ক্ষতিপূরণ মেলেনি ১২ বছরেও
৩০ আগস্ট ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
রাজধানী ঢাকা মহানগরীর সৌন্দর্য বৃদ্ধি, অবৈধ দখল থেকে লেক উদ্ধারসহ বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে ২০১০ সালে শুরু হয় ‘গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন’ প্রকল্পের কাজ। শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালে, কিন্তু তা হয়নি। তারপর খরচ বাড়ানো ছাড়াও এ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ৫ বার। তবুও এ প্রকল্পের কাজ কাজ হয়নি। ছয় বারের মতো এবার চার বছর সময় বাড়িয়ে প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেয়া হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না। এদিকে উচ্চ আদালতে রিটের আদেশ আমলে নিচ্ছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের জিওবি’র অর্থায়নের ‘গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন’ বাস্তবায়নাধীন প্রকল্পের সংশোধিত ডিপিপিতে কাজের পরিধি নির্ধারণ ও ব্যয় নির্ধারণের যৌক্তিকতা নিরুপণের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও তার কোনো প্রতিবেদন দাখিল করতে পারেনি বলে জানা গেছে। তবে রাজউক উন্নয়ন প্রকল্পে বাস্তবায়ন বাদ দিয়ে জমি, প্লট-ফ্ল্যাট এবং নতুন নতুন বাড়ির প্ল্যান পাশ কাজে বেশি মানোযোগী বলে জানা গেছে। এ প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণে একটি ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না।
জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. কাজী ওয়াছি উদ্দিন ইনকিলাবকে বলেন, গুলশান-বনানী-বারিধারার লেকের প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় রাজউকের নিজস্ব অর্থ থেকে বাস্তবায়ন করার নিদের্শনা দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমরা রাজউকে চিঠি দিয়েছি।
এদিকে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করে ঢাকা জেলা প্রশাসক (ডিসি)। ক্ষতিগ্রস্তদেরকে ৩ এবং ৬ ধারায় নোটিশও করা হয়। অথচ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের কোনও অর্থ ১২ বছর ধরে পরিশোধ করা হয়নি। গত বছর ২৫ এপ্রিল গুলশান-বনানী-বারিধারা লেক প্রকল্পে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারি করা হয়। রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বিদ্যমান আইন (২০১৭ সালে প্রণীত আইন) অনুযায়ী, ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ভূমি মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ. শাখা), ঢাকা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ভুক্তভোগী মো. লেহাজউদ্দিনসহ ৮৩ জনের পক্ষে করা রিটের শুনানি নিয়ে গত বছর ২৫ এপ্রলি বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।এদিকে খরচ বৃদ্ধি ছাড়াই উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ৫ বার। তারপরও প্রকল্পের কাজ শুরু হচ্ছে না। প্রকল্পগুলোর ২০১৯-২০২০ অর্থ বছরের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেওয়া হলেও তার অগ্রগতি প্রতিবেদন বলা হয় প্রকল্পের কাজ চলমান। অর্থচ এ প্রকল্পের কাজ শুরুই করতে পারেনি রাজউক।
অন্যদিকে গত ১৭ আগষ্ট অর্থ মন্ত্রণালয়ে গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত ১ম সংশোধিত ডিপিপির বর্ধিত ব্যয় একশত বায়ান্ন কোটি একাত্তর লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা রাজউকের নিজস্ব অর্থ থেকে প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নিদের্শনা দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট-২ অনুবিভাগ বাজেট-২৪ অধিশাখার পাঠানো চিঠিতে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়নের ধরন নির্ধারণ সংক্রান্ত। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আর্থিক সক্ষমতা (বার্ষিক নিরীক্ষা রিপোর্ট অনুযায়ী) এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে বাংলাদেশ সরকারের কৃচ্ছতাসাধন নীতি বিবেচনায় ‘গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত ১ম সংশোধিত ডিপিপির বর্ধিত ব্যয় ১শ’ ৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা রাজউকের নিজস্ব আয় হতে সংস্থান করার সুযোগ রয়েছে মর্মে নির্দেশক্রমে জানিয়ে দেয়া হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা কমিশনের এক সদস্য বলেন, গুলশান-বনানী-বারিধারা লেকের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে রাজউকের কর্মকর্তারা বারবার ভুল তথ্য পাঠাচ্ছে। তাদের কারণে গত ১২বছরও ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছে না।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রকল্পের আকার ৪১০ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার ৮৮৬ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা করা হয় এবং প্রায় তিন বছর আগে প্রকল্পের সংশোধিত নকশাসহ প্রস্তাব এরই মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। কিন্তু রাজউক থেকে এর কোনো সংশোধিত নকশাসহ প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হচ্ছে না। বছরে পর বছর রাজউক উন্নয়ন প্রকল্পে ফাইল আটকে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে বলা হয়. রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প ৪১০ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা ব্যয় করা হয়েছে। মোট প্রকল্পের ব্যয়ের বিপরিদে ৭৪ দশমিক ৬১ শতাংশ দেখানো হয়েছে। প্রকল্পের মোট বাস্তব অগ্রগতি ভৌত খাতে ৭৫ শতাংশ এবং আর্থিক খাতে ৭৪ দশমিক ৬১ শতাংশ। প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতিতে বলা হয়েছে রাজধানীর গুলশান-বনানী-বারিধারা এলাকায় লেকের জমি অধিগ্রহণ, লেক খনন ও উন্নয়ন, ওয়াকওয়ে, কজওয়ে, ড্রাইভওয়ে নির্মাণ করা হয়েছে তা প্রতিবেদনে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ গত বছর প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মহাপরিচালক, বর্তমান প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো, তোফাজ্জল হোসেন মিয়া প্রকল্প এলাকা দুই বছর আগে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রকল্পের তেমন অগ্রগতি দেখতে পাননি। অথচ কাজ না করে, রাজধানীর গুলশান-বনানী-বারিধারা এলাকায় লেকের জমি অধিগ্রহণ, লেক খনন ও উন্নয়ন, ওয়াকওয়ে, কজওয়ে, ড্রাইভওয়ে নির্মাণ ব্যয় দেখিয়ে ৪১ কোটি টাকা প্রকল্পের নামে তুলে নেয়া হয়েছে। এখনো জমির মালিকরা জমি অধিগ্রহণের টাকা পায়নি অথচ প্রকল্পের প্রতিবেদনে টাকা দেয়ার কথা উল্লেখ করা হযেছে। কি কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে। এ খবরে বলা হয়েছে আরডিপিপি অনুমোদন বিলম্ব, মামলাজনিত কারণে বিলম্ব হচ্ছে। মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্গঠিত সংশোধিত ও ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রকল্পের পরিচালক সাবের হোসেন ইনকিলাবকে বলেন, গুলশান-বনানী এবং বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের সংশোধিত প্রস্তাব দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠাতে নির্দেশনা দিয়েছিল। তখন করোনার কারণে পাঠানো হয়নি। সংশোধিত নকশাসহ বিভিন্ন কাজ চলছে। যে কোনো সময় মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থমন্ত্রণালয়ের চিঠি এখনো আমরা পাইনি।
গত বছর উচ্চ আদালতে রিটকারীদের পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মদ তারিকুল ইসলাম শুনানি করেন। পরে ব্যারিস্টার শেখ মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ করে রাজউক। অধিগ্রহণের আওতায় যাদের জমি পড়েছে, তাদেরকে এলএ কেসের পরিপ্রেক্ষিতে ৩ ধারা এবং ৬ ধারায় নোটিশ করা হয়েছে। অথচ তাদেরকে এখনও পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হয়নি। ক্ষতিপূরণের কোনো টাকা জেলা প্রশাসনে জমা দেয়নি রাজউক। অপরদিকে জমির মালিকরা দু’টি নোটিশপ্রাপ্ত হওয়ায় জমির খাজনা পরিশোধ করতে পারছেন না। এ কারণে জেলা প্রশাসনের দেয়া ৩ ধারা এবং ৬ ধারার নোটিশকে চ্যালেঞ্জ করেছি। শুনানি নিয়ে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করেছেন।
গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের সংশোধিত প্রস্তাব দ্রুত দেয়ার কথা জানিয়ে পরিকল্পনা কমিশন দুই বছর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)কে চিঠি দিয়েছে। অথচ এই দীর্ঘদিনেও সংশোধিত নকশাসহ প্রস্তাব দিতে পারেনি রাজউক। সরকার উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে চায় অথচ রাজউকের ঢিলেমিতে তা সম্ভব হচ্ছে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু
রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান