ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

লাঠি-সোটা আর বাসের সমারোহে স্থবির ঢাবি ক্যাম্পাস

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২৯ অক্টোবর ২০২৩, ১২:১১ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১২:১১ এএম

বিএনপি- জামায়াতের যুগপৎ আন্দোলন রুখে দেয়ার লড়াইয়ে রাজপথে নিজেদের শক্তিমত্তা দেখাতে অনড় অবস্থানে ছিল আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। গতকাল শনিবার নয়াপল্টন ও আরামবাগে বিএনপি-জামায়াতের সমাবেশের বিপরীতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। তবে বায়তুল মোকাররমে সমাবেশস্থল হলেও পুরোপুরিভাবে এর প্রভাব গিয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দিনব্যাপী লগি বৈঠা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সরব উপস্থিতি ও তাদের আনিত বাসের সমারোহে স্থবির হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, এদিন সকাল পেরিয়ে দুপুর হতেই রাজধানীর শাহবাগ, দোয়েল চত্বর দিয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ, সাভার উপজেলা আওয়ামী লীগ, কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগসহ বিভিন্ন জেলা, মহানগর শাখার নেতারা সারি সারি বাস নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এসময় তাদের প্রত্যেকের হাতে জিআই পাইপের মাথায় ছোট ছোট পতাকা দেখা যায়। অনেকের হাতে হাতে লাঠিসোঁটা ও পকেটে দেশীয় অস্ত্রও দেখা যায়। তারা ক্যাম্পাসে সাময়িক যাত্রা বিরতি দিয়ে দুপুরের খাবার খেয়ে বায়তুল মোকাররমে সমাবেশের উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেয়। তাদের ফেলে রাখা খাবারের উচ্ছিষ্ট ও পলিথিনে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শুক্রবার রাত থেকেই বিএনপি-জামায়াতের যুগপৎ আন্দোলন মোকাবেলায় রাজপথে শক্ত অবস্থানে ছিল। শুক্রবার রাতভর ক্যাম্পাসে মিছিল, শোডাউন করেছে ছাত্রলীগ। শনিবার সকাল থেকেই তারা ক্যাম্পাসের মোড়ে মোড়ে, টিএসসি ও মধুর ক্যান্টিনের মতো গুরুত্বপূর্ণ সব জায়গায় রড, হকিস্টিক, জিআই পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে। এতে রীতিমতো ক্যাম্পাস এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদেরও জোরপূর্বক এসব কর্মসূচিতে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এ সংশ্লিষ্ট একটি অডিও রেকর্ডও রয়েছে ইনকিলাবের হাতে।

বিদ্যমান রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেক শিক্ষার্থীই ভয়ে পূজার ছুটিতে বাড়িতে গিয়ে অবস্থান করছে। হলগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন নিয়ন্ত্রণ না থাকায় প্রায় দেড় যুগ ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে ছাত্রলীগ। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীরা জিম্মি হয়ে পড়েছে ছাত্রলীগের কাছে। ছাত্রলীগের মিছিল মিটিংয়ে উপস্থিত হলেই কেবল আবাসিক হলে ঠাঁই মিলে। ছাত্রলীগের আদর্শে বিশ্বাসী না হয়েও বাধ্য হয়েই সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগের মিছিল মিটিংয়ে উপস্থিত হতে হয়। অবশ্য এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে যান ছাত্রলীগ নেতারা। তাদের দাবি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই এসব মিছিল মিটিংয়ে উপস্থিত হয়।

শনিবার সকাল থেকেই ছাত্রলীগ নেতাদের নির্দেশে হলগুলো থেকে রড, হকিস্টিক, হেলমেট ও লাঠিসোঁটা নিয়ে বের হতে দেখা যায় নেতাকর্মীদের। তাদের অনেকেই আওয়ামী লীগের সমাবেশে গেলেও বড় একটি অংশ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সব মোড়ে লাঠিসোঁটা, রড, স্ট্যাম্প হাতে অবস্থান করতে দেখা যায়।
এসব বিষয়ে জানতে চাইলে ব্যস্ততার কারণে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমান।

তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান আক্ষেপ করে বলেন, এ কথা একেবারে সত্য যে ঢাকা শহরের যে কোন সভা সমাবেশের চাপ পড়ে আমাদের উপর। কি সুন্দর ক্যাম্পাসটাকে একেবারে অপরিষ্কার করে গেল! গাড়ি পার্কিংয়ের ব্যাপারে রাজনৈতিক দলগুলো কোনো অনুমতি নেয় কি না এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, ঢাকা শহরের মধ্যে অবস্থিত; বিকল্প জায়গা নেই মানুষের। এটা জাতীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে কোথায় সমাবেশ হবে এবং কেমন পরিসরে নেয়া হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কালিয়াকৈরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা

কালিয়াকৈরে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ