ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
লক্ষ্মীপুরে পীর সাহেব চরমোনাই

৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ থেকে সরকার পতনের ডাক দেওয়া হবে

Daily Inqilab কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা

২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশে আজ করুন অবস্থা চলছে। দিন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক সঙ্কট ততই বেড়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশকে মানুষের দেশ বলা যায় না। দেশ আজ জাহান্নামের চেয়েও খারাপের দিকে দাবিত হচ্ছে। দেশে রাজনৈতিক সঙ্কট প্রকট আকার ধারণ করছে। যারা দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষকে মানুষ হিসেবে গণ্য করছে না, তাদেরকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে। প্রশাসনকে বলছি এই দেশ আমার আপনার সবার। আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা। আ.লীগের কর্মকর্তা নন। তাই আ.লীগের বেআইনি ও সংবিধান বিরোধী কোনো আদেশ মানবেন না। দেশ ও জনগণের পক্ষে আপনাদের অবস্থান থাকতে হবে। অনেক ত্যাগ ও কুরবানির মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এদেশ নিয়ে কাউকে চিনি মিনি খেলতে দেওয়া হবেনা।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, দিল্লী আছে তো আমরা আছি বলে যে বক্তব্য আপনি দিয়েছেন। এতে আপনি দেশের স্বাধীনতাকে অস্বীকার করছেন। সরকার দেশে উন্নয়নের কথা বললেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভয় পায় কেন? বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা দিয়ে উন্নয়ন হয়েছে ,সরকারের বাবার টাকা দিয়ে উন্নয়ন হয়নি। এ অবস্থায় আমরা বসে থাকলে চলবে না। সংবিধান দেশের জনগণের জন্য। কিন্তু আ.লীগ বার বার ক্ষমতায় টিকে থাকতে সংবিধানকে তচনচ করে দিয়েছে। আ.লীগে যারা ঔদ্ধত্য বক্তব্য রাখেন তাদের কথায় মনে হয় দেশ একমাত্র শুধু তাদের। কিন্তু এই দেশ পীর আউলিয়ার। এ দেশ কারো একার নয়! আ.লীগের সাথে সন্ত্রাসী ছাড়া কোনো জনগণ নেই। আগামী নির্বাচন আপনাদের অধীনে নয়, জাতীয় সরকারের অধীনে হতে হবে। প্রধানমন্ত্রী সব কিছু ছেড়ে বসে থাকবেন বলছেন কেন? তিনি কি ১৫ বছর ধরে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করেননি? তবে তিনি একথা বলেন কেন? সরকার যদি ক্ষমতা থেকে পদত্যাগ না করে আবারো ক্ষমতায় থাকতে চান, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কঠোর কর্মসূচি ঘোষণা করবে। আগামী ৩ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী দিনে হাতপাখাকে ক্ষমতায় আনতে পাড়া-মহল্লায় জনগণকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বিদ্যমান রাজনৈতিক সঙ্কট নিরসনে চলতি সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন, পি.আর পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে গতকাল শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি অনারারী (অব.) ক্যাপ্টেন মুহাম্মাদ ইবরাহিমের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দলের উপদেষ্টা ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মানসুর আহমদ সাকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম রিয়াদ, লক্ষ্মীপুর জেলা সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

পীর সাহেব চরমোনাই বলেন, ভোটের ন্যায্য অধিকার আদায় করতে মাঠে নেমেছি। ১৪ ও ১৮ সালে প্রহসন ও ডাকাতের নির্বাচন ছিল। এবার প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবেনা। উন্নয়নের নামে তারা মেঘা চুরি ও ডাকাতি করেছে। বিদেশে বেগমপাড়া তৈরি করছে। দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। আ.লীগ দেশে লুটপাটের রাজত্ব কায়েম করছে। আ.লীগকে আর লুটপাটের সুযোগ দেওয়া হবেনা। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। যদি ফিলিস্তিনিরা অধিকার আদায়ের জন্য বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, তবে অধিকার আদায় করার জন্য আমরাও ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। যখন আন্দোলনের আহ্বান আসবে, তখনি আমাদের আন্দোলনের ময়দানে নামতে হবে। এখন আর বিশ্রামের কোনো সময় নেই।

বাংলাদেশকে নিয়ে বিদেশিদের হস্তক্ষেপের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, আজ আমেরিকা, রাশিয়া, চীন ও ভারত আমাদের দেশের রাজনৈতিক কর্মকা-ের উপর হস্তক্ষেপ করছে কেন? এরজন্য আ.লীগকে জবাবদিহি করতে হবে। একটি স্বাধীন দেশের উপর বিদেশিদের হস্তক্ষেপ কোনভাবেই মেনে নেওয়া যায়না!

চরমোনাই পীর আরো বলেন, দিল্লীর ভয় দেখিয়ে দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত ময়দান ছাড়া যাবেনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেটনীতি করে না। তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। মানুষের জীবন আজ চরম অতিষ্ঠ হয়ে উঠছে। ছাত্ররা যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে, তখন ছাত্রলীগ দুর্নীতি ও লুটপাট করে অর্থ পাচার করছে। মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে না দিলে এই সরকারের উন্নয়ন মানুষ গ্রহণ করবে না। অন্যান্য দেশে উন্নয়নে যে টাকা ব্যয় হয় শেখ হাসিনার আমলে ৩-৪ গুণ টাকা বেশি ব্যয় হচ্ছে। এই টাকা কোথায় কিভাবে ব্যয় হয়েছে তা জনগণ জানতে চায়। দেশের প্রত্যেকটি টাকার হিসাব শেখ হাসিনাকে দিতে হবে।

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে মেঘনানদীর অব্যাহত ভাঙন রোধে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তীব্র সমালোচনা করে চরমোনাই পীর বলেন, নদী বাঁধের নামে ৩ হাজার ১০০ কোটি টাকা লুটপাটের পাঁয়তারা চলছে। অবিলম্বে মেঘনার ভাঙন থেকে রামগতি-কমলনগরকে রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কালিয়াকৈরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা

কালিয়াকৈরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ