পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ এএম
আগের দিন ৩ উইকেট ২২১ রান নিয়ে ওভাল টেস্টের দ্বিতীয় দিনে কাল ব্যাটিংয়ে নামে।সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত ছিলেন ওলি পোপ,তার সাথে ছিলেন দুর্দান্ত ফর্মে থাকে হ্যারি ব্রুক।আজ তাই প্রথম ইনিংসে চারশো রানেরই স্বপ্ন দেখছিল ইংল্যান্ড।
তবে শেষ পর্যন্ত নাটকীয় ব্যাটিং ধ্বসে গুটিয়ে যায় ৩২৫ রানে।দিন শেষে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ২১১। এখনও ১১৪ রানে পিছিয়ে আছে সিরিজের প্রথম দুই টেস্টেই হারা সফরকারীরা।
দিনের শুরুটা স্বাগতিকদের দারুণ হয়েছিল।পোপ ও ব্রুক মিলে যোগ করেন আরও ৪০ রান।রাত্নায়েকে বারবার জীবন পাওয়া ব্রুককে ফিরিয়ে ভাঙেন ৭০ রানের জুটি।এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। শেষ ৬ উইকেট হারায় ৩৫ রান আর ৫৬ বলের মধ্যে।
আগের দিন ১০৩ রানে অপরাজিত পোপ করেন ১৫৪। তার ১৫৬ বলের ইনিংস গড়া ১৯ চার ও ২ ছক্কায়। এদিন দলের আর কেউ বিশ পর্যন্তও যেতে পারেননি।শ্রীলঙ্কার পক্ষে ৫৬ রানে ৩ উইকেট নেন মিলন রত্নায়েকে।
জবাব দিতে নেমে বোলিং সহায়ক কন্ডিশনে সফকারীরা নিয়মিত বিরতিতে উইকেট হারায়।ব্যাটিংয়ে ওপেনার পাথুম নিসাঙ্কার (৫১ বলে ৬৪) আগ্রাসী ইনিংসের পরও একশর আগে ৫ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তোলেন ধানাঞ্জয়া ও কামিন্দু। ফিফটি করে অপরাজিত আছেন দুজনই।
আলোকসল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৪৫ ওভার ব্যাট করেছে শ্রীলঙ্কা।শুরুর ধাক্কার পর ধনাঞ্জয়া–কামিন্দু জুটি অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ১১৮ রান। অধিনায়ক ধনাঞ্জয়া অপরাজিত ৬৪ রানে, কামিন্দু ৫৪–তে।
আলোকসল্পতা এদিন অবশ্য ইংলিশদের ভুগিয়েছ বেশ।তাতে দেখা মেলেছে বিরল এক মুহূর্তও।৩৪ রানে ক্রিস উকসের বলে লংকানদের প্রথম উইকেট পড়ার পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন কুসাল মেন্ডিস। লাইটমিটারে পরীক্ষার পর আম্পায়ার ইংল্যান্ড অধিনায়ককে জানিয়ে দেন, পেসার দিয়ে বোলিং করানোর জন্য পর্যাপ্ত আলো নেই।
এ ধরনের ঘটনায় অধিনায়কেরা স্পিনারদের হাতে বল তুলে দিয়ে থাকেন। কিন্তু ওকসের ওভার তখনো শেষ হয়নি। চার বল বাকি।বাধ্য হয়েই তখন স্পিন করতে শুরু করেন। চার বলের মধ্যেই অফ স্পিন, লেগ স্পিন সবই করতে চেয়েছেন তিনি। দুটি বল পড়েছে প্রায় মাঝ পিচে। এর একটিতে চার তুলে নেন পাতুম নিশাঙ্কা। সব মিলিয়ে স্পিনার ওকসের চার বল থেকে শ্রীলঙ্কা নেয় ৬ রান। ওকসের ওভার শেষে আকাশ একটু পরিষ্কার হওয়ার পর অবশ্য গাস অ্যাটকিনসনকে পেস বোলিং করার অনুমতি দেন আম্পায়াররা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ