তিন বন্ধুসহ সড়কে নিহত ৫
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এরমধ্যে বরগুনার পাথরঘাটা সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। এছাড়া সাতক্ষীরা ও সিলেটে এক জন করে নিহত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
বরগুনা জেলা সংবাদদাতা জানান, বরগুনার পাথরঘাটা সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গত সোমবার রাত আটটার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের খাসতবক গ্রামের বাবুল হাওলাদারের ছেলে মো. রাকিব, জামিরতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাকিব ও রূপদন গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. তানভীর।
জানা গেছে, বৃষ্টির মধ্যে ফুটবল খেলা দেখে লেমুয়া থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন তিন বন্ধু। এসময় কাকচিড়ার খাসতবক এলাকায় সড়কের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পরে যায় তারা। এসময় ঘটনাস্থলে রাকিকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কাকচিড়া বাজারে এলাহি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাকি দু’জনকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইফুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, ট্রাক চাপায় সাতক্ষীরা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীলকণ্ঠ সরকার নিহত হয়েছেন। গত সোমবার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। একইদিন রাত নয়টার দিকে আহত হওয়ার পর সদর হাসপাতালে তিনি মারা যান। সে খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের বিশ্বনাথ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। ত্রিশমাইল এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এসময় তার পেছনে থাকা একটি ডাম্প ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদদাতা জানান, সিলেট-জকিগঞ্জ রোডে পিকআপ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে আটগ্রাম নওয়াগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আহমদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের শাহজালালাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০