পাল্টাপাল্টি নয়, নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচি
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম

বিএনপির পর এবার লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাশীন আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা শেষে এমন কর্মসূচি দেওয়া হয়। এতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তবে এ কর্মসূচি বিএনপির পাল্টাপাল্টি নয় বলেই জানিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচি ঘোষণা করে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখেই এ ধারাবাহিক কর্মসূচি।
গত সোমবার সরকার পতনের দফা দাবী আদায়ে ১৫ দিনের লাগাতার কর্মসূচি পালন করে বিএনপি। যা গতকাল মঙ্গলবার ঢাকার জিনজিরা, কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিএনপির কর্মসূচি পালনের এক দিনের মাথায় কর্মসূচি দিলো আওয়ামী লীগও। জানা গেছে, গতকাল আওয়ামী লীগের ওই যৌথসভায় দলীয় ঘোষিত কর্মসূচিতে নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন দলের শীর্ষ নেতারা। যৌথসভা শেষে শেষে দলীয় ওই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হচ্ছে কী না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে এ সময় হানিফ বলেন, আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছি না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। তাছাড়া এ মাসেই তো আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি রয়েছে। সেটাও কি পাল্টাপাল্টি?
তিনি জানান, ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৫শে সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে উত্তরা ও যাত্রাবাড়িতে সমাবেশ, ২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ করবে ঢাকা জেলা, ২৭ সেপ্টেম্বর টঙ্গিতে গাজীপুর মহানগরের সমাবেশ করবে দলটি। একই দিনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে। ২৮ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল, ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলীয় প্রধান শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা। একই দিনে সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেবে আওয়ামী লীগ। ৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক সমাবেশ করা হবে। ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্রের কথা বলে দেশকে অস্থিতিশীল করার জন্য জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাদের শাসনামলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল এবং জঙ্গিবাদের রাষ্ট্র কায়েম করেছিল। তিনি বলেন, সে সব ব্যর্থতা ঢাকতে তারা এখন মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারের উন্নয়নকে আড়াল করার জন্যই তারা এসব কর্মসূচি পালন করছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

আজ গুগলের জন্মদিন

দেশ ৩ দিনের ছুটিতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর : পররাষ্ট্রমন্ত্রী

রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে যে মন্তব্য করলেন সুনেরাহ

জায়েদ-সায়ন্তিকার কারণেই বন্ধ ‘ছায়াবাজ’র শুটিং!

সমুদ্রের তলায় মসজিদ, কোথায় নির্মিত হবে এই আশ্চর্য্য স্থাপত্য?

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ালো সরকার
তামিম প্রশ্নে যা বললেন মাশরাফি

একনজরে বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড

সংস্কৃতিকে সকলের নিকট সুগম করতে প্রযুক্তির বিশাল অবদান রয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকায় আসবেন সউদী যুবরাজ সালমান

জাতীয় জাদুঘরে হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদের অভিষেক ও গীটার সন্ধ্যা

সুফল মিলছেনা হাজার কোটি টাকার বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর

টেকনাফ থেকে আরসা গান কমান্ডার রহিমুল্লাহসহ আটক-৪: বিস্ফোরক, অস্ত্র ও গুলি উদ্ধার

নিখোঁজ ২ শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট

ইরাকে বিয়ে অনুষ্ঠানে আগুন, নিহত শতাধিক

কারাবাও কাপ : সহজ জয়ে শেষ ষোলোতে ইউনাইটেড

অবিশ্বাস্য সেই জয়ের পরের ম্যাচেই হোঁচট খেল বার্

যুক্তরাষ্ট্রে রফতানি কমেছে ২৯ শতাংশ

ভিসানীতি ঘোষণা করে কারো পক্ষ নেয়নি যুক্তরাষ্ট্র ম্যাথিউ মিলার