আর কোনো সন্তানের বাবার যেন এমন পরিণতি না হয়
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
তার কোনো দোষ ছিল না, কাজ শেষে মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। এক শীর্ষ সন্ত্রাসীর ওপর আরেক দল সন্ত্রাসীর হামলার সময় চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। এক সপ্তাহের চিকিৎসা শেষে গতকাল সোমবার মারা গেছেন ভুবন চন্দ্র শীল। তার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী রতœা রানী শীল ও মেয়ে ভূমিকা রানী শীল।
গতকাল ধানমন্ডির পপুলার হাসপাতালের দোতলায় গিয়ে দেখা যায়, মেয়ে ভূমিকা রানী শীলকে জড়িয়ে ধরে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন ভুবনের স্ত্রী রতœা রানী শীল। অপেক্ষা করছেন স্বামীর লাশ বুঝে পাওয়ার। কাছে গিয়ে কথা বলতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। ভুবনকে নিয়ে নানা স্মৃতিচারণা করলেন। কথা বলার একপর্যায়ে স্বামী হত্যার বিচার চাইলেন।
স্বামী হত্যার বিচার চাইতে গিয়ে রতœা রানী শীল বলেন, কে গুলি করেছে, জানি না। আমার স্বামী তো চলেই গেল। যারা গুলি করেছে, তাদের বিচারটা যেন হয়। একটাই চাওয়া, এভাবে আর কোনো সন্তানের বাবাকে যেন এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে যেতে না হয়। আমার মেয়েটা বাবাকে ছাড়া কিছু বুঝত না। আজ তার বাবা নীরবে চলে গেল। আমার মেয়েটা এত অভাগা, তার ছোট ছোট স্বপ্নও আর পূরণ হলো না।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রাইভেট কারের আরোহী শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। সেই গুলি লেগেছিল মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায়। কাজ শেষে তিনি গুলশানের অফিস থেকে ভাড়ার মোটরসাইকেলে মতিঝিলের আরামবাগের বাসায় ফিরছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শনিবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি মারা যান। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছ। রাতেই ভুবনের লাশ তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীতে নেওয়া হবে।
ভুবন চন্দ্র শীল গুলশানে গোমতী টেক্সটাইল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন। তার স্ত্রী রতœা রানী শীল মাইজদীর একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক। দুজনের কর্মস্থল আলাদা হওয়ার কারণে ভুবন ঢাকায় থাকতেন। আর স্ত্রী রতœা সদ্য এসএসসি পাস করা একমাত্র সন্তান ভূমিকাকে নিয়ে থাকেন নোয়াখালীর মাইজদীতে। পপুলার হাসপাতালে রতœার সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি বারবার বলছিলেন, বাবার সঙ্গে তীর্থস্থান ঘুরতে যাওয়া হলো না মেয়েটার। ভূমিকা তখন মাকে বারবার বলছিল, আমরা ঘুরতে যাব, বাবার আত্মা সব সময় আমাদের সঙ্গে থাকবে।
রতœা রানী শীল জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসার জন্য ৩০ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে যাওয়ার কথা ছিল তাদের। এক সপ্তাহ চিকিৎসার জন্য চেন্নাই থেকে বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল। বাবা হাত ধরে তীর্থস্থানে মেয়েকে নিয়ে ঘুরবে, এ নিয়ে কত যে পরিকল্পনা ছিল ভুবনের। প্রতিদিন মুঠোফোনে মেয়ের সঙ্গে এ নিয়ে কথা বলতেন তিনি। মেয়ে বাবার হাত ধরে ঘুরতে পারবে না, এটা যে কত কষ্টের, বোঝানো সম্ভব নয়।
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চলের এসি আরিফ রাইয়ান বলেন, গুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশ বলছে, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ মামুন একসময় ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ‘ইমন-মামুন’ বাহিনী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভাবনার দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যবধান ঘটে গেছে
ইতিহাসে প্রথমবারের মতো বিমানের মাসিক বিক্রয় ৯০০ কোটি টাকা ছাড়ালো
ফরিদপুরের বাড়িতে এসে পৌঁছেছে মামা-ভাগ্নের লাশ
সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন টেটা বৃদ্ধ, আহত ১০
হাসিনাকে কি বাংলাদেশে নির্বাসিত করা হবে?
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সেবা সহজীকরণ অনুষ্ঠান
লাকসামে বিএনপির আজিম-কালাম গ্রুপ মুখোমুখি: ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া
ভুয়া পেইজে ঢাবি প্রশাসনসহ অনেকের বিরুদ্ধে অপপ্রচার, এডমিন ঢাবি ছাত্রদল নেতা
ইটনায় বিএনপির স্বাধীনতার বিজয় উৎসবে নেতাকর্মী ও জনতার ঢল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে: ফজলুর রহমান
ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল