ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
বিভিন্ন স্থানে শিশুসহ নিহত আরো ৭

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ নিহত ৭

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৫ আগস্ট ২০২৩, ১১:০২ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আরো ৭ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এর মধ্যে বাগেরহাটে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়। বৃহস্পতিবার দিবগত রাত ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-
নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে এ দুঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ, গাজীপুরের কালিয়াকৈর থানার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন, ঝালকাঠির রাজাপুর থানার পারগোপারপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার, জামালপুরের সরিষাবাড়ী থানার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ, মাদারীপুরের কালকিনি থানার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল, বরিশালের মুলাদি থানার মুলাদি গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান ও কুষ্টিয়ার সদর থানার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলার ঘাসির দিয়া নামক স্থানে পৌঁঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালের আনার পর আরো ১ জনের মৃত্যু হয়।
বাগেরহাট জেলা ও মোংলা সংবাদদাতা জানান, বাগেরহাটে ট্রাক চাপায় তিন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রীজ নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলো, রামপাল উপজেলার শংকর নগর গ্রামের বাসারের ছেলে এনামুল, বেলাই গ্রামের মোতাচ্ছেরের ছেলে আরিফ, ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের শুকুরের ছেলে সাইদুল ইসলাম।
রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, ফয়লা থেকে মোংলাগামী মটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন আরোহী নিহত হয়। তারা সবাই মাছের ঘেরের শ্রমিক।
ফরিদপুর জেলা ও সদরপুর সংবাদদাতা জানান, গতকাল সকালে জেলার সদরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. আমির ফয়সাল এক যুবক নিহত হয়েছে। নিহত ফয়সাল পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গি গ্রামের আলমগীর খানের ছেলে। সে চরভদ্রাসন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। জানা যায়, ফয়সাল মোটরসাইকেল নিয়ে চরভদ্রাসন থেকে সদরপুর উপজেলার শ্যামপুর টেক নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খুঁটিতে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যায়। পথচারীরা সদরপুর হাসপতালে নিলে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরদীর পাকশী-পাবনা-বগামিয়া সড়কের মহাদেবপুর দরগাপাড়ার নিকট যাত্রী বোঝায় একটি ইঞ্জিন চালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আবির হোসেন নামে এক ছাত্র নিহত ও ১১ জন আহত হয়। নিহত আবির ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের আব্দুল মজিদ হাজির ছেলে। সে বক্তারপুর হাইস্কুলের দমশ শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, গতকাল সকাল ৬টার দিকে বক্তারপুর থেকে ১২ জন শ্রমিক পেয়ারা বাগানে কাজ করার উদ্দেশ্যে জিগাতলা যাওয়ার জন্য মহাদেবপুর দরগাপাড়া অতিক্রম করার সময় আকস্মিকভাবে এক বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় সামনে এসে পড়ে। এসময় ভ্যান চালক তাকে বাঁচাতে গিয়ে হার্ডব্রেক করলে ভ্যানটি উল্টে যায়। এতে সকল যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আবিরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, মির্জাগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মমিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বাধঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের উত্তর কাকড়াবুনিয়া গ্রামের নিজাম ফকিরের ছেলে। সে কাকড়াবুনিয়া নূরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, সকালে শিশুটি বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে মাথা থেঁতলে যায়। স্থানীয়রা মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা জানান, মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি বাসের চাপায় মো. আকাশ আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরো ৪জন গুরুতর আহত হয়। এছাড়া বাসের ১০ থেকে ১২ জন যাত্রী সাধারণ ভাবে আহত হয়। গতকাল দুপুর আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ কুষ্টিয়ার গোদিয়াকয়া গ্রামের মো. মিন্টু শেখের ছলে। জানা যায়, কুষ্টিয়া থেকে ৫টি মোটরসাইকেল যোগে দশজন ঢাকা যাচ্ছিলো। পথিমধ্যে পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকার এক্সপ্রেসওয়ের পাশে মোটরসাইকেল রেখে বিশ্রাম নিচ্ছিলো তারা। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোটরসাইকেলগুলোকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের আরো ৪ জন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়