ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
পশ্চিম তীরে শরণার্থী শিবিরের মসজিদেও হামলা

ইসরাইলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় ১১৭ শিশুসহ ২৬৬ ফিলিস্তিনি শহীদ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৩ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম

গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বোমা হামলায় ২৬৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এ প্রসঙ্গে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় গাজায় শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ১১৭ জন শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪,৬৫১ জনে পৌঁছেছে। নিহতদের ৪০ শতাংশই শিশু। ইসরাইলি হামলায় গাজায় ১৪ হাজার ২৪৫ ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের ৭০ শতাংশই শিশু ও নারী।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের একটি মসজিদে গতকাল হামলা চালিয়েছে ইসরাইল। এতে ৫ শিশুসহ ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি।

ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তারা ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে হামাসের একটি সেল রয়েছে, এমন একটি ভূগর্ভস্থ রুট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় রোববার ভোরে ওই হামলায় অন্তত দুজন নিহত এবং অনেকে আহত হয়েছে। তবে এটি এখনো নিশ্চিত নয়, রয়টার্স যে বিমান হামলার কথা বলছে সেটিই আইডিএফ সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করে যে হামলার কথা জানিয়েছে তা একই হামলা কি-না।

ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বলেছেন, গাজায় ইসরাইলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়টি নিয়ে ইসরাইলিদের সঙ্গে তিনি কথা বলছেন। তাকে প্রশ্ন করা হয়েছিলো যে তিনি গাজায় ওই অভিযান বিলম্বিত করতে বলেছেন কি-না, জবাবে বাইডেন শুধু বলেছেন, ‘ইসরাইলিদের সাথে আলোচনা করছি।’ ইসরাইল এর মধ্যেই গাজাকে ঘিরে ফেলেছে এবং জরুরি সামগ্রীর সরবরাহ বন্ধ করে দিয়েছে।

গাজায় গভীর রাতে বিমান হামলায় নিহত ৫৫ : হামাস গ্রুপ বলছে, গাজা উপত্যকায় শনিবার গভীর রাতে ইসরাইলে বিমান হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। ইসরাইলের অভ্যন্তরে হামাসের হামলার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৪,৩৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের হামলায় ১,৪০০ জনেরও বেশি ইসরাইলি নিহত হয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিমান হামলায় গাজার উত্তরাঞ্চল ও এর পার্শ্ববর্তী এলকাগুলো প্রায় মাটির সাথে মিশে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামলায় মারা যাওয়া মানুষের অর্ধেকের বেশি নারী ও শিশু।

জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত গাজার ১৪ লাখের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ জাতিসংঘ নিয়ন্ত্রিত ১৪৭টি আশ্রয়কেন্দ্রে থাকছেন। গাজায় উত্তরাঞ্চলের অধিকাংশ ভবন ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়ায় জাতিসংঘের স্কুল ও হাসপাতালগুলোতে আশ্রয়ও নিয়েছেন অসংখ্য মানুষ। তবে সেসব হাসপাতালও এখন খালি করতে বলা হচ্ছে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গাজার উত্তরের আল কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। এই হাসপাতালে বর্তমানে ৪০০ রোগী এবং ১২ হাজার বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক রয়েছেন।

হাসপাতালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই হাসপাতাল খালি করার নির্দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। ডাক্তারদের একটি গ্রুপ, ফিজিশিয়ান্স ফর হিউম্যান রাইটস ইসরাইল বলছে যে, আল কুদস হাসপাতাল খালি করা যাবে না, সে বিষয়টিতে জোর দিয়ে ইসরাইলের সুপ্রিম কোর্টে তারা একটি আবেদন করবেন। শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, গাজায় দশ লাখেরও বেশি শিশুর জীবন ‘অনিশ্চয়তার মধ্যে’ কাটছে। অসুস্থ ও আহত শিশুদের গাজা থেকে বের করে নিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি, চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণের স্বল্পতা ও বিদ্যুৎ সংকট থাকায় সেখানে শিশুদের মৃত্যুর সংখ্যা আরো বড়াতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণের দ্বিতীয় ব্যাচ গাজায় প্রবেশ করেছে : একাধিক আন্তর্জাতিক এবং মিশরীয় মিডিয়া আউটলেট অনুসারে, মানবিক সাহায্যবাহী ট্রাকের একটি দ্বিতীয় বহর মিশর থেকে গাজা উপত্যকায় প্রবেশ করেছে। অবরুদ্ধ উপত্যকায় চিকিৎসা সহায়তা, খাবার ও পানি নিয়ে যাওয়ার একদিন পর রোববার মোট ১৭টি ট্রাক গাজায় প্রবেশ করে। জাতিসংঘের অনুমান গাজার চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক প্রয়োজন।

এদিকে, কাতার থেকে গাজা উপত্যকায় ৮৭ টন খাদ্য ও চিকিৎসা সহায়তা বহনকারী দুটি বিমান মিশরের আল-আরিশ শহরের দিকে রওনা হয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গাজা উপত্যকায় ইসরাইলি বোমাবর্ষণের কারণে কঠিন মানবিক পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনি জনগণের জন্য কাতারের সমর্থনের অংশ এ সহায়তা।’

ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ : গাজায় ইসরাইলের হামলা বন্ধ করার দাবিতে সারা বিশ্বে ফিলিস্তিন-পন্থী বিক্ষোভ হয়েছে, যাতে ৪,৩৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। লন্ডনে, পুলিশ অনুমান করেছে প্রায় ১ লাখ বিক্ষোভকারী শহরের বৃষ্টিতে ভিজে রাস্তা দিয়ে মিছিল করেছে, ফিলিস্তিনি পতাকা নেড়েছে এবং ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ কর’ বলে সেøাগান দিয়েছে। শত শত ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীও বেলফাস্ট এবং উত্তর আয়ারল্যান্ডের দ্বিতীয় শহর লন্ডনডেরিতে জড়ো হয়েছিল, যেখানে বক্তাদের মধ্যে ছিলেন আইন প্রণেতা কলাম ইস্টউড।

আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সীমান্তের ওপারে, হাজার হাজার মানুষ রাজধানী ডাবলিনের মধ্য দিয়ে মিছিল করেছে, ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। ফ্রান্সে, ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা রেনেস, মন্টপেলিয়ার, ডিজন, মার্সেই এবং লিয়ন সহ বেশ কয়েকটি শহরে জড়ো হয়েছিল, যেখানে হাজার হাজার লোক কেন্দ্রীয় চত্বরে ‘আমরা সবাই ফিলিস্তিনি’ বলে সেøাগান দেয়। জার্মান পুলিশ জানিয়েছে, ডুসেলডর্ফে ফিলিস্তিনিপন্থী শান্তিপূর্ণ বিক্ষোভে প্রায় ৭ হাজার মানুষ অংশ নিয়েছিল। কয়েক শত লোক রোমের মধ্য দিয়ে মিছিল করেছে; হাজার হাজার মানুষ বার্সেলোনার কেন্দ্রস্থলের রাস্তায় মিলিত হয়েছিল; কানাডার টরন্টো শহরের কেন্দ্রস্থল এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে এবং নিউইয়র্কে, মুসলিম, ইহুদি এবং অন্যান্য গোষ্ঠীর শত শত বিক্ষোভকারী ‘এখনই যুদ্ধবিরতি’ বলে সেøাগান দিতে দিতে মার্কিন সিনেটর ক্রিস্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের অফিসের দিকে মিছিল করে। লস এঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসিতেও হাজার হাজার বিক্ষোভকারী ফিলিস্তিনের পক্ষে মিছিল করে।

গাজায় ছায়া যুদ্ধ চালানোর জন্য দায়ী যুক্তরাষ্ট্র : ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, পাশাপাশি গাজায় বেসামরিক লোকদের উপর বোমাবর্ষণ অব্যাহত থাকলে তার পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন তিনি। হোসেইন আমিরাবদুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, ‘আজ গাজায় আমরা যা প্রত্যক্ষ করছি তা হল ফিলিস্তিনের নির্যাতিত জাতি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা ভুয়া ইসরাইলি শাসকদের দ্বারা পরিচালিত একটি প্রক্সি যুদ্ধ।’

তিনি বলেছেন যে, এটি ‘তিক্ত এবং দুর্ভাগ্যজনক’ যে, বাইডেন বুধবার অসাধারণ দ্রুততায় ইসরাইলে একটি যুদ্ধকালীন সফরে যান এবং হাসপাতাল, মসজিদ, গির্জা এবং বেসামরিক নাগরিকদের উপরে তাদের আক্রমণকে সমর্থন করেছিলেন। ‘তেল আবিবে তার উপস্থিতির সাথে, মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, তিনি গাজায় ইসরাইল যে অত্যাচার ও গণহত্যা করছে তা সমর্থন করার জন্য তিনি অস্ত্র ভর্তি শত শত বিমান, জাহাজ এবং ট্রাক পাঠাবেন,’ তিনি বলেছিলেন।

গাজায় ধ্বংস বারো হাজার ৮৭৫টি বাড়ি, বসবাস অযোগ্য ৯০৫৫ : গাজা উপত্যকার আবাসন খাতের অন্তত ৩০ শতাংশ ধ্বংস বা বসবাস অযোগ্য হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়ে বিরাজ করছে আবেগঘন পরিস্থিতি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের (ওসিএইচএ) কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। গাজার আবাসন মন্ত্রণালয়ের তথ্য উল্লেখ করে ওসিএইচএ জানায়, ৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত গাজা উপত্যকার ১২ হাজার ৮৭৫ আবাসন ইউনিট ধ্বংস, নয় হাজার ৫৫টি বসবাস অযোগ্য এবং আরও এক লাখ ২১ হাজার আবাসন ইউনিট সামান্য থেকে মাঝারি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও হাসপাতালের বারান্দায় রোগীদের উপচে পড়া ভিড়। অনেকেই চিকিৎসার জন্য অপেক্ষা করছে। গাজার একমাত্র কেমোথেরাপি হাসপাতালটিতে অব্যবস্থার কারণে, নয় হাজার ক্যানসার রোগীর পর্যাপ্ত যতœ নেওয়া যাচ্ছে না। গাজায় বিমান হামলায় শিশুসহ শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে উল্লেখ করে ওসিএইচএ বলেছে, ফিলিস্তিনি উদ্ধার দলগুলো ক্রমাগত বিমান হামলা, যানবাহন ও সরঞ্জাম চালানোর জন্য জ্বালানির তীব্র ঘাটতি এবং সীমিত মোবাইল নেটওয়ার্ক বা সংযোগ বিচ্ছিন্নতার মধ্য দিয়ে তাদের অভিযান পরিচালনা করতে সংগ্রাম করছে। ওসিএইচএ আরও জানায়, ১০ দিন ধরে গাজা উপত্যকা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সূত্র : আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল