সচিব পদে রদবদল, ১০ ডিসি প্রত্যাহার হচ্ছে
০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনে সচিব পদে রদবদল, বিভাগীয় কমিশনার থেকে এপিডি এবং ৮ থেকে ১০ জেলার ডিসিকে মাফ থেকে তুলে নেয়া হচ্ছে। এছাড়া প্রশাসন ক্যাডারের ২৯তম ব্যাচের ১৯৫ জনকে উপসচিব পদে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি অক্টোবরের শেষে এবং আগামী নভেম্বর মাসে তিন মন্ত্রণালয়ে সচিবের পদ শূন্য হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভায় এ সুপারিশ বেবেচনায় নেয়া হয়। গত সপ্তাহে এ বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, প্রশাসনে উপসচিব পদে এবার পদোন্নতি পেতে যাচ্ছে প্রশাসন ক্যাডারের ২৯তম ব্যাচ। সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) গতকাল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পদোন্নতির জন্য লেফটআউট তালিকার বাইরে নিয়মিত ব্যাচ থেকে বিবেচনায় ১৯৫ জনকেনেওয়া হচ্ছে। এর মধ্যে ইকোনমিক ক্যাডার থেকে প্রশাসনে একীভূত হওয়া কর্মকর্তা রয়েছেন ২৯ জন। গত ২০১১ সালে ২৯তম বিসিএসে যোগদান করে ১৬৬ জন কর্মকর্তা। প্রাথমিক যোগ্যতা অর্জন না করায় সম্ভবত একজন কর্মকর্তা বিবেচনা তালিকা থেকে বাদ পড়েছেন। আগামী ২/১ বার বৈঠক হলে এ মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত হয়ে পদোন্নতির জন্য সার-সংক্ষেপ প্রস্তুতির কাজ শেষ হবে। এক সময় উপসচিব পদে চাকরির ১৭-১৮ বছরে পদোন্নতি হতো। সেই সময় অনেক ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি থেকে বঘ্চিত হয়েছে। এ কারণে এসব ব্যাচের কর্মকর্তাদের চাকরি জীবনের প্রথম পদোন্নতি পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে। বড় তিনটি ব্যাচের ধাক্কায় প্রশাসনে দীর্ঘদিন থেকে প্রতিটি ধাপে পদোন্নতিজট বিরাজ করছিল। সেখান থেকে বেরিয়ে এসে এখন প্রায় যথাসময়ে পদোন্নতি হচ্ছে। ২৯ ব্যাচের কর্মকর্তারা মনে করছেন তাদের পদোন্নতি প্রক্রিয়া এক বছর বিলম্বিত হয়েছে।
এদিকে প্রশাসনে সচিবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হবে। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে এর পর সচিব পদে রদবদল করা হবে। মন্ত্রিপরিষদ সচিব ও স্বাস্থ্যসচিবের অবসরজনিত কারণে এ রদবদল করা হচ্ছে। চুক্তিভিত্তিক নিয়োগ না হলে নতুন নিয়োগকে কেন্দ্র করে বেশ কয়েকটি পদে নড়াচড়া হবে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে এপিডির (অতিরিক্ত সচিব) মতো গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আসছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে সরকারি সফরে এখন লন্ডনে অবস্থান করছেন। তিনি আগামী বুধবার দেশে ফিরবেন। এরপর এসব রদবদলের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে। চলতি সপ্তাহে না হলে আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ১৩ অক্টোবর। তার জন্মদিন ১৪ অক্টোবর। শুভদিনে তিনি অবসরোত্তর ছুটিতে যাবেন। এ হিসাবে শেষ কর্মদিবস হবে ছুটিতে যাওয়ার আগের দিন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত। যে কোনো কারণে যদি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া না হয়, সেক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী হবেন পরবর্তী নতুন মন্ত্রিপরিষদ সচিব। বর্তমান মন্ত্রিপরিষদ সচিবও একজন শতভাগ পেশাদার আমলা হিসাবে সুপরিচিত। প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ পাওয়ার আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব ছিলেন। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো.শেখ মোহাম্মদ সেলিম উল্লাহকে বদলী করা হতে পারে।
২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসাবে প্রশাসন ক্যাডারের ৮৬ ব্যাচের এ কর্মকর্তা ৩ জানুয়ারি দায়িত্ব নেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৯ অক্টোবর। এ শোনা যাচ্ছে কর্মরত সচিবদের মধ্য থেকে স্বাস্থ্য সেবা বিভাগে সচিব নিয়োগ দেওয়া হবে। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম অথবা খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে এ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হতে পারে। এখন পর্যন্ত সমাজকল্যাণ সচিব জাহাঙ্গীর আলম নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের এ কর্মকর্তা সচিব পদে পদোন্নতি পান গত বছর ১৮ মে। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ হিসাবে কর্মরত ছিলেন। অপরদিকে খাদ্যসচিব ইসমাইল হোসেন ভাল কর্মকর্তা হিসাবে সুপরিচিত। অবশ্য তার চাকরির মেয়াদ শেষ হতে এখনো প্রায় চার বছর বাকি।
এদিকে সম্প্রতি সচিব পদে পদোন্নতি পাওয়া ১৩তম ব্যাচের মো. আব্দুর সবুর মন্ডলকে একই সময়ে নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যিনি নিয়োগ পাবেন, তার খালি হওয়া মন্ত্রণালয়ে সবুর মন্ডলের নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি এখন পর্যন্ত তার পূর্বের পদে সংযুক্তি হিসাবে দায়িত্ব পালন করছেন। যদিও নি¤œপদে তার এই দায়িত্ব পালনকে প্রশাসনের বেশির ভাগ কর্মকর্তা মেনে নিতে পারেননি। অক্টোবরের শেষে এবং নভেম্বর মাসে তিন থেকে চার মন্ত্রণালয়ের সচিব পদে শূন্য হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে এপিডির (অতিরিক্ত সচিব) পদে কে আসছেন। এ পদে এখন পর্যন্ত ১৫তম ব্যাচের কয়েকজন অতিরিক্ত সচিবের নাম আলোচনায় রয়েছে। তারা হচ্ছেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক ডা. মো. সারোয়ার বারী. মালয়েশিয়ায় বিদেশস্থ মিশনে কর্মরত নাজমুস সা’দত সেলিম, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মাহবুব আলম তালুকদার, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (ব্যয় ব্যবস্থাপনা) মো. মফিদুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সারোয়ার আলম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এবং বিমানের এমডি শফিউল আজিম এবং এপিডি উইংয়ে কর্মরত অতিরিক্ত সচিব সায়লা ফারজানা। এপিডি নিয়োগের ক্ষেত্রে অতীতে কখনো এক ব্যাচ ডিঙ্গিয়ে পদায়ন করা হয়নি। এ ধারাবাহিকতায় বর্তমানে এপিডি হিসাবে রয়েছেন ১৩তম ব্যাচের কর্মকর্তা। ফলে ধারাবাহিকতা রক্ষায় এক ব্যাচ জুনিয়র ১৫তম ব্যাচ থেকেই নতুন এপিডি নিয়োগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে মাঠ প্রশাসনের জেলা প্রশাসক পদে ৮ থেকে ১০জনকে প্রত্যহার করা হচ্ছে। এদের মধ্যে রয়েছে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদকে,নোয়াখালী জেলার ডিসি দেওয়ান মাহবুবুর রহমান, চাঁদপুর জেলার ডিসি কামরুল হাসান, চট্টগ্রাম জেলার ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ ২৪ ব্যাচের কর্মকর্তাদের নির্বাচনের আগে তুলে নেয়া হচ্ছে। এছাড়া ঢাকা জেলা প্রশাসককে তুলে নেয়া হতে পারে বলে জানা গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার
‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!
নরওয়েতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, গুরুতর আহত ৪
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ