ভারত-ব্রাজিলের বাধায় এবার বাড়ছে না ব্রিকসের পরিধি
২০ আগস্ট ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বৃহত্তম পাঁচ দেশের অর্থনৈতিক জোট-ব্রিকস। আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের পঞ্চদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই জোটটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির পথে হাঁটছে। এক মেরুর দুনিয়ার পরিবর্তে এখন বহুমেরুর দুনিয়ার কথা বলছেন ব্রিকস নেতারা। এই ধারাবাহিকতায় রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা গত বছর ব্রিকসের পরিধি বাড়ানোর আগ্রহ দেখিয়েছিল। বাংলাদেশসহ ৪১টি দেশ ব্রিকসে যোগ দেয়ার অগ্রহ দেখিয়েছে। কিন্তু এতে বাধা হিসেবে কাজ করছে ভারত ও ব্র্যাজিল। বিশেষ করে ভারতের ইউটার্নে বাংলাদেশসহ কয়েকটি দেশ নতুন সদস্যপদ পাচ্ছে না। ব্রিকসকে পুরোপুরি একটি পশ্চিমাবিরোধী ফোরামে রূপান্তরে আগ্রহী নয় এই দেশ দুটি। তাই ব্রিকসে নতুন সদস্যভুক্তি নিয়ে দ্বিধা-বিভক্তি দেখা দিয়েছে। আর এ কারণে এ বছর ব্রিকসের পরিধি বাড়াতে চীন ও দক্ষিণ আফ্রিকার আগ্রহ থাকলেও চলতি সম্মেলনে ব্রিকসের সদস্য রাষ্ট্র বাড়ছে না। তাই ব্রিকস জোটে যোগ দিতে আপাতত অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশসহ আগ্রহী ৪১ দেশকে।
সূত্র মতে, করোনা মহামারির পর এই প্রথম সরাসরি ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরইমধ্যে ব্রিকসভুক্ত ৫ দেশের মোট জিডিপি পশ্চিমা জোট জি সেভেনের ৭ দেশের মোট জিডিপিকে ছাড়িয়ে গেছে। ফলে ব্রিকসের হাত ধরে বিশ্ব অর্থনীতিতে পশ্চিমাদের আধিপত্য ধ্বংসের স্বপ্ন দেখছে বহু দেশ। এবারের সম্মেলনে ব্রিকসের পাঁচ দেশের সরকার প্রধানেরা উপস্থিত থাকবেন। যদিও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সশরীরে উপস্থিত থাকার পরিবর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। তার জায়গায় রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পুতিন উপস্থিত না থাকলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সরাসরি ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।
তবে ব্রিকস দেশগুলো ছাড়াও আরও অনেক দেশের নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে এবারের সম্মেলনে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ব্রিকসের অন্য সদস্যদের সম্মতি নিয়ে বিশ্বের মোট ৬৭ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের ২০ প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে আছেন, জাতিসংঘ মহাসচিব, আফ্রিকার ইউনিয়নের চেয়ারপার্সন ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট।
ইতোমধ্যে বাংলাদেশসহ অন্তত ৪১টি দেশ নিশ্চিত করেছে যে তারা এই সম্মেলনে অংশ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
তবে এই সম্মেলনে পশ্চিমা বিশ্বের কোনো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তবে রাশিয়া তার প্রস্তাব বাতিল করে দেয়।
সূত্র মতে, ব্রিকস হচ্ছে পাঁচ দেশের একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা সদস্য এই পাঁচ দেশের আদ্যক্ষর অনুযায়ী ব্রিকসের নামকরণ করা হয়েছে। ২০০৬ সালে ব্রিকসের যাত্রা শুরু হয়েছিল।
ব্রিকসের পরিধি বাড়ানোর বিষয়ে চীনের আগ্রহটাই ছিল বেশি। বিশেষ করে এটিকে পশ্চিমাবিরোধী প্ল্যাটফর্মে রূপ দিতে চীনের আকাক্সক্ষাটা অজানা নয়। কূটনৈতিক সূত্রগুলো বলেছে, ব্রিকসের পরিধি বাড়ানোর বিষয়ে চীন ও রাশিয়া রাজি থাকলেও ভারত ও ব্রাজিল তাতে রাজি নয়। ভারত অবশ্য বলেছে, জোটে নতুন সদস্য নেওয়ার আগে ব্রিকসের পরিধি বাড়ানোর মূলনীতি চূড়ান্ত করাটা জরুরি।
সরাসরি না বললেও এবারের ব্রিকস সম্মেলনের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকাও প্রকারান্তরে ভারত ও ব্রাজিলের পথেই রয়েছে। ঐকমত্যের ভিত্তিতে ব্রিকসের কর্মকা- পরিচালিত হওয়ার কারণে এর পরিধি এবার বাড়ছে না।
অপেক্ষায় বাংলাদেশসহ ৪০টি দেশ
ঢাকা এবং প্রিটোরিয়ার কূটনৈতিক সূত্রে জানা গেছে, ২২ থেকে ২৪ আগস্ট জোহানেসবার্গে ব্রিকসের পঞ্চদশ শীর্ষ সম্মেলনে নতুন সদস্য যুক্ত করার বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা হবে না। কারণ, শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে এমন কোনো বিষয় নেই। পাঁচ দেশের অর্থনৈতিক জোটে ভবিষ্যতে নতুন সদস্যদের অন্তর্ভুক্তিকে স্বাগত জানানোর বিষয়টি শীর্ষ সম্মেলনের আলোচনায় আসবে।
বাংলাদেশের ব্রিকসে যোগ দেয়ার বিষয়টি একেবারে নতুন নয়। ২০২১ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত ব্রিকসের ব্যাংকে যুক্ত হয়। তবে গত জুনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি অনুষ্ঠানের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বৈঠকের পর বিষয়টি জোরালোভাবে সামনে আসে। দুই শীর্ষ নেতার বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ আগস্টে ব্রিকসের সদস্য হিসেবে যুক্ত হতে পারে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ব্রিকসে বাংলাদেশের যোগদানের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন। তবে ওই বৈঠকের পর, অর্থাৎ জুন মাসে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন করেছে। এখন পর্যন্ত ব্রিকসে যোগ দিতে ৪১টি দেশ আবেদন করেছে। অবেদনকারী দেশের মধ্যে আছেÑ সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর, সেনেগাল, আলজেরিয়া, ইথিওপিয়া, ইরান ও ইন্দোনেশিয়া। এর মধ্যে বাংলাদেশসহ ১৫টি দেশ আবেদন করেছে ২০২৩ সালে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত বৃহস্পতিবার তার দফতরে সাংবাদিকদের বলেন, গত জুনে জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিকসে যাওয়ার জন্য। তখন ধারণা ছিল, তারা নতুন কিছু দেশকে ব্রিকসের সদস্য করবে। তবে এটা ব্রিকসের সদস্য পাঁচ দেশের ওপর নির্ভর করে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেখানে যে বিতর্ক (ডিবেট) হচ্ছে, সেটি হচ্ছেÑতিনটি দেশ চাইছে নতুন সদস্য নেবে। এ ছাড়া ভারত ও ব্রাজিল বলছে, নেয়ার আগে নতুন নিয়মকানুন তৈরি করতে হবে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তখন বলেছিলেন, তারা চারটি দেশকে নিতে চান। আমরা জিজ্ঞাসা করেছিলাম, কারা কারা? তখন তিনি জানিয়েছিলেন, সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।
সাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ব্রিকসের মতো জোটে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ফলে হুট করেই যেকোনো একটি দেশ ব্রিকসের সদস্য হয়ে যাবে, এমনটা ভাবার সুযোগ নেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু
রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস