নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ নিহত ৭
২৫ আগস্ট ২০২৩, ১১:০২ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আরো ৭ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এর মধ্যে বাগেরহাটে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়। বৃহস্পতিবার দিবগত রাত ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-
নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে এ দুঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ, গাজীপুরের কালিয়াকৈর থানার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন, ঝালকাঠির রাজাপুর থানার পারগোপারপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার, জামালপুরের সরিষাবাড়ী থানার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ, মাদারীপুরের কালকিনি থানার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল, বরিশালের মুলাদি থানার মুলাদি গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান ও কুষ্টিয়ার সদর থানার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে মাইক্রোবাসটি সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলার ঘাসির দিয়া নামক স্থানে পৌঁঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালের আনার পর আরো ১ জনের মৃত্যু হয়।
বাগেরহাট জেলা ও মোংলা সংবাদদাতা জানান, বাগেরহাটে ট্রাক চাপায় তিন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রীজ নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলো, রামপাল উপজেলার শংকর নগর গ্রামের বাসারের ছেলে এনামুল, বেলাই গ্রামের মোতাচ্ছেরের ছেলে আরিফ, ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের শুকুরের ছেলে সাইদুল ইসলাম।
রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, ফয়লা থেকে মোংলাগামী মটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন আরোহী নিহত হয়। তারা সবাই মাছের ঘেরের শ্রমিক।
ফরিদপুর জেলা ও সদরপুর সংবাদদাতা জানান, গতকাল সকালে জেলার সদরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. আমির ফয়সাল এক যুবক নিহত হয়েছে। নিহত ফয়সাল পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গি গ্রামের আলমগীর খানের ছেলে। সে চরভদ্রাসন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। জানা যায়, ফয়সাল মোটরসাইকেল নিয়ে চরভদ্রাসন থেকে সদরপুর উপজেলার শ্যামপুর টেক নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খুঁটিতে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যায়। পথচারীরা সদরপুর হাসপতালে নিলে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরদীর পাকশী-পাবনা-বগামিয়া সড়কের মহাদেবপুর দরগাপাড়ার নিকট যাত্রী বোঝায় একটি ইঞ্জিন চালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আবির হোসেন নামে এক ছাত্র নিহত ও ১১ জন আহত হয়। নিহত আবির ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের আব্দুল মজিদ হাজির ছেলে। সে বক্তারপুর হাইস্কুলের দমশ শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, গতকাল সকাল ৬টার দিকে বক্তারপুর থেকে ১২ জন শ্রমিক পেয়ারা বাগানে কাজ করার উদ্দেশ্যে জিগাতলা যাওয়ার জন্য মহাদেবপুর দরগাপাড়া অতিক্রম করার সময় আকস্মিকভাবে এক বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় সামনে এসে পড়ে। এসময় ভ্যান চালক তাকে বাঁচাতে গিয়ে হার্ডব্রেক করলে ভ্যানটি উল্টে যায়। এতে সকল যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আবিরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, মির্জাগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মমিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বাধঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের উত্তর কাকড়াবুনিয়া গ্রামের নিজাম ফকিরের ছেলে। সে কাকড়াবুনিয়া নূরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, সকালে শিশুটি বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে মাথা থেঁতলে যায়। স্থানীয়রা মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা জানান, মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি বাসের চাপায় মো. আকাশ আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরো ৪জন গুরুতর আহত হয়। এছাড়া বাসের ১০ থেকে ১২ জন যাত্রী সাধারণ ভাবে আহত হয়। গতকাল দুপুর আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ কুষ্টিয়ার গোদিয়াকয়া গ্রামের মো. মিন্টু শেখের ছলে। জানা যায়, কুষ্টিয়া থেকে ৫টি মোটরসাইকেল যোগে দশজন ঢাকা যাচ্ছিলো। পথিমধ্যে পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকার এক্সপ্রেসওয়ের পাশে মোটরসাইকেল রেখে বিশ্রাম নিচ্ছিলো তারা। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোটরসাইকেলগুলোকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের আরো ৪ জন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা