ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
ইসরাইলকে ‘অনিয়ন্ত্রিত’ সমর্থন বন্ধে ৮০০ ইইউ কর্মকর্তার চিঠি ফিলিস্তিনিদের ভূখ- ফিরিয়ে দিতে হবে : সউদী যুবরাজ :: গাজায় জিম্মি মার্কিন মা-মেয়েকে মুক্তি দিলো হামাস :: ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ :: ইসরাইলের হামলায় ১৪ দিনে ৪২১৮ ফিলিস্তিনি নিহত

অবশেষে রাফাহ সীমান্ত খুলে দিলো মিসর

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল গাজা ও মিসরের সীমান্তে যোগাযোগের একমাত্র পথ রাফাহ ক্রসিং। গতকাল সেই ক্রসিং খুলে দিয়েছে মিসর। তাতে মিসর থেকে ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও কোনো ফিলিস্তিনি যেতে পারছেন না মিসরে। রাফাহ ক্রসিংয়ের মিসরীয় নিরাপত্তারক্ষী ও মিসরীয় রেড ক্রিসেন্টের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিসরীয় রেড ক্রিসেন্টের কর্মকর্তারা ত্রাণবাহী ট্রাকের গাজায় প্রবেশের বিষয়টি নিশ্চিত করলেও কত ট্রাক ত্রাণ গিয়েছে এবং সেই সব ট্রাকে কী রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি। মিসরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও থেকে দেখা গেছে বেশ কয়েক ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করছে। তবে গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, ‘ত্রাণ বহনকারী যে গাড়িবহরটির আজ গাজায় প্রবেশের কথা ছিল, তাতে মোট ২০টি ট্রাক রয়েছে। এসব ট্রাকে ওষুধ, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও সামান্য পরিমাণ খাদ্যসহায়তা এসেছে।’ গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর এটা খুলে দেয়া হবে বলে জানানো হয়েছিন। শুক্রবারের মধ্যে সীমান্ত দিয়ে ত্রাণসামগ্রী গাজায় পৌঁছাবে বলে জানিয়েছিল হোয়াইট হাউস।

এদিকে, গাজায় দখলদার ইসরাইলের লাগাতার বোমাবর্ষণের সমালোচনা করে মধ্যে ৮০০ জনেরও বেশি ইইউ কর্মকর্তা ব্লকের প্রধান উরসুলা ভন ডার লেয়েনের কাছে চিঠি লিখেছেন। তারা ইসরাইলকে ‘অনিয়ন্ত্রিত’ সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা আল জাজিরা চিঠির একটি কপি পেয়েছে যেখানে স্বাক্ষরকারীরা বলেছেন যে, এমন সিদ্ধান্ত ‘ইইউ-এর মূল্যবোধকে খুব কমই স্বীকার করে’। তারা দাবি করেন যে, গাজা উপত্যকায় মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইন উপেক্ষা করে বেসামরিক গণহত্যার প্রতি আমাদের প্রতিষ্ঠান গত কয়েকদিন ধরে উদাসীনতা দেখাচ্ছে।’ তারা বলেছেন যে, কমিশন ‘দ্বিমুখী’ নীতি প্রদর্শন করছে, কারণ এটি রাশিয়ার দ্বারা ইউক্রেনের অবরোধকে সন্ত্রাসের কাজ হিসাবে বিবেচনা করে, যেখানে ইসরাইলের গাজা অবরোধকে ‘সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়’। চিঠিতে লেখা হয়েছে, ‘যদি ইসরাইল অবিলম্বে হামলা বন্ধ না করে, তাহলে সমগ্র গাজা উপত্যকা এবং এর বাসিন্দাদের গ্রহ থেকে মুছে ফেলা হবে’।

‘আমরা আপনাকে (ভন ডের লেয়েন) আহ্বান জানাই, সমগ্র ইউনিয়নের নেতাদের সাথে একত্রে যুদ্ধবিরতি এবং নাগরিক জীবনের সুরক্ষার জন্য। এটি ইইউ অস্তিত্বের মূলে রয়েছে,’ তারা বলেছিলেন, ‘ইইউ সমস্ত বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকির মধ্যে রয়েছে।’ চিঠিটি ইসরাইল-গাজা সংঘর্ষ নিয়ে ইউরোপীয় ব্লকের মধ্যে গভীর বিভাজনের প্রতিনিধিত্ব করে যে, যাতে দুই সপ্তাহেরও কম সময়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইউরোপীয় কমিশনের ‘সাম্প্রতিক দুর্ভাগ্যজনক পদক্ষেপ বা অবস্থান গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধাপরাধ ত্বরান্বিত করে এবং দায়মুক্তি দেয়।

গাজায়, ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু। ‘আমরা গর্বিত হতাম যদি ইউরোপীয় ইউনিয়ন ... অবিলম্বে শত্রুতা বন্ধ করার এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্বিচার সহিংসতা বন্ধ করার আহ্বান জানাত,’ চিঠিতে বলা হয়েছে।

ফিলিস্তিনিদের ভূখ- ফিরিয়ে দিতে হবে : ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখ- ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছেন সউদী আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। শুক্রবার গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) যৌথ সম্মেলনে এক বিবৃতিতে একথা বলেন তিনি।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, গাজায় স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে এবং ফিলিস্তিন সমস্যা ১৯৬৭ সালের সীমানায় ফিরে যাওয়া ছাড়া সমাধান হবে না। তিনি বলেন, গাজায় এই পরিস্থিতির মধ্যেই সবাই বৈঠকে বসলাম। একের পর এক হামলায় সেখানে নিরীহ মানুষ মারা যাচ্ছে। এভাবে নিরীহ মানুষের ওপর হামলা সউদী আরব কখনোই সমর্থন করে না তিনি বলেন, এই হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে। হামলা বন্ধ করতে হবে। এই সংঘাতে শান্তি আনতে হলে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখ- ফিরিয়ে দিতে হবে।

গাজায় জিম্মি মার্কিন মা-মেয়েকে মুক্তি দিলো হামাস : গাজায় জিম্মি অবস্থায় থাকা মার্কিন নাগরিক জুডিথ রানান ও তার মেয়ে নাতালি রানানকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের হাতে জিম্মি থাকাদের মধ্যে এই দুই নারীই প্রথম যারা মুক্তি পেলেন। শুক্রবার রাতে মুক্তি পাওয়ার পর জুডিথ রানান ও তার মেয়ে নাতালি রানান ইসরাইলে পৌঁছেছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন-নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, কাতারের মধ্যস্থতার প্রচেষ্টার পর মানবিক কারণে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। এদিকে দুই জিম্মির মুক্তি নিশ্চিতে কাতার এবং ইসরাইলের যৌথ প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সব পক্ষের সঙ্গে অনেক দিনের লাগাতার যোগাযোগের পর এই দুই জিম্মির মুক্তি মিলেছে। সব দেশের সব বেসামরিক জিম্মির মুক্তিতে আলোচনা মুখ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুই মার্কিন নাগরিককে মুক্তিতে রেডক্রসও তাদের ভূমিকার বিষয়টিও নিশ্চিত করেছে। এক বিবৃতিতে রেডক্রস জানায়, জিম্মিদের গাজা থেকে ইসরাইলে নিয়ে যাওয়ার মাধ্যমে তাদের মুক্তি সহজতর করতে সাহায্য করেছে তারা।

ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ : গাজায় ইসরাইলের বোমাবর্ষণের মধ্যে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরের রাস্তায় বিক্ষোভ করেছে।

গতকাল সিডনিতে প্রায় ১৫ হাজার মানুষ সমাবেশে অংশ নিয়েছিলেন। ফিলিস্তিনি অ্যাকশন গ্রুপের সংগঠক বলেছেন, বিক্ষোভকারীরা ‘মুক্ত কর, ফিলিস্তিন মুক্ত কর’ এবং ‘ইসরাইল নিপাত যাক’ সেøাগান দিয়েছিল। পার্থ, ব্রিসবেন এবং হোবার্টে আরও হাজার হাজার অস্ট্রেলিয়ান সমাবেশে যোগ দিয়েছিল। এছাড়া রোববার মেলবোর্ন এবং অ্যাডিলেডে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ হওয়ার কথা রয়েছে।

‘এটি কঠিন, পশ্চিমা মিডিয়ায় যা সম্প্রচার করা হয়েছে তা অবশ্যই বাস্তবে যা ঘটছে তা প্রতিফলিত করছে না,’ সিডনির সমাবেশে অংশ নেয়া আবদুল্লাহ আলী অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছেন, ‘আমি যা দেখছি তা ভিন্ন... আমি দেখছি শিশুদের লাশের কিছু অংশ প্লাস্টিকের ব্যাগে রাখা হচ্ছে, এটা কারো পক্ষে দেখা খুবই কঠিন।’

ইসরাইলের হামলায় ১৪ দিনে ৪২১৮ ফিলিস্তিনি নিহত : গত ৭ অক্টোবরের পর থেকেই অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চল গাজার বিভিন্ন স্থানে থেমে হামলা চালাচ্ছে ইসরাইলি সশস্ত্র বাহিনী। এসব হামলায় যত না বেশি হামাস সদস্য মারা যাচ্ছে তার চেয়ে বেশি প্রাণহানি হচ্ছে বেসামরিক নাগরিকের। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, যুদ্ধের গত ১৪ দিনে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া হিসাব অনুসারে- গাজা ও পশ্চিম তীর মিলে ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৪ হাজার ২১৮ জন ফিলিস্তিনি। এর মধ্যে ৪ হাজার ১৩৭ জনই নিহত হয়েছে গাজায়, বাকিরা নিহত হয়েছে পশ্চিম তীরে। এই সময়ে ইসরাইলি হামলায় অন্তত ১৩ হাজার ৪০০ ফিলিস্তিনি আহত হয়েছে। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে হতাহতদের মধ্যে ৭০ শতাংশই নারী, শিশু ও বয়স্ক নাগরিক। তবে মোট নিহতের ৪০ শতাংশই শিশু। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-ক্বেদরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১ শিশু। সূত্র : আল-জাজিরা, সউদী গেজেট, রয়টার্স।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু