যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেরটানাপোড়েন নেই
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ছাড়াও জাতিসংঘের স্থায়ী সদস্য দেশগুলো এবারের সাধারণ অধিবেশনে যোগ না দিলেও ৭৮তম অধিবেশন সফল হবে। এজন্য বাংলাদেশ সকল দেশের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। কেননা, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য তো বটেই।
ড. মোমেন আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোন টানাপোড়েন নেই, বরং শেখ হাসিনার সরকারের সাথে ‘সম্পর্ককে আরো গভীর করতে চান জো বাইডেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার সব পদক্ষেপই নিচ্ছে। রাতের ভোট হওয়ার মতো অভিযোগ আর হতে দেয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে যোগদান ও কর্মকান্ড নিয়ে নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ম্যানহাটানের লটে নিউইয়র্ক প্যালেস-এর একটি কক্ষে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংকালে উপরোক্ত কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা এ হোটেলেই অবস্থান করছেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আব্দুল মুহিতসহ মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. আধানম গ্যাব্রিয়াসুর সাথে বৈঠকের মধ্য দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের সাধারণ অধিবেশনের কর্মকান্ড শুরু হয়েছে। বৈঠকে জানানো হয় যে, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বাংলাদেশে কমিউনিটি হেলথ কমপ্লেক্স তৈরি করেছেন। এগুলোর ফলে আমাদের দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়া অন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবারের অধিবেশনে যোগ না দেয়ায় ৭৮তম অধিবেশন কতটুকু সফল হবে- ইনিকিলাব প্রতিনিধির এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তবে আমরা আশাবাদী যে, অধিবেশন সফল হবে। বাংলাদেশ সকল দেশের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। তবে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যে অবিশ্বাস আর বিভেদ-দূরত্ব বাড়ছে তা দূর হওয়া দরকার।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে উল্লেখ করে ড. মোমেন বলেন, এজন্য সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিচ্ছে। ভোট কারচুপি কমিয়ে আনতে কম্পিউটারাইজ ভোটার আইডি করা হচ্ছে। যাতে নাম ও ছবি থাকবে এবং ভোট দিতে গেলে তা দেখা যাবে। এতে একজনের ভোট আরেকজন দিতে পারবে না।
অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, এটির কিছুটা অপব্যবহার হচ্ছে। সুতরাং, আমরা এটি নিয়ে কাজ করেছি। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে ড. মোমেন বলেন, যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।
উল্লেখ্য, ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার থেকে নিউইয়র্কে আন্তর্জাতিক এই সংস্থাটির সদর দফতরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। এদিন ব্রাজিলের প্রেসিডেন্টের বক্তব্যের মাধ্যমে শুরু হবে প্রেসিডেন্টশিয়াল ইভেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন ২২ সেপ্টেম্বর শুক্রবার। এছাড়াও ২২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটনের ম্যারিয়ট মার্কাস হোটেলের বলরুমে নিউয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত প্রবাসী নাগরিক সংবর্ধনা সভায় যোগ দেবেন শেখ হাসিনা।
এবারের অধিবেশনে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু ইস্যুর পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যু প্রাধান্য পাবে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণ সভার আলোচনা। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের দেড় শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যোগ দিচ্ছেন এই অধিবেশনে। এবার আসছেন না চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যের সরকার প্রধানগণ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০