মস্কোয় ফের ড্রোন হামলা
২৩ আগস্ট ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১১:৪৪ পিএম
রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে নির্মাণাধীন একটি ভবন ড্রোন হামলা চালানোর চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবায়নিন। রাশিয়ার কর্মকর্তারা দাবি করছেন, ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলে প্রযুক্তির মাধ্যমে সেটি নিয়ন্ত্রণহীন করা হয়। পরে একটি বহুতল ভবনে সেটি বিধ্বস্ত হয়।
শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মস্কো অঞ্চলের মোযহিস্ক এবং কিমকি জেলায় আরও দুটি হামলাকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে। এসব হামলায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে, তাও পরিষ্কার নয়। রাশিয়ার কর্মকর্তা দাবি করেছেন, ‘এটা হচ্ছে কিয়েভের ক্ষমতাসীনদের আরেক দফা সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা।’ গতকালও মস্কোর সকল বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে রাখা হয়েছিল। এর আগেও কয়েক দফা মস্কোয় বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। রাশিয়ার রাজধানীতে ড্রোন হামলার এটি ষষ্ঠ ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে সেটাকে নিয়ন্ত্রণহীন করে ফেলা হয়। এরপর ওই ভবনে সেটা বিধ্বস্ত হয়ে পড়ে।
টেলিগ্রামে পোস্ট করা রাশিয়ার দৈনিক পত্রিকা ইজলেস্তিয়ার একটি ছবিতে দেখা যাচ্ছে, বিশাল একটি ভবনের সামনে ফায়ার সার্ভিস আর জরুরি সেবার অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। পাঁচ তলা ভবনটির কয়েকটি জানালা বিধ্বস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছেন, রাশিয়ায় ড্রোন হামলা চালানোর জন্য ওয়াশিংটন কাউকে উৎসাহিত করে না। এর আগে মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সলৎসি-২ বিমান ঘাটিতে ড্রোন হামলায় রাশিয়ার একটি দূরপাল্লার বোমারু বিমান তুপোলেভ তু-২২ ধ্বংস হয়ে গেছে। সেই সময়েও আরও দুটি হামলাকারী ড্রোন ধ্বংস করে দেয় রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেন সীমান্তের ব্রায়ানস্ক অঞ্চলে আরও দুটি ড্রোন ঠেকিয়ে দেয়া হয়েছে বলে রাশিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছিলেন।
সংঘর্ষ রেখা বরাবর পরিস্থিতি স্থিতিশীল : ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানে সংঘর্ষ রেখা বরাবর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন লুহানস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান (এলপিআর) লিওনিড পাসেচনিকের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন। ‘আপনি নিজেই দেখতে পাবেন যে, পরিস্থিতি বর্তমানে সংঘর্ষ রেখা বরাবর স্থিতিশীল,’ তিনি বলেছিলেন।
রাশিয়ার বিরুদ্ধে ‘পূর্ণ মাত্রার’ যুদ্ধ করছে ন্যাটো : ন্যাটো কিয়েভ কর্তৃপক্ষকে প্রক্সি হিসাবে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে একটি পূর্ণ-মাত্রার যুদ্ধ করছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ দক্ষিণ ওসেটিয়ায় জর্জিয়ার আক্রমণের ১৫তম বার্ষিকী এবং দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়ার স্বাধীনতায় রাশিয়ার স্বীকৃতির জন্য নিবেদিত একটি অনুষ্ঠানে বলেছেন।
রাজনীতিবিদ উল্লেখ করেছেন যে, ‘প্রতিকূল পর্যবেক্ষকদের’ এ উন্নয়নগুলি থেকে একটি পাঠ শেখা উচিত ছিল কিন্তু ‘দুর্ভাগ্যবশত, এটি ঘটেনি’। ‘পশ্চিমা বিশ্ব বারবার একই ফাঁদে পড়ে যাচ্ছে,’ মেদভেদেভ বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের প্রতিপক্ষরা তাদের ঘাড়ের ওপর দাঁড়িয়ে আছে যে প্রক্সি যুদ্ধে ন্যাটো আমাদের বিরুদ্ধে ইউক্রেনে কিয়েভ শাসনের হাত ধরে লড়াই করছে, যা পূর্ণ মাত্রায় চলছে এবং মারাত্মক আকার নিচ্ছে।’ সূত্র : তাস, বিবিসি।
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। আজ বুধবার দক্ষিণ আফ্রিকায় ব্রিকস জোটের সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মিত্র রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘মস্কো ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে চায়। কারণ, এই যুদ্ধ শুরু হয়েছিল পশ্চিম ও তার স্যাটেলাইটগুলোর আক্রমণের মাধ্যমে।’
ইউক্রেন যুদ্ধের জন্য আবারও পশ্চিমাদের দোষারোপও করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘কিছু দেশ উপনিবেশবাদকে উৎসাহিত করছে, যা ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। পশ্চিমাদের ভূমিকার জেরেই ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাশিয়া। আধিপত্য ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য।’
সম্মেলনে রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোরোদের গভর্নর বলেছেন, ইউক্রেনের একটি ড্রোন হামলায় ওই এলাকায় তিনজন নিহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শহরের মেয়রের মতে, রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী মস্কো এবং রাজধানীর আশেপাশের অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
উত্তর-পূর্ব ইউক্রেনের রমনি শহরের একটি স্কুলে হামলায় অন্তত দুজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো।
সারাবিশ্বেই ব্রিকস সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আর এর মধ্যেই ব্রিকসের সদস্য বাড়ানো কথাও উঠেছে। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বর্তমানে ৪০ টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এছাড়া ২০ টিরও বেশি দেশ এরই মধ্যে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার ব্রিকস বিষয়ক বিশেষ দূত আনিল সোকলাল চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, অনেক দেশ ব্রিকস পরিবারের সদস্য হতে চায়। তার মতে, এটা প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক সমস্যার সমাধানে ব্রিকসের নেতৃত্বের সামর্থ্য সম্বন্ধে সারাবিশ্ব খুব আস্থাবান। সূত্র : আল-জাজিরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন - ডা. মাজহার
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন
রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম
আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম
টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ক্যাম্পাস সমূহ র্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা
নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ
ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা
ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া
মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা
খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ
ফ্যাসিস্ট দোসর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টা!
আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি
সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ নিহত ১
দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই
ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো : প্রেস সচিব