ঢাকা   রোববার, ০৩ নভেম্বর ২০২৪ | ১৯ কার্তিক ১৪৩১

সরকার দলীয় ৩ নেতা খুন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম

তিন জেলায় সরকার দলীয় তিন নেতা খুন হয়েছে। এরমধ্যে ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপন ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল আজিজকে কুপিয়ে হত্যা এবং মনিরামপুরে সন্ত্রাসীদের গুলিতে উদয় সংকর নামে ইউনিয়ন যুবলীগের সভাপতি খুন হয়েছেন। গত রোববার দিবাগত রাত ১টা থেকে গতকাল সোমবার সকাল ৭টার মধ্যে পৃথক তিনটি খুনের ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ

মনিরামপুর (যশোর) উপজেলা সংবাদদাতা জানান, যশোরের মনিরামপুরে সন্ত্রাসীদের গুলিতে উদয় সংকর নামে এক ইউনিয়ন যুবলীগের সভাপতি খুন হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের বৈকালী সড়কে এ ঘটনা ঘটে। নিহত উদয় পাঁচাকড়ি গ্রামের মৃত রনজিৎ বিশ্বাসের ছেলে ও নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক।

স্থানীয়রা জানায়, নেহালপুরের টেকারঘাটে গতকাল ভোরে বাজার করতে আসেন উদয়। গতকাল সকাল ৭টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বৈকালী সড়কে সন্ত্রাসীদের গুলিতে আহত হন যুবলীগ নেতা উদয়। পিছন দিক থেকে তাকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনার মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক উদয়কে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি পাঁচাকড়ি টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উদয় সংকর বিশ্বাস। নির্বাচনের দুই মাসের মাথায় ওই বিদ্যালয়ে ৩টি নিয়োগ সম্পন্ন হয়েছে। নিয়োগ সংক্লান্ত কারণে এ হত্যাকা- ঘটেছে বলে একটি সূত্র জানিয়েছে।

উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু বলেন, উদয় সংকর নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। সহকারী পুলিশ সুপার (মনিরামপুর) আশেক সুজা মামুন বলেন, লাশ খুলনার হাসপাতালে, এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে দুবৃত্তদের গুলিতে নিহত হয়েছেন উদয়।

শৈলকুপা (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মীনগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মুখোশ পরিহিত ব্যক্তিরা গত রোববার মধ্যরাতে আবাইপুর বাজারের পাশে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় হামলায় রাশিদুর রহমান রাসেল ও আমিনুর রহমান নামে রিপনের দুই সহযোগী গুরুতর আহত হন।

নিহত রিপন আবাইপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল কালাম মাস্টারের ছেলে ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই গ্রুপের সমর্থক। রিপন হত্যার পর দুলাল বিশ্বাসের সমর্থকদের ২০-২৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে। এদিকে হত্যার সঙ্গে মীনগ্রামের মিঠু বিশ্বাস ও রনজুকে দায়ী করছে নিহত রিপনের পরিবার।

শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল জানান, মনোনয়ন প্রত্যাশী ঝিনাইদহ জেলা আ.লীগের সহ-সভাপতি শিল্পপতি নজরুল ইসলাম দুলালের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে উভয় দলের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুলাল বিশ্বাসের সমর্থক মুস্তাককে মারধর করে রিপন মেম্বরের লোকজন। ওসি বলেন, বিষয়টি নিয়ে রোববার সন্ধ্যায় বিরোধ নিষ্পত্তির জন্য শৈলকুপা থানায় সমঝোতা বৈঠক হয়। সমঝোতা বৈঠকে উভয় পক্ষ আর মারামারি করবে না বলে জানায়। বৈঠক শেষে রোববার রাত সাড়ে ১২টার দিকে একই মোটরসাইকেলে রিপন, রাসেল ও আমিনুর শৈলকুপা থেকে বাড়ি ফিরছিলেন। তারা আবাইপুর বাজার পার হয়ে স্থানীয় ওয়াপদার পাশে পৌছলে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হাবিবুর রহমান রিপনকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, হামলার পর মীনগ্রামে শাতাধীক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে বাড়ি ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি।

আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দীন বিশ্বাস জানান, রিপন মেম্বরের লোকজন তাদের এক কর্মী মুস্তাককে মারধর করেছিল। সেই বিরোধ মেটানোর জন্য গত রোববার বিকালে শৈলকুপা থানায় বসাবসি হয়। সেখানে আমিসহ আরো ২-৩ জন চেয়ারম্যান ছিলেন। পরে তারা বাড়ি চলে যায়। হামলার সঙ্গে তার ভাই দুলাল বিশ্বাসের কোন লোকজন জড়িত নয়। রাতের আঁধারে কে বা কারা এই হামলা করেছে। তিনি অভিযোগ করেন রিপন মেম্বর নিহত হওয়ার খবরে তার ভাইয়ের সমর্থকদের বাড়িতে হামলা হয়েছে। তিনি দাবি করেন শতাধীক বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তবে ভাঙচুরের খবর ভিত্তিহীন বলে দাবি করেন শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল।

ঝিনাইদহ সদর হাসপাতালের ডা. নাঈম সিদ্দিকী জানান, নিহত ও আহতদের শরীরের কোপানোর চিহ্ন রয়েছে। নিহত রিপনের মাথায় বড় ধরনের ক্ষত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। শৈলকূপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মণ জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। যে কোনো ধরনের ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল আজিজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে কোনাগ্রামের আজের আলী মহাজনের ছেলে। গত রোববার রাতে কোনাগ্রাম তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গড়াই নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুটি গ্রুপের মধ্যে হামলা-মামলার ঘটনা ঘটে আসছিল। এই বিরোধের জের ধরে আব্দুল আজিজ মহাজন রাতে একই ইউনিয়নের পাশের মরা বিলা গ্রাম থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়কে বাঁশ ফেলে গতিরোধ করে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

'বিশ্ব মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন আনিকা আলম, প্রার্থনা করেছেন ভোট'

'বিশ্ব মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন আনিকা আলম, প্রার্থনা করেছেন ভোট'

ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা

ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে মুচড়ে আহত-৫

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে মুচড়ে আহত-৫

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মার্কিন নির্বাচনের ফলাফল গাজা, ইউক্রেন ও সুদান যুদ্ধ প্রভাবিত করবে?

মার্কিন নির্বাচনের ফলাফল গাজা, ইউক্রেন ও সুদান যুদ্ধ প্রভাবিত করবে?

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কুষ্টিয়া সরকারী কলেজের বিএনসিসি ও রোভার স্কাউট

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কুষ্টিয়া সরকারী কলেজের বিএনসিসি ও রোভার স্কাউট

নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে

নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা শশধর সেন গ্রেফতার

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা শশধর সেন গ্রেফতার

আখাউড়ায় সংঘর্ষে আহত নয়জন, পাল্টাপাল্টি মামলা

আখাউড়ায় সংঘর্ষে আহত নয়জন, পাল্টাপাল্টি মামলা

ভারতে হলে কিভাবে নির্বাচনী প্রচার চালাতেন ট্রাম্প-কমলা

ভারতে হলে কিভাবে নির্বাচনী প্রচার চালাতেন ট্রাম্প-কমলা

রংপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ড, ১ জনের যাবজ্জীবন

রংপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ড, ১ জনের যাবজ্জীবন

ইবিতে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামীপন্থীদের যত তৎপরতা

ইবিতে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামীপন্থীদের যত তৎপরতা

পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

লাইসেন্স ফি কমানোর দাবিতে ফরিদপুরে অটো চালকদের বিক্ষোভ-মানববন্ধন

লাইসেন্স ফি কমানোর দাবিতে ফরিদপুরে অটো চালকদের বিক্ষোভ-মানববন্ধন

আটঘরিয়ার হস্তালিত তাঁতের তৈরি চাচকিয়ার লুঙ্গি এখন একটি ব্রান্ড

আটঘরিয়ার হস্তালিত তাঁতের তৈরি চাচকিয়ার লুঙ্গি এখন একটি ব্রান্ড

রংপুর মেডিকেল নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্মবিরতি

রংপুর মেডিকেল নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্মবিরতি

পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল দেশের আরেকটি প্রতিষ্ঠান

পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল দেশের আরেকটি প্রতিষ্ঠান

শ্যামপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু

শ্যামপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি

রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, অক্টোবরে প্রবাসী আয় ২.৩০ বিলিয়ন ডলার

রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, অক্টোবরে প্রবাসী আয় ২.৩০ বিলিয়ন ডলার