ডেঙ্গু ওষুধের কৃত্রিম সঙ্কট
৩০ আগস্ট ২০২৩, ১১:০১ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
চট্টগ্রামে ডেঙ্গু জ্বরের প্রকোপের মধ্যেই জরুরি ওষুধের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অতি মুনাফা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। বিশেষ করে ডেঙ্গু রোগীর জন্য অতি প্রয়োজনীয় ডিএনএস স্যালাইনের সঙ্কট সৃষ্টি করে কয়েকগুণ দামে বিক্রি করছে। এর নেপথ্যে রয়েছে একটি সিন্ডিকেট। গতকাল বুধবার এমন অভিযোগে চমেক হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে কয়েকটি ফার্মেসীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, চমেক হাসপাতালের মেইন গেইটের সামনের কয়েকটি দোকানে ক্রেতা সেজে ডিএনএস স্যালাইন কিনতে যান কয়েকজন সরকারি কর্মচারী।
এ সময় ফার্মেসী মালিকেরা স্যালাইনের সঙ্কট রয়েছে দাবি করে কয়েকগুণ বেশি দাম চেয়ে বসেন। কয়েকটি দোকানে এ স্যালাইন নেই বলে তাদের ফিরিয়ে দেয়। এরপর ওইসব দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পর্যাপ্ত ডিএনএস স্যালাইনের মজুদ দেখতে পান। সিন্ডিকেটবাজি করে জরুরি ওষুধের মূল্যবৃদ্ধি এবং অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে কয়েকটি ফার্মেসীকে জরিমানা করা হয়। জেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের এ অভিযানে জব্দ করা হয় আনুমানিক দুই লাখ টাকার অনিবন্ধিত ওষুধ, দু’টি খাবার হোটেলসহ ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সাহান মেডিকোতে ২০ হাজার, সবুজ ফার্মেসীকে ১০ হাজার, ইমন মেডিকেল হলকে ২০ হাজার এবং পপুলার মেডিসিন কর্ণারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভান্ডারি হোটেল এবং আল মঞ্জুর হোটেলকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীন এবং পাচলাইশ থানার সাব ইন্সপেক্টর জাকির হোসেন অভিযানে সহযোগিতা করেন।
এদিকে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১০৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৬৯৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে চলতি আগস্টে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯২১ জন। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছেন ৫৩ জন। তাদের মধ্যে ২১ জন শিশু, ১৮ জন মহিলা ও ১৪ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে ২৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভাবনার দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যবধান ঘটে গেছে
ইতিহাসে প্রথমবারের মতো বিমানের মাসিক বিক্রয় ৯০০ কোটি টাকা ছাড়ালো
ফরিদপুরের বাড়িতে এসে পৌঁছেছে মামা-ভাগ্নের লাশ
সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন টেটা বৃদ্ধ, আহত ১০
হাসিনাকে কি বাংলাদেশে নির্বাসিত করা হবে?
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সেবা সহজীকরণ অনুষ্ঠান
লাকসামে বিএনপির আজিম-কালাম গ্রুপ মুখোমুখি: ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া
ভুয়া পেইজে ঢাবি প্রশাসনসহ অনেকের বিরুদ্ধে অপপ্রচার, এডমিন ঢাবি ছাত্রদল নেতা
ইটনায় বিএনপির স্বাধীনতার বিজয় উৎসবে নেতাকর্মী ও জনতার ঢল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে: ফজলুর রহমান
ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল