নিউইয়র্কের মসজিদে মাইকে আযানের ঐতিহাসিক অনুমতি
২৯ আগস্ট ২০২৩, ১১:০৮ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
নিউইয়র্কের স্কুলগুলোতে হালাল ফুড সরবরাহ ও ঈদ হলিডে’র পর এবার নিউইয়র্ক সিটির মসজিদগুলোতে মাইকে আযান দেয়ার অনুমতি দিয়েছে সিটি কর্তৃপক্ষ। গত ২৪ আগস্ট নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি এফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক টি স্টুয়ার্ট স্বাক্ষরিত ঐতিহাসিক এক ঘোষণায় এ অনুমতি দেয়া হয়। সিটি প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে নিউইয়র্ক সিটিতে বসবাসরত মুসলিম কমিউনিটি দীর্ঘদিন ধরে মসজিদে জুমআর নামাজসহ বিভিন্ন ওয়াক্তে মাইকে আযান দেবার যে অনুমতির দাবি জানিয়ে আসছিলেন তার বাস্তবায়ন ঘটলো। আর এ ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে।
উল্লেখ্য, সিটির চলমান নিয়মে শুধু বিশেষ কারণে অনুমতি সাপেক্ষে মাইকে আযান দেয়া যেত। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে নিয়মিতভাবে মসজিদগুলোতে নামাজ শুরুর আগে আযান দেয়া যাবে। আরো উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের পরিচালনায় ৩ শতাধিক মসজিদ ছাড়াও অন্যান্য দেশের অভিবাসীদের পরিচালনায় আরো অনেক মসজিদ রয়েছে।
গত ২৪ আগস্ট পুলিশ ডিপার্টমেন্টের জারিকৃত নোটিশে আযানের ভলিউম বা শব্দ রিজোনেবল পর্যায়ে রাখার অনুরোধ করা হয়েছে। নোটিশে মসজিদের প্রতিবেশী কমিউনিটির যেন কোনো অসুবিধা না হয় তা খেয়াল রাখতে হবে। প্রয়োজেনে মসজিদ কর্তৃপক্ষ স্থানীয় কমিউনিটি ও প্রতিবেশীদের সাথে এ ব্যাপারে আলোচনা ও পরামর্শ করতে পারেন। মাইকটি অবশ্যই মসজিদের ওয়ালে বা ভবনে লাগাতে হবে।
এদিকে নিউইয়র্ক সিটির মসজিদগুলোতে মাইকে আযান দেওয়ার ব্যাপারে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’র (মুনা) ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চ্যেধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, এটি অবশ্যই মুসলিম কমিউনিটির জন্য সুসংবাদ। তবে এ অধিকারের চর্চা আমাদের সর্তকতার সাথে করতে হবে। অন্য কমিউনিটির লোকজন যেন বিরক্ত না হন, কিংবা আপত্তি না তোলেন সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে। প্রতিবেশিদের সাথে সমন্বয় রেখে আমরা এ কাজটি করবো। স্থানীয় পুলিশ প্রশাসনের সাথেও মসজিদগুলোর সমন্বয় রেখে কাজ করতে হবে। আযানের ভলুউম সহনীয় পর্যায়ে রাখতে পারলে কোন সমস্যা হবে না।
জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর পরিচালনা কমিটির জয়েন্ট সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানিয়ে বলেন, সিটি প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে মুসলিম কমিউনিটির দীর্ঘ দিনের প্রানের দাবী পূরণ হলো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিউইয়র্ক সিটির এই সিদ্ধান্ত অনুসরণ করে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের মসজিদগুলোতে প্রকাশে মাইকে আজান দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন উদ্যোগ নেবেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর