তারিখ নির্ধারণের শুনানিতে হট্টগোল আ.লীগ-বিএনপি আইনজীবীদের
২২ আগস্ট ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুল শুনানির তারিখ ধার্যের শুনানিতে এজলাসের ভেতর তুমুল হট্টগোল হয়েছে।
বিচারপতি মো: খসরুজ্জামান এবং বিচারপতি মো: খায়রুল আলমের ডিভিশন বেঞ্চে এ ঘটনা ঘটে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলের শুনানির তারিখ শুনানি তারিখ নির্ধারণ করতে গেলে আওয়ামীলীগ সমর্থক এবং বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল হয়। পরে রুলের চূড়ান্ত শুনানির তারিখ আজ (বুধবার) নির্ধারণ করেন আদালত।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট সানজিদা খানম ও অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা। সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার শুনানিতে অংশ নেন।
শুনানির একপর্যায়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল শুনানির সময় পিছিয়ে বুধবার ধার্য করতে বলেন। এসময় কায়সার কামালের উদ্দেশে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শুনানি কখন হবে সেটি আপনি বলার কে? এসময় কোর্টে উপস্থিত বিএনপিপন্থি আইনজীবীরা সমস্বরে চিৎকার দিয়ে ওঠেন। তারা কামরুল ইসলামের উদ্দেশে ‘গম চোর, গম চোর’ বলে হইচই করতে থাকেন। আওয়ামী লীগের আইনজীবীরা কামরুল ইসলামের বক্তব্যে সমর্থন জানান। বিএনপির আইনজীবীরা বলেন, এটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ পাননি। এটা হাইকোর্ট।
তিনি বলেন,তারেক রহমান গত ১৫ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। যে ঠিকানায় নোটিশ জারি করা হয়েছে সেটা বিএনপির পার্টি অফিস। সঠিক ঠিকানায় নোটিশ জারি না হওয়া পর্যন্ত রুল শুনানি করা ঠিক নয়। রাজনৈতিক দলের নেতার কণ্ঠ রোধ করতেই কোর্টকে ব্যবহার করতে চাইছে বাদীপক্ষ।
তিনি বলেন, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। তারেক রহমানের বিরুদ্ধে যা হচ্ছে তা অন্যায্য এবং তা দৃশ্যমান। সবকিছুরই ইতিহাস থেকে যায়। আদালতের ঘাড়ে বন্দুক রেখে যেন কেউ কোন স্বার্থ হাসিল করতে না পারে, কণ্ঠরোধ না করতে পারে সেদিকে আদালতের খেয়াল রাখা উচিৎ।
কায়সার কামাল বলেন, কোর্টের ভেতরে তিনি (কামরুল ইসলাম) যে ভাষায় কথা বলছেন, আমাদের তো বাইরে বের হতে ভয় হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় । পরে শুনানির জন্য দুপুর ২টায় সময় নির্ধারণ করেন।
এক পর্যায়ে আদালত বলেন, দেওয়ানি কার্যবিধি ও হাইকোর্ট রুলস অনুসরণ করেই আমরা আদেশ দিয়েছি। আমাদের জানামতে আদেশ ঠিক আছে। বাদী পক্ষ এসেছে আর আমরা আদেশ দিয়েছি তা তো করিনি। আইন অনুসরণ করেই রুল শুনানির দিন ধার্যের আদেশ দেয়া হয়েছে।
এ সময় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, যেনতেনভাবে নোটিশ জারি করলে হবে না, সঠিক ঠিকানায় নোটিশ জারি করতে হবে। যে ঠিকানার (৬ মইনুল রোড) কথা উল্লেখ করা হয়েছে সেটা তো সরকারের জায়গা। সেখানে এখন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। হাইকমিশনের মাধ্যমে তার ঠিকানা জেনে নেয়ার সুযোগ রয়েছে বাদীর।
ব্যারিস্টার খোকন প্রশ্ন রাখেন, যিনি বাদী পক্ষের আইনজীবী তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। এই কোর্টকেই কেন তিনি বেছে নিলেন ? এ পর্যায়ে আদালত বলেন, এখানে হাইকমিশনের বিষয় কেন আসছে।
প্রসঙ্গত: ২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে তৎকালিন বিচারপতি কাজী রেজা-উল হক এবৎঙ বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালিন আদেশ দেন। সেই সঙ্গে তারেক রহমানের বিদেশে অবস্থানের বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেয়া হয়। তারেক রহমানের পাসপোর্টের মেয়াদের বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।
তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেয়া হবে না-এই মর্মে রুল জারি করেন আদালত। গত ৮ বছরেও রুলের শুনানি হয়নি। সম্প্রতি সমাবেশে তারেক রহমানের বক্তব্য প্রচার করে বিএনপি। এরপরই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রুল শুনানির আবেদনে করেন অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার