ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
সংসদে চিড়িয়াখানা বিল-২০২৩ পাস

প্রাণীকে উত্ত্যক্ত করলে জরিমানা খাবার দিলে জেল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৬ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম

চিড়িয়াখানায় গিয়ে প্রাণীদের উত্ত্যক্ত করলে জরিমানার মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে দিতে হবে দুই হাজার টাকা ক্ষতিপূরণ। এছাড়া চিড়িয়াখানার কোনো প্রাণীকে জখম করলে বা অনুমতি ছাড়া খাবার দিলে দুই মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হবে।

এমন বিধান রেখে সংসদে ‘চিড়িয়াখানা বিল-২০২৩’ পাস হয়েছে। এর আগে গতকাল মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

আইনে বলা হয়েছে, কোনো দর্শনার্থী ফি ছাড়া চিড়িয়াখানায় প্রবেশ করলে তার কাছ থেকে প্রবেশ ফির সমপরিমাণ মূল্য আদায় করা হবে। আর মাত্রা বিবেচনা করে দুই হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা যাবে। এছাড়া কোনো দর্শনার্থী চিড়িয়াখানায় প্রাণীকে উত্ত্যক্ত করলে তার কাছ থেকে দুই হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা যাবে। এসব অপরাধের বিচার করা যাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। বিলে আরও বলা হয়েছে, চিড়িয়াখানার কোনো প্রাণীর বয়সজনিত শারীরিক অক্ষমতা বা সংক্রামক রোগ হলে, অন্য কোনো প্রাণীর জীবন রক্ষার্থে বা জনস্বাস্থ্যের স্বার্থে সংশ্লিষ্ট প্রাণীর কষ্ট নিবারণের জন্য ব্যথাহীন মৃত্যু ঘটানো যাবে।

আর্থিক শৃঙ্খলা-জবাবদিহি নিশ্চিতে সংসদে উঠলো কাস্টমস বিল
আমদানি পর্যায়ের রাজস্ব আদায় ও বাণিজ্য সহজীকরণসহ আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে কাস্টমস বিল– ২০২৩ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। এ সংক্রান্ত ১৯৬৯ সালের কাস্টমস অ্যাক্ট রহিত করে নতুন এ কাস্টমস আইন করা হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কাস্টমস ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। এ লক্ষ্যে সরকার তথা জাতীয় রাজস্ব বোর্ডের নেওয়া বহুমুখী সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস সংক্রান্ত আন্তর্জাতিক উত্তম চর্চা অন্তর্ভুক্ত করে ১৯৬৯ সালের কাস্টমস আইন রহিত করে বাংলায় নতুন আইনটি করা হচ্ছে।

১৮ মাসে ১৪৩ রেল দুর্ঘটনা
২০২২ সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৮ মাসে ১৪৩টি রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েতে ২০২২ সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৪৩টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। রেলপথে লেভেল ক্রসিংয়ে অবৈধভাবে সড়কযানের অনুপ্রবেশের কারণে দুর্ঘটনায় ২৬ জন এবং অন্য দুর্ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে।

সরকারদলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে এক লাফে দুই হাজার টাকা করা হচ্ছে। সরকার এ সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ।

৬৩ জেলায় চলে বিআরটিসির ১৩৫০ বাস
বর্তমানে ৬৩ জেলায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে এক হাজার ৩৫০টি বাস পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে নাটোর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে গতকাল এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বিআরটিসির অধীনে এক হাজার ৩৫০টি বাস পরিচালিত হচ্ছে। বান্দরবান ছাড়া দেশের ৬৩টি জেলায় এ বাস চলাচল করে। বিআরটিসির জন্য সিএনজিচালিত একতলা এসি বাস সংগ্রহে একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ওই প্রকল্পের আওতায় ৩৪০টি সিএনজি একতলা এসি বাস দক্ষিণ কোরিয়া থেকে সংগ্রহের প্রক্রিয়া চলছে। বিআরটিসির জন্য ইলেকট্রিক একতলা এসি বাস সংগ্রহ প্রকল্পের মাধ্যমে ১০০টি বৈদ্যুতিক এসি বাস এবং বিআরটিসির জন্য বৈদ্যুতিক দ্বিতল বাস সংগ্রহ প্রকল্পের মাধ্যমে ১০০টি দ্বিতল বাস সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার দলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের তিন মেয়াদে এ পর্যন্ত দেশে ছোট বড় এক হাজার ১৩১টি সেতু নির্মাণ হয়েছে। ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, বর্তমানে দেশে বিআরটিএ অনুমোদিত মোটরযানের সংখ্যা ৫৮ লাখ ৫১ হাজার ৮২৭টি।

তিন মাসে ৮১ হাজার টন কাঁচাপাট রপ্তানি
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গতকাল সংসদে কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৮১ হাজার টন কাঁচাপাট ও এক লাখ ৭৮ হাজার টন পাটজাত দ্রব্যাদি রপ্তানি করা হয়েছে। গত অর্থবছরে ২ দশমিক ২৭ লাখ টন কাঁচাপাট ও ৫ দশমিক ৮৭ লাখ টন পাটজাত পণ্য রপ্তানি করা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান