নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগ বাবার, তদন্তে কমিটি
১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
সদ্য ভর্তি হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এর আগে ৫ সেপ্টেম্বর র্যগিংয়ের অভিযোগ তুলে রেজিস্ট্রার বরাবর ই-মেইল করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।
তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলামকে ও সদস্য সচিব করা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান ও ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী।
ইংরেজিতে লেখা অভিযোগপত্রে ভুক্তভোগীর বাবা উল্লেখ করেন, হাইকোর্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধ ঘোষণা করেছে এবং কেউ র্যাগিং করলে শাস্তি পাবে এবং তার ছাত্রত্ব বাতিল হবে। অথচ আমার ছেলে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তার সাথে থাকা ৭-৮ জনসহ র্যাগিংয়ের শিকার হয়েছে।
অভিযোগপত্রে তিনি বলেন, আমার সন্তানকে শৃঙ্খলা শেখানোর জন্য ডেকে নিয়ে তাদের ক্রিকেট খেলার সময় পানি বহন করিয়ে নেয়, মা-বাবাকে নিয়ে গালিগালাজ করে, মোবাইল চেক করাসহ বিভিন্নভাবে হয়রানি করে। ভয়ে সে রাতে ঘুমাতে পারেনি।
ভুক্তভোগীর বাবা বলেন, যে বিষয়টি আমার সন্তানের সাথে ঘটেছে তাতে একজন বাবা হিসেবে আমি হতবাক হয়েছি। আমরা পরিবারের সবাই বিষয়টি নিয়ে খুবই আতঙ্কের মধ্যে আছি। আমার ছেলের নিরাপত্তার কথা ভেবে এখনই পরিচয় জানাতে চাচ্ছি না। শিগগিরই ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।
এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমরা মেইলটি পড়েছি তবে র্যাগিংয়ের সাথে জড়িতদের নাম বা র্যাগিংয়ের শিকার হওয়া কারো নাম সেখানে উল্লেখ করা হয়নি। শুধু উল্লেখ করা হয়েছে র্যাগ দেওয়া হয়েছে। আমরা বিভাগীয় সভাপতির সঙ্গে যোগাযোগ করেছি। সুনির্দিষ্টভাবে তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ধরনের কোন অভিযোগ আমি পাইনি। তাছাড়া কেউ আমাকে কিছু বলেনি। এ ধরনের কোন ঘটনা ঘটে থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
তদন্ত কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এখনও চিঠি পাইনি। চিঠি পেলে খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হওয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বাবা রেজিস্ট্রার বরাবর ইমেইলে র্যাগিংয়ের অভিযোগ পাঠান। ওই দিন দুপুরে অভিযোগের একটি কপি রেজিস্ট্রার অফিস থেকে প্রক্টর অফিসে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি