পরস্পরের কূটনীতিককে বহিষ্কার করল অটোয়া-দিল্লি
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম
ব্রিটিশ কলাম্বিয়ায় জনপ্রিয় শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির গোয়েন্দা সংস্থার হাতে এ সংক্রান্ত তথ্য রয়েছে বলে জানান তিনি। এ নিয়ে দু’দেশের কূটনীতিককে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে কানাডা ও ভারত। এ অভিযোগ তদন্তের পরিপ্রেক্ষিতে কানাডা ভারতের যে কূটনীতিককে বহিষ্কার করেছে তিনি কানাডায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান ছিলেন। এদিকে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে গতকাল কানাডার একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে নয়াদিল্লি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কানাডার সঙ্গে দিন দিন ভারতের সম্পর্ক অবনতির দিকেই যাচ্ছে। চলতি সপ্তাহেই মোদি সরকারের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিতের ঘোষণা দেয় কানাডা। সেই ক্ষত এখনও সারেনি। এরইমধ্যে এবার ভারত সরকারকে নিয়ে অভিযোগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
জাস্টিন ট্রুডো বলেন যে, এটি ‘অগ্রহণযোগ্য’ এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন যে, অটোয়া একজন শীর্ষ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে। গত কয়েক সপ্তাহ ধরে, কানাডিয়ান নিরাপত্তা সংস্থাগুলো সক্রিয়ভাবে ভারত সরকারের এজেন্ট এবং একজন কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজার হত্যার মধ্যে সম্ভাব্য যোগসূত্রের বিশ্বাসযোগ্য অভিযোগগুলো অনুসরণ করছে। কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার সাথে বিদেশি সরকারের যেকোন সম্পৃক্ততা আমাদের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন। সম্ভাব্য সবচেয়ে জোরালো শর্তে, আমি ভারত সরকারকে এ বিষয়টির গভীরে যাওয়ার জন্য কানাডাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমরা কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করব না। এবং ফলস্বরূপ আজ থেকে আমরা কানাডা থেকে একজন শীর্ষ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছি।
সংবাদমাধ্যম সিএনএন ও এনডিটিভি জানিয়েছে, কানাডায় ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের জেরে কানাডার সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আগামী পাঁচ দিনের মধ্যে বহিষ্কৃত কানাডার কূটনীতিককে ভারত ত্যাগ করার জন্য বলা হয়েছে।’
মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা কানাডার পার্লামেন্টে তাদের প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেছি এবং এটিকে প্রত্যাখ্যান করছি। এছাড়া কানাডার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও প্রত্যাখ্যান করছি আমরা।’ বিবৃতিতে বলা হয়, ‘কানাডায় যেকোনো ধরনের সহিসংতায় ভারত সরকারের সংশ্লিষ্টতার দাবি অদ্ভুত এবং উদ্দেশ্যপ্রণোদিত।’
পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে ট্রুডো বলেন, ব্রিটিশ কলাম্বিয়ায় জনপ্রিয় শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে। এ সংক্রান্ত নথি দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে, কানাডার ভেতর নিজ নাগরিকের হত্যার পেছনে বিদেশি কোনো সরকার জড়িত থাকলে তা দেশটির সার্বভৌমত্ব বিরোধী কর্মকা- হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন ট্রুডো।
পার্লামেন্টে তিনি আরো বলেন, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইস্যুটি নিয়ে আলোচনা করেছেন। ট্রুডো আশা করেন ভারত সরকার এ বিষয়ে তাদেরকে সহায়তা করবে। চলতি বছরের জুনে ব্রিটিশ কলাম্বিয়ায় একটি শিখ উপাসনালয়ের সামনে গুলি করে হত্যা করা হয় হারদীপ সিং নিজ্জাকে। কানাডায় থাকা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান তিনি। ভারতীয় গণমাধ্যম বলছে, দীর্ঘদিন ধরে হারদীপকে খুঁজছিল ভারতের গোয়েন্দারা। তার বিরুদ্ধে ভারতে সন্ত্রাসী কর্মকা- ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে। এমনকি তার মাথার দাম ১০ লাখ রুপি পর্যন্ত ঘোষণা করেছিল ভারত সরকার। সূত্র : নিউইয়র্ক টাইমস ও বিবিসি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে