ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
নিউইয়র্কে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেরটানাপোড়েন নেই

Daily Inqilab সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে

২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ছাড়াও জাতিসংঘের স্থায়ী সদস্য দেশগুলো এবারের সাধারণ অধিবেশনে যোগ না দিলেও ৭৮তম অধিবেশন সফল হবে। এজন্য বাংলাদেশ সকল দেশের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। কেননা, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য তো বটেই।
ড. মোমেন আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোন টানাপোড়েন নেই, বরং শেখ হাসিনার সরকারের সাথে ‘সম্পর্ককে আরো গভীর করতে চান জো বাইডেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার সব পদক্ষেপই নিচ্ছে। রাতের ভোট হওয়ার মতো অভিযোগ আর হতে দেয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে যোগদান ও কর্মকান্ড নিয়ে নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ম্যানহাটানের লটে নিউইয়র্ক প্যালেস-এর একটি কক্ষে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংকালে উপরোক্ত কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা এ হোটেলেই অবস্থান করছেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আব্দুল মুহিতসহ মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. আধানম গ্যাব্রিয়াসুর সাথে বৈঠকের মধ্য দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের সাধারণ অধিবেশনের কর্মকান্ড শুরু হয়েছে। বৈঠকে জানানো হয় যে, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বাংলাদেশে কমিউনিটি হেলথ কমপ্লেক্স তৈরি করেছেন। এগুলোর ফলে আমাদের দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়া অন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবারের অধিবেশনে যোগ না দেয়ায় ৭৮তম অধিবেশন কতটুকু সফল হবে- ইনিকিলাব প্রতিনিধির এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তবে আমরা আশাবাদী যে, অধিবেশন সফল হবে। বাংলাদেশ সকল দেশের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। তবে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যে অবিশ্বাস আর বিভেদ-দূরত্ব বাড়ছে তা দূর হওয়া দরকার।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে উল্লেখ করে ড. মোমেন বলেন, এজন্য সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিচ্ছে। ভোট কারচুপি কমিয়ে আনতে কম্পিউটারাইজ ভোটার আইডি করা হচ্ছে। যাতে নাম ও ছবি থাকবে এবং ভোট দিতে গেলে তা দেখা যাবে। এতে একজনের ভোট আরেকজন দিতে পারবে না।
অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, এটির কিছুটা অপব্যবহার হচ্ছে। সুতরাং, আমরা এটি নিয়ে কাজ করেছি। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে ড. মোমেন বলেন, যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।
উল্লেখ্য, ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার থেকে নিউইয়র্কে আন্তর্জাতিক এই সংস্থাটির সদর দফতরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। এদিন ব্রাজিলের প্রেসিডেন্টের বক্তব্যের মাধ্যমে শুরু হবে প্রেসিডেন্টশিয়াল ইভেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন ২২ সেপ্টেম্বর শুক্রবার। এছাড়াও ২২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটনের ম্যারিয়ট মার্কাস হোটেলের বলরুমে নিউয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত প্রবাসী নাগরিক সংবর্ধনা সভায় যোগ দেবেন শেখ হাসিনা।
এবারের অধিবেশনে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু ইস্যুর পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যু প্রাধান্য পাবে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণ সভার আলোচনা। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের দেড় শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যোগ দিচ্ছেন এই অধিবেশনে। এবার আসছেন না চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যের সরকার প্রধানগণ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল