সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে
২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক সরকার নয়। এরা ক্ষমতাপ্রেমিক সরকার। এই দুর্নীতিবাজ ও লুটপাটের হিসাব এদেশের মাটিতে দিতে হবে। এখনো যদি আমরা বসে থাকি এই ক্ষমতাপ্রেমিক জালেমরা আমাদের জন্মভূমি বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে। ইসলাম ঈমান থাকবে না। চলতি সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এই জালেম সরকারের পতনের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ এবং ২৭ অক্টোবর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ৩ তারিখের মহাসমাবেশ সফল করতে ঐদিন কোনো পুরুষ লোক ঘরে থাকা যাবে না।
গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী ও ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল ইউসুফ আহমাদ মানসুরের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধক ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
ছাত্র যুব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মদ জুয়েল, ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আলহাজ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুফতী রেজাউল করীম আবরার।
পীর সাহেব চরমোনাই বলেন, দেশের করুন অবস্থা চলছে। একটি পটপরিবর্তনের জন্য আমরা ঈমান রক্ষার আন্দোলনের রাজপথে নেমেছি। ছাত্র আন্দোলন যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে দেশের অন্যায় অবিচারকে উৎখাত করে বঙ্গপোসাগরে নিক্ষেপ করার জন্য। এ দেশটা আর বসবাসের উপযোগি নয়। যেদিকেই তাকাই সমস্যার অন্তনেই। ভোটের সংস্কৃতি নির্মূল, উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা, সন্ত্রাস ও অর্থ পাচার করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার কারণে এই সরকার এখন গণধিকৃত ও কোনঠাষা হয়ে পড়েছে। পীর সাহেব বলেন, দিনের ভোট রাতে নিয়ে জনগণকে মানুষ হিসেবে গণ্য করছে না এই সরকার।
তিনি বলেন, ‘গ্রাম্য ভাষায় একটি প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা-ঔষধ দেবো কোথা’ দেশ চূড়ান্ত সমস্যায় জর্জরিত। তিনি বলেন, সত্য আসলে মিথ্যা দূরীভূত হতে বাধ্য। বর্তমান সরকার দেশের মানুষকে মানুষই মনে করেন না। তিনি সরকারের আমলা ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, সরকারের অন্যায় কর্মকান্ডের সহযোগিতা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিবেন না। দেশ, ইসলাম ও মানবতার স্বার্থে সকল মত ও পথের মানুষকে রাজপথে নেমে আসতে হবে। মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, ডাকাত যতই শক্তিশালি হোক, বাড়ির মালিক একটু হুমকি দিলেই সে ভয় পায়। সুতরাং ভোট ডাকাতদেরকে রুখে দাঁড়ালেই তারা তল্পিতল্পা নিয়ে পালাতে বাধ্য হবে। এই দেশ স্বাধীন হয়েছিল জনগণের ভোটাধীকার সংরক্ষণ, মৌলিক অধিকার ও সুশাসন নিশ্চিত করার জন্য। কিন্তু আওয়ামী সরকার জনগণের সকল অধিকার হরণ করেছে। সরকারের সকল দুর্নীতির হিসাব এদেশের মাটিতে পাই পাই করে দিতে হবে।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, সরকার দুর্নীতির টাকায় খেয়েদেয়ে হৃষ্টপুষ্ট হয়ে নিজেদেরেকে বাঘ মনে করছে, কিন্তু তারা জানে না শিকারেরা যখন ঐক্যবদ্ধ হয়ে আক্রমন করে বাঘও তখন পরাজিত হয়। তিনি বলেন, দেশ, ইসলাম ও মানবতা রক্ষায় আজ আমরা রাজপথে নেমে এসেছি। ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে ছাত্র ও যুব সমাজকে রুখে দাড়াতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, দিল্লি থাকলে আমরা আছি এর ব্যাখ্যা দিতে হবে আপনাকে। এ বক্তব্য দিয়ে কাদের সাহেব স্বাধীনতাকে অস্বীকার করেছেন। এ ধরণের বক্তব্য দিয়ে বাংলাদেশকে অপমান করেছেন। দেশকে দিল্লির অঙ্গরাজ্য বানানোর পাঁয়তারা করছেন? কিন্তু দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে পীর সাহেব বলেন, প্রধানমন্ত্রী বার বার বলে থাকেন, বেশি বাড়াবাড়ি করলে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। এতো উন্নতি করেছি বলে জনগণকে ভৎর্সনা করেন। উন্নয়ন কী আপনার বাবার টাকায় করেছেন? নাকি দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের শ্রম ও ঘামের টাকায় করেছেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, এতো উন্নতি করেছেন, তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কিসের? উন্নতি করলে তো জনগণ আপনাকেই ভোট দিবে। আসলে সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা। ১৫ বছরে অনেক উন্নতি করে দেশকে এ পর্যায়ে নিয়ে এসেছি। বেশি বাড়লে সবকিুছ বন্ধ করে আগের জায়গায় নিয়ে যাবো, এ বক্তব্যে তিনি ধিক্কার জানান। ক্ষমতার জন্য বিদেশী তাঁবেদারি করছে সরকার। তিনি আরও বলেন, উন্নতি করেছেন, কিসের উন্নতি? ১০ টাকার উন্নতি করে ১০০ টাকার দুর্নীতি করেছেন। সরকারের অন্যায় কর্মকান্ড রুখে দাঁড়াতে না পারলে আমাদেরকে স্পেনের পরিণতি বরণ করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পরবে। তাই আসুন সকল দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে এই জালিম সরকারের পতন নিশ্চিত করে জনগণের নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠা করি।
প্রিন্সিপ্যাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, আগামী ৩ নেভেম্বর এই সরকারের মেয়াদ শেষ। বার বার ওবায়দুল কাদের সংবিধানের দোহাই দেন। সংবিধান বহুবার কাটাছেড়া হয়েছে। আপনারা বিগত ২০১৪-২০১৮ সালের মতো জালিয়াতির নির্বাচনের স্বপ্ন দেখছেন আমরা এদেশে ভেসে আসিনি। এদেশ ওলি-আউলিয়ার দেশ। আপনাদের সাথে সাধারণ জনগণ নেই। আওয়ামী সরকারের অধীনে নির্বাচন করতে দেয়া হবে না। তিনি বলেন, ক্ষমতা ছেড়ে দিন না হয় জনগণ যানে কিভাবে ক্ষমতা থেকে টেনে নামাতে হয়। প্রয়োজনে আমরা বঙ্গভবন ও রাজপথ ঘেরাও করবো। জনগণ জেগেছে। মিথ্যা আশ্বাস দিয়ে আর কাজ হবে না। জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ বার বার ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে। মেঘা প্রকল্পের নামে মেঘা চুরি করেছে তারা। তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য জীবন দিতে পারে আমরাও জনগণের অধীকারে জন্য জীবন দিবো। তিনি বলেন, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। জনগণ আঙ্গুল বাকা করতেও জানে। তিনি বলেন, খন্দকের যুদ্ধের পর পরও সাহাবায়ে কেরাম আরাম করে বসে থাকেননি। কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে নির্বাচন হবে না। দিল্লির গোলামী এদেশের জনগণ মেনে নিবে না।
মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতায় নিহত ফিলিস্তিনের হাজার হাজার শিশু, নারী-পুরুষ নিহত হওয়ায় তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, হিং¯্র হায়েনারা ফিলিস্তিনের স্বাধীন ভুমি দখল করে অশান্তি সৃষ্টি করছে। তিনি ছাত্র ও যব সমাজকে আদর্শিকভাবে গড়ে উঠে জালিম শক্তির বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পরতে হবে।
অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, সরকার মানুষের অধিকার হরণ করেছে। দেশের অর্থ দুর্নীতি করে বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। সরকার ভারত ও চীনের সহযোগিতায় ক্ষমতায় যেতে চায়। সরকারের সে খায়েশ পুরণ হবে না। সরকারের ২৫২জন বিভিন্ন আমলা বিদেশে বেগমপাড়া তৈরি করছে। আমেরিকা আবার এগুলো বাজেয়াপ্ত করেছে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আজকের বাংলাদেশ একটি বিস্ফোরণযোগ্য আগ্নেয়গিরিতে রুপান্তরিত হয়েছে। যেকোন মুহূর্তে এটা বিস্ফোরিত হবে। ওবায়দুল কাদের সাহেব শুধু বলেন, খেলা হবে খেলা হবে, আমরা বলি ফাইনাল খেলা হবে নভেম্বরে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন দেশপ্রেম ধারন করে জনগণের সাথে আছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মতলব উত্তরে সাংবাদিকেদর সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ৪০বছর পূর্তি উদযাপন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি
ফরাসি সুপার কাপ পিএসজিরই
গোয়ালন্দে আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে "হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন"
কেরানীগঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১৬৫০ কেজি জাটকা জব্দ
স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর নামে দুদকের ২ মামলা
গোয়ালন্দে ফেন্সিডিলসহ এক গৃহবধূ গ্রেফতার
সময় টিভি’র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ঝিনাইদহে মানববন্ধন
বরগুনায় স্বামীকে ধূমপান নিষেধের দ্বন্দ্বের কারণে বিষপানে স্ত্রীর আত্মহত্যা
এ মাসের দ্বিতীয় সপ্তাহে উৎপাদনে আসছে পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
রংপুরকে বড় লক্ষ্য দিলো সিলেট
বাংলাদেশ নিয়ে বিশ্বজুড়ে বেশি করে প্রচার চালাতে বেপজাকে নির্দেশ প্রধান উপদেষ্টার
গোয়ালন্দে পার্পল স্টার ও পার্পল বল বেগুনের এর বাম্পার ফলন
যুক্তরাজ্যে পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনা ব্যবসায়ীদের, কর-বেতন বৃদ্ধির চাপ
দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা-ছেলের
রশিদের রেকর্ড বোলিংয়ে সিরিজ আফগানদের
আশুলিয়ায় তিতাস গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী
স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ থাকা যাবে না: ড. তোফায়েল আহমেদ
বিডিআর হত্যাকাণ্ডে হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে: তদন্ত কমিশন প্রধান
নকলায় নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ