নাইজারে অভ্যুত্থানের পক্ষে বিশাল সমাবেশ
২১ আগস্ট ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
গতমাসের সামরিক অভ্যুত্থানের পর নাইজারের বর্তমান সামরিক শাসক বাইরের যেকোনো হস্তক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। তারা তিন বছরের অন্তর্র্বতী শাসনের প্রস্তাবও দিয়েছে। এ পরিস্থিতিতে কয়েক হাজার নাগরিক সামরিক শাসনের পক্ষে রাজধানী নিয়ামেতে বিশাল সমাবেশ করেছে।
সামরিক সরকারের সঙ্গে দর কষাকষি যদি ভেস্তে যায় সেক্ষেত্রে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ বাজোমকে ক্ষমতায় পুনর্বহালে পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট ইকোওয়াসের উদ্যোগের মুখে রোববার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। সমাবেশে অংশ নেয়া লোকজন দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের বিরুদ্ধে সেøাগান দেয়। এছাড়া তারা সামরিক শাসকের পক্ষে ও ইকোওয়াসের হুমকির বিরুদ্ধেও প্রতিবাদ জানায়।
যদিও নাইজারে সরকারিভাবে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু অভ্যুত্থানের পক্ষে এই সমাবেশ করার জন্য অনুমতি দেয়া হয়। বিক্ষোভ সমাবেশে প্রতিবাদকারীরা বিভিন্ন প্লেকার্ড বহন করে যাতে লেখা ছিল, ‘সামরিক হস্তক্ষেপ বন্ধ কর’, ‘নিষেধাজ্ঞা চাই না’ ইত্যাদি। বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় ইকোওয়াসের পক্ষে দেশটিতে ২৬ জুলাই সামরিক অভ্যুত্থানের চারদিন পর থেকে। এদিকে, নাইজারে বাইরের সামরিক হস্তক্ষেপ ‘পার্কে হাঁটার মতো’ সহজ কাজ হবে না-অভ্যুত্থানের নেতা আবদোরহমান চিয়ানির মন্তব্যের একদিন পরেই সামরিক শাসনের পক্ষে এই সমাবেশ হলো। রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার দেয়া এক ভাষণে জেনারেল চিয়ানি জানান তিনি চান না তার ক্ষমতা ‘নিষিদ্ধ’ হয়ে যাক এবং বেসামরিক শাসনে ফিরে যাওয়ার জন্য তিন বছরের মতো সময়ের প্রয়োজন।
অন্যদিকে, সামরিক শাসনের পক্ষের নেতারা বাজোমের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সকে ইকোওয়াসের সাম্প্রতিক তৎপরতার পক্ষে অবস্থান নেয়ার জন্য দোষারোপ করে আসছে। যদিও শনিবার আফ্রিকার আঞ্চলিক সংস্থাটি কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানায়। তবে গত শুক্রবার ঘানার রাজধানী আক্রায় ১৫ জাতির আঞ্চলিক সংস্থা ইকোওয়াসের প্রতিনিধিরা যে বৈঠক করে তাতে নেতৃবৃন্দ নাইজারে সামরিক অভিযানের একটি সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে। সূত্র : এএফপি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা