বিদেশিরা ‘জঙ্গি জঙ্গি খেলা’ বিশ্বাস করে না : আমীর খসরু
২৫ আগস্ট ২০২৩, ১১:২১ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১১:২১ পিএম
বিদেশীদের দেখাতে সরকার নতুন করে জঙ্গি নাটক শুরু করেছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জঙ্গি খেলা আর চলবে না। জঙ্গি নাটক অনেক আগেই শেষ হয়ে। জঙ্গি খেলা বিশ্ববাসী বিশ্বাস করে না। আওয়ামী লীগের চাইতে বড় জঙ্গি, সন্ত্রাসী দল বিশ্বের কোথাও নেই। গতকাল শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত কালো পতাকা মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ তিনি একথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ যখনই সিদ্ধান্ত নেন, তখন তারা আর পিছুপা হন না। স্বাধীনতা যুদ্ধে পিছপা হয়নি, ভাষা আন্দোলনের পিছুপা হননি। যে বারেই সিদ্ধান্ত নিয়েছে, সে বারেই তার প্রতিপক্ষ পরাজিত হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে বিএনপির এই নেতা বলেন, আজ দেশের মানুষের প্রতিপক্ষ কে? এসময় নেতাকর্মীরা উচ্চস্বরে উত্তর দেন- শেখ হাসিনা। তিনি আবারও প্রশ্ন রাখেন, বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ হয়ে কেউ কি জয়ী হয়েছে, নেতাকর্মীরা বলেন, না।
বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ না হওয়ার আহŸান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, সরকারি কর্মকর্তারা, বিচারক ভাইয়েরা জনগণের প্রতিপক্ষ হবেন না। কারণ আপনারাও এই দেশের সন্তান। আপনাদের পরিবার রয়েছে দেশে। তারাও এই সরকারের নির্যাতনে পিষ্ঠ।
সরকারি কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য, বিচারপতিসহ সকলের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেন, দেয়ালের লিখন পড়তে শিখুন। দেখুন কী লেখা আছে? সিদ্ধান্ত নেন। জনগণের প্রতিপক্ষ হয়ে অবস্থান নিবেন না। আর নিলে সে দায় আপনাদের ওপরে বর্তাবে।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিবারসহ দলবল নিয়ে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন। কীসের জন্য? গিয়েছেন ব্রিকস সদস্য হবেন। কিন্তু কী হয়েছে? তখন নেতাকর্মীরা বলেন, ভুয়া ভুয়া ভুয়া।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আমির খসরু বলেন, প্রত্যেক জায়গায় আপনি প্রত্যাখিত হবেন। সবাই অবৈধকে প্রত্যাখ্যান করবে। কারণ আপনি রাতের ভোটে অবৈধ ভাবে ক্ষমতায় রয়েছেন। ভোটের অধিকার কেড়ে নিয়েছেন।
কালো পতাকা মিছিলে আসার নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমীর খসরু বলেন, একটি ছবি দেখবেন প্রধানমন্ত্রী গেছেন। কিন্তু ব্রিকস একটি অফিসিয়ালি ছবি প্রকাশ করেছে। সেখানে আমাদের এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই। ব্রিকসের এখানে সদস্য হোক আর না হোক সবাই ছবি তুলেছেন। প্রবাল মিথ্যাচারের রাজনীতি আর বাংলাদেশের চলবে না।
আমীর খরু বলেন, নতুন নাটক করছে জঙ্গি নাটক। আরে জঙ্গি নাটকতো অনেক আগেই শেষ হয়ে গেছে। ওই জঙ্গি খেলা চলবেনা। ওই জঙ্গি খেলা বিশ্ববাসী কেউ বিশ্বাস করে না। আবার প্রচার করছে নাকি জঙ্গি সংগঠন বেড়েছে। সবই ভুয়া। আরে আওয়ামী লীগের চেয়ে আর বড় জঙ্গি দল আছে? নেই। আওয়ামী লীগের চেয়ে আর বড় কোন সন্ত্রাসী দল আছে? নেই। আওয়ামী লীগের চাইতে বড় জঙ্গি সন্ত্রাসী দল বিশ্বের কোথাও নেই।
মিছিলপূর্ব সমাবেশে ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা এজেডএম জাহিদ হোসেন, জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।
কালো পতাকা মিছিলটি শ্যামলী লিংক রোড থেকে বিকাল সাড়ে চারটায় শুরু হয়েছে। মিছিলটি মোহাম্মদপুর শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ