিয়নের মেহেরনামার বেঁড়িবাধটি ভেঙে উজান থেকে নেমে আসা বন্যার পানি লোকলয়ে প্রবেশ করে।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, অতি বৃষ্টির কারণে পৌরসভার অধিকাংশ ওয়ার্ড পানির নিচে তলিয়ে গেছে। নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলররা পানি যাতে দ্রæত নেমে যায় সেজন্য কাজ করছেন। এছাড়া, ৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বেড়িবাঁধটি রক্ষার জন্য বালির বস্তা ফেলা হচ্ছে।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, আমাদের ইউনিয়নগুলো মাতামুহুরী নদীর সঙ্গে লাগোয়া। এজন্য পাহাড় থেকে নেমে ঢলের পানি আগে আঘাত আনে এসব ইউনিয়নগুলোতে। এই দুই ইউনিয়নে অধিকাংশ ঘর পানির নিচে। গত দুইদিন ধরে লোকজনের রান্না বন্ধ। শুধু শুকনো খাবার খেয়ে রয়েছে।
দক্ষিণ চট্টগ্রামের ৮ উপজেলায় বিদ্যুৎবিহীন আড়াই লাখ গ্রাহক
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, ভারী বর্ষণ ও টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পটিয়া) এর অধীন প্রায় আড়াই লাখ গ্রাহক গত ৫ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। পাহাড়ি ঢলে বিদ্যুৎতের খুঁটি ভেঙে, ট্রান্সফরমার নষ্ট ও গাছপালা উপড়ে পড়ে সঞ্চালন লাইন ছিড়ে পটিয়ায় পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়া এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে ক্ষয়ক্ষতির বিভিন্ন তথ্য দেন। তার দেওয়া তথ্যমতে, খুঁটি ভেঙে গেছে ৪৪টি, পড়ে গেছে ২৩টি, হেলে পড়েছে ৫৪টি, ট্রান্সফরমার নষ্ট হয়েছে ২৭টি, ক্রস আর্ম নষ্ট হয়েছে ৬৩টি, ইনসুলেটর নষ্ট হয়েছে ৪৮টি, তার ছেড়া স্পট রয়েছে ৪৫২টি। প্রেস ব্রিফিংকালে তার সাথে ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিবেক কান্তি দেব, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (এম.এস) জি.এম. তোফায়েল আহমেদ।
জেনারেল ম্যানেজার আরোও জানান, দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, কর্ণফুলী, বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া ও লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইন বিপর্যস্ত হয়ে বর্তমানে বিভিন্ন স্থানে অনেক গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেনা। পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিশিয়ানগণ টানা বর্ষণের মাঝেই নিরাপত্তা নিশ্চিত করে পুনরুদ্ধার কাজ পরিচালনা করে চলছে। অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত থাকায় পুনরুদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে। একদিকে বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় অন্যদিকে পানিতে ঘরবাড়ি ও গৃহপালিত পশু নিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছে এ অঞ্চলের মানুষ।
জানাগেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে বিদ্যুৎ নিয়ে এ তিন উপজেলার জন্য দোহাজারীতে যে ‘গ্রিট সাব স্টেশন’ করা হয়েছে, সে সাব স্টেশনটি বর্তমানে সম্পূর্ণ বন্ধ থাকায় ওই তিন উপজেলায় লক্ষাধিক মানুষ বিদ্যুতের অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষ লেবার, লাইন ক্রু, জুনিয়র ইঞ্জিনিয়ার, এজিএম ও ডিজিএমসহ কর্মরত বিভিন্ন জনশক্তি লাইন চালু করার জন্য দুর্যোগে আলোর গেরিলা টীম নিয়ে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। অধিকাংশ এলাকায় এবং রাস্তাঘাটে বেশি পানি থাকায় স্পটে যাওয়া দূরুহ হচ্ছে। জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী আগামী এক সপ্তাহের মধ্যে ৮ উপজেলায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
কুষ্টিয়া চিনিকলসহ দেশের ৬ চিনিকল চালু হওয়ায় ভারতের দম্ভ খতম!
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়