ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় শোক পালিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

ফিলিস্তিনে ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হত্যাযজ্ঞ বন্ধে গতকালও সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ইসরাইলের হামলায় শহীদ ফিলিস্তিনিদের জন্য সারাদেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সহমর্মিতা জানিয়ে সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।

প্রতিবাদ সভা সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তিনি ইসরাইলি অর্থনীতি আঘাতের জন্য ইসরাইলি পণ্য বর্জনের জন্য মুসলিমদেশগুলোর প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ফিলিস্তিনের গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৫০০ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলের এই বর্বর হামলার ঘটনায় বাংলাদেশের মতো সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী বলেছেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে যে যেভাবে পারে সহযোগিতার হাত প্রসারিত করা মুসলিম উম্মাহর ঈমানী দায়িত্ব। তিনি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ থেকে সেনাবাহিনী প্রেরণের মাধ্যমে ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে থাকতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইঙ্গ-মার্কিন সা¤্রাজ্যবাদি গোষ্ঠীর সহযোগিতায় ইসরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার অর্জন, সম্মানজনক জীবন লাভের সংগ্রামে, তাদের আশা-আকাক্সক্ষা পূরণে এবং ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায়’ ফিলিস্তিনি জনগণের পাশে অতীতে ছিলাম ভবিষ্যতেও থাকবো। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতী হেমায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আল্লামা মুফতী মোহাম্মদ আলী, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতী রেজাউল করীম আবরার, মাওলানা ইউনুছ ঢালী।

ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য মুসলিম সংগঠনের মতো বিক্ষোভ প্রদর্শন করেছে সমাজগঠন ও দাওয়াতী সংগঠন দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ। গতকাল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনটি। সেক্রেটারি জেনারেল মুফতি সাইফুল্লাহ রিয়াদের নেতৃত্বে মিছিলটি পল্টন মোড় ঘুরে পুরানা পল্টনের চয়েজ চত্বরে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় তাফসির পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান এক বিবৃতিতে বলেছেন, দখলদার ইসরাইল বাহিনী বিগত ৭৫ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমাদের ভাই-বোনরা সেখানে নির্যাতিত হচ্ছেন। তারা একা লড়াই করে যাচ্ছেন। অথচ আমরা বিশ্ব মুসলিম এক হতে পারছি না। এ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য দায়িত্ব। ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য ওআইসি, জাতিসংঘ, শান্তিকামী গণতান্ত্রিক বিশ্ব ও মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

গতকাল শনিবার যাত্রাবাড়ির কাজলায় বেফাক কার্যালয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠকে বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ মুসলমান নারী, শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর ইতিহাসের বর্বরতম ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়। দখলদার উগ্র জায়নবাদী ইহুদিরা সেখানকার মসজিদ, হাসপাতাল, স্কুলসহ গোটা জনবসতি উপর্যুপরি বোমা হামলায় ধ্বংস করে দিচ্ছে। সংঘটিত হচ্ছে জঘন্য গণহত্যা। অবিলম্বে বিশ্ব বিবেক জাগ্রত হয়ে এই অমানবিক আগ্রাসন বন্ধের উপায় বের করতে হবে। আমেলার বৈঠকে সারাদেশের শতাধিক আমেলা সদস্য, বেফাকের সহসভাপতিবৃন্দ, গুরুত্বপূর্ণ মাদরাসাসমূহের মুহতামিমগণ অংশগ্রহণ করেন। নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা হারিসুল হক এক বিবৃতিতে ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদি ইসরাইলি পণ্য বর্জনের জন্য মুসলিম উম্মার প্রতি উদাত্ত আহ্বান জানান। বাতিল প্রতিরোধ পরিষদের সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল বর্বর ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম রাষ্ট্র প্রধানদের কার্যকরী উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান