দুই নেতাকে মারধরের ঘটনায় চুপ কেন্দ্রীয় ছাত্রলীগ
১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে পুলিশের নির্যাতনের ঘটনায় কোনো প্রতিবাদ জানাননি কেন্দ্রীয় ছাত্রলীগ। ফলে নেতাকর্মীদের মাঝে এ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা যায়। ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী এ ঘটনার প্রতিবাদে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে একটি মানববন্ধনও করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে দেখা গেছে নেতাকর্মীদের। তবে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ জানাননি কেন্দ্রীয় সংসদ। এসব বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে একাধিক ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি।
এদিকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের জন্য আনা ফুল ছুড়ে ফেলে সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের বিরুদ্ধে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দুর্জয় পাল এই অভিযোগ করেছেন। এর মধ্য দিয়ে সংগঠনটির কেন্দ্র ও সুপার ইউনিট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধ আরো স্পষ্ট হয়ে উঠেছে। গত শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাচ চত্বরের পাশে এই ঘটনা ঘটে।
ছবি দেখে দুর্জয় পাল এই ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করতে পেরেছেন। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নিরব এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান নিরব।
দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবীর শয়নের অনুসারী। বেশ কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতার সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতার মনোমালিন্য চলছে। এর মাঝেই শনিবার এই ঘটনা ঘটলো। এর আগে বৃহস্পতিবার কেন্দ্র ও ঢাবি শাখার সম্পর্কে ফাটল শিরোনামে ইনকিলাবে একটি সংবাদ প্রকাশ করা হয়। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরোধ বিস্তারিত তুলে ধরা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে দুর্জয় পাল গণমাধ্যমে বলেন, গত ৩১ জুলাই আমাদের কমিটি হয়েছিল। এরপর থেকে আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে সাদ্দাম ভাইকে ফুল দিতে পারিনি। আজকে (শনিবার) সন্ধ্যায় আমরা ফুল দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাই। এরপর আমাদের সামনে থাকা মেয়েদেরকে একদল শিক্ষার্থী এসে আমরা কোন ইউনিট জিজ্ঞেস করে। পরে মেয়েরা ইউনিটের নাম বললে তাদেরকে বলা হয়, আপনারা এখান থেকে চলে যান। এরপর মেয়েরা আমরা সাথে কথা বলতে বললে তারা আমার সাথে কথা বলতে আসেন।
দুর্জয় বলেন, তাদেরকে আমি বলি সাদ্দাম ভাইয়ের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করতে আসছি। তখন তারা আমাকে বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন শুভেচ্ছা বিনিময় হবে না। এটা করতে চাইলে পার্টি অফিসে যান, না হয় সাদ্দাম ভাইয়ের বাসায় যান। এই কথা বলার সাথে সাথে তাদের সাথে থাকা অন্যরা আমাদের হাতে থাকা ফুল দিয়ে বানানো নৌকা এবং দুইটা ফুলের তোড়া কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে। এরপর তারা উচ্চস্বরে বলছে এখানে কোন ফুল দেওয়া হবে না। আপনারা তাড়াতাড়ি চলে যান। পরে অবস্থা বেগতিক দেখে আমরা পিছন দিকে হাঁটা শুরু করি। এরপর তারা আমাদেরকে বাইকে করে ফলো করছিল। আর পেছন থেকে বারবার বলছিল, দ্রুত যান, দ্রুত আগান।
দুর্জয় পাল বলেন, পরে আমরা শহীদ মিনারের সামনে আসলে সাদ্দাম ভাইয়ের গাড়ি দেখতে পাই। এবং ভাইয়ের সাথে নতুন একটা ফুল এনে শুভেচ্ছা বিনিময় করি। পরে ভাইকে ঘটনাটির জানালে তিনি দেখবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এরপর আমরা চলে আসি।
তবে এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান নিবির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ওই ঘটনার সময় আমাকে তারা আশেপাশে দেখে হয়তো ভেবেছে আমি ঘটনায় জড়িত। আমি ঘটনার সাথে জড়িত ছিলাম না। যদি কেউ আমার নাম বলে তাহলে আমি ষড়যন্ত্রের শিকার। আরেক অভিযুক্ত শাহরিয়ার নিরব বলেন, আমি দুইদিন ধরে আমার বাসায়। ঘটনার সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না।
তবে নিরবের এক বন্ধু জানিয়েছেন, এদিন তারা একসাথে টিএসসিতে ছিল। পরে কবি জসিমউদ্দীন হলে অনুষ্ঠিত এক প্রোগ্রামেও তাকে দেখা গেছে বলে জানা যায়।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন বলেন, ঘটনাটি আমার জানা নেই। জেনে আমরা ব্যবস্থা নিব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে