ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

তদন্তেই আটকা গুলিস্তানে ভবনে বিস্ফোরণ

Daily Inqilab সাখাওয়াত হোসেন

২৫ আগস্ট ২০২৩, ১১:০২ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

দেশব্যাপী আলোচিত গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তদন্তেই আটকে আছে। অথচ গত ৭ মার্চ বিস্ফোরণের ঘটনায় ২৪ জনের প্রাণহানি হয়, আহত হন শতাধিক মানুষ। রাজধানীবাসীর মধ্যে ভবন বিস্ফোরণের আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে তৎপর হয় ফায়ার সার্ভিস, রাজউকসহ আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিক গ্রেফতার করা হয় ভবনের মালিক দুই ভাই ও এক ব্যবসায়ীকে। মামলাও করে পুলিশ। মামলার তদন্তভার নেয় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে।
ঘটনার সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন তদন্ত প্রতিবেদনই জমা দিতে পারেনি পুলিশ। এরই মধ্যে কয়েকবার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ। ফলে বিচারকাজও শুরু হয়নি আলোচিত এ ঘটনার। তদন্তেই আটকে আছে মামলার বিচারকাজ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরদিন বংশাল থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে পুলিশ। ৯ মার্চ ভবনের মালিক দুই ভাই ওয়াহিদুর রহমান, মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী আব্দুল মোতালেব মিন্টুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের ৫৪ ধারায় দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়। সেদিন রাতেই বংশাল থানার এসআই পলাশ সাহা বাদী হয়ে ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে আরেকটি মামলা করেন। তবে এ মামলায় গ্রেফতারদের নাম ছাড়াই অজ্ঞাতনামাদের আসামি করা হয়। মামলার পর তাদের তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। যদিও গ্রেফতার তিনজনই জামিনে মুক্ত।
মামলায় বলা হয়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি যথাযথ নিয়ম মেনে (বিল্ডিং কোড) নির্মাণ করা হয়নি। ভবনটিতে আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্ট তৈরির অনুমোদন ছিল না। অবৈধভাবে নির্মিত এই বেজমেন্ট বাণিজ্যিক কাজে ব্যবহারের কোনো অনুমতি ছিল না। অথচ সেখানে নির্মাণসামগ্রী মজুত ও বিক্রির কাজে ব্যবহার করা হতো। বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ নিয়ে কুইন্স ক্যাফে নামে রান্নাঘর করা হয়েছিল। অথচ গ্যাস লিকেজের সমস্যা ও পয়োবর্জ্যে সৃষ্ট গ্যাস নিষ্কাশনের ব্যবস্থা ছিল না। ভবনের মালিক ও ব্যবহারকারীরা অর্থের লোভে অবৈধভাবে বেজমেন্ট ও আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে আসছিলেন।
জানা গেছে, ভবনে বিস্ফোরণের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য গত ১১ এপ্রিল প্রথম দিন ধার্য করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর তদন্তকাজ শেষ না হওয়ায় একের পর এক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন পেছাতে থাকে। ২১ মে দ্বিতীয়বার, ২০ জুন তৃতীয়বার, ২৫ জুলাই চতুর্থবার ও ২৪ আগস্ট পঞ্চমবারের মতো দিন ধার্য থাকলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তাও বদল হয়েছেন একাধিকবার। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিএমপির সিটিটিস।
বিস্ফোরণে নিহত হন ভবনটির পাশেই জুতা বিক্রি করা মো. জামাল উদ্দিনের বোনের স্বামী। জামাল উদ্দিন বলেন, আমি আসরের নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজে থেকেই বিকট শব্দ শুনি। বের হয়েই দেখি রক্তে মাখা মানুষ নিয়ে যাচ্ছে। ভবনের সামনেই এসে আমার বোনের স্বামীকে আর পাই না। ফোন দেই তাও ধরে না। পরে রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে গিয়ে তাকে পাই। ১৯ দিন পর তার মৃত্যু হয়। বোনের স্বামী আহত অবস্থায় এবং মারা যাওয়ার পরও আমরা আর্থিক সহায়তা পেয়েছি। কিন্তু শুনেছি মামলা হয়েছে, তবে বিচারের কোনো কিছুই জানি না।
বিস্ফোরণে নিহত হয়েছেন মির্জা আজম। পাঁচ বছরের মেয়েকে নিয়ে এখন অনিশ্চিত ভষ্যিতের পথে দিন কাটছে অন্তঃসত্ত¡া স্ত্রী রিয়া আক্তারের। স্বামীকে হারিয়ে দিশেহারা তিনি। স্বামীর মৃত্যুর বিচারের বিষয়ে জানতে চাইলে রিয়া আক্তার বলেন, মানুষই হারিয়ে ফেলেছি। বিচার চেয়ে আর কী করবো। মামলার বাদী বংশাল থানার এসআই পলাশ সাহা বলেন, আমি মামলার বাদী। মামলার বর্তমান অবস্থা তদন্তকারী কর্মকর্তা ভালো বলতে পারবেন। আমি যা পেয়েছিলাম তা মামলায় উল্লেখ করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক রাইসুল ইসলাম বলেন, তদন্ত চলমান। মামলার তিন আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন তারা জামিনে। আমরা প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছি। আশা করি, খুব শিগগির চূড়ান্ত প্রতিবেদন দিতে পারবো।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী