আওয়ামী লীগ থেকে রিয়াজ উদ্দিনকে অব্যাহতি
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে কেন দল থেকে স্থায়ী বহিস্কার করা হবে না সে বিষয়েও জবাব চাওয়া হয়েছে। রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রাজধানীর সুত্রাপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের বলে জানা গেছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অব্যাহতি পত্রে এমন নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠণতন্ত্র ৪৭(১) ধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড ও নৈতিক স্থলণজনিত কারণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব রিয়াজ উদ্দিন রিয়াজকে অব্যাহতি দেয়া হলো। আগামী ১৫ দিনের মধ্যে কেন আপনাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না এই মর্মে লিখিত জবাব দেয়ার জন্য জানানো হলো।
গতকাল মঙ্গলবার রিয়াজ উদ্দিনের বিষয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কাছে জানতে চান সাংবাদিকরা। এ বিষয়ে হানিফ বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। অনেক নেতা-কর্মী রয়েছে। তবে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ কেউ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের (নারী শিক্ষা মন্দির) শিক্ষক ও শিক্ষার্থীদের যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের। সম্প্রতি রিয়াজ উদ্দিন অর্থ আতœসাতের অভিযোগের প্রেক্ষিতে ওই মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগরীর সূত্রাপুর থানাধীন শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির বর্তমান সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন পদত্যাগ করায় অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) মনোনয়ন প্রদান করা হলো।
বিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিন ওই মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হয়েছিলেন। তার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষকরা নানা অনিয়ম, দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ও যৌন হয়রানির অভিযোগ তুলে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের বরাবর স্মারকলিপি দেন। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় রিয়াজ পদত্যাগ করতে বাধ্য হন। স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের বরাবর বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাচারিতা, অর্থ ও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। রিয়াজ গভর্নিং বডির সভাপতি হওয়ার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের পরিচয় দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ম্যানেজ করে অডিট আটকে রেখে শূণ্যের কোটায় এনেছেন বিদ্যালয়ের অতীতে থাকা প্রায় ১৩ কোটি টাকার ফান্ড। বিপুল এ অর্থ আত্মসাৎ করেছেন রিয়াজ।
মহাবিদ্যালয়টির শিক্ষকরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির ঘণিষ্ঠতার পরিচয় দিয়ে নিয়মিত শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি করছেন। তিনি ওই মহাবিদ্যালয়ে নিজের জন্য একটি বিশেষ কক্ষ নির্মাণ করেছিলেন। যেভানে তিনি নারী শিক্ষকদের ডেকে এনে বিভিন্ন ধরনের কু প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে সাড়া না পেলে কয়েকজনকে তার রোষানলে পড়তে হয়েছে। এ ছাড়া শিক্ষামন্ত্রীর কাছের লোক পরিচয় দিয়ে তিনি শিক্ষকদের এমপিও বন্ধ এমনকি চাকরিচ্যুত করার হুমকিও দিয়ে থাকেন। স্থানীয় সংসদ সদস্যকে দেওয়া স্মারকলিপিতে আরও বলা হয়, রিয়াজ বলে থাকেন তার সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির বিশেষ সম্পর্ক রয়েছে। জানা গেছে, রিয়াজ শিক্ষামন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে সেন্ট্রাল উইমেন্স কলেজ ও যাত্রাবাড়ী আইডিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতির পদও বাগিয়ে নেন। যাত্রাবাড়ী আইডিয়াল কলেজের এক অনুষ্ঠানে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু রিয়াজের বিভিন্ন অনিয়মের বিষয় তুলেও ধরেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে তখন কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
#
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫