ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

যাত্রীর অভাবে ঢাকায় বাস চলেনি : মালিক সমিতি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

৩০ অক্টোবর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ১২:১২ এএম

হরতালের রাজনীতিতে ফিরেছে দেশ। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতাল শুরু হয় গতকাল সকাল ছয়টায়। এই হরতালকে কেন্দ্র করে রাজনীতির চিরচেনা রূপ অনেকটা পাল্টে গেছে। সড়কে সঙ্কট দেখা দিয়েছে গণপরিবহনের। রাস্তায় সাধারণ মানুষের সংখ্যাও কম। যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা রোধে মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি চোখে পড়েছে। গতকাল রোববার রাজধানীর মগবাজার, মৌচাক, মালিবাগ ও রাজারবাগ, নিউমার্কেট, বাড্ডা, যাত্রাবাড়ী, শনিরআখড়াসহ বেশকয়েকটি এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।

সাধারণ অবস্থায় রাজধানীর ব্যস্ততম মগবাজার সিগন্যালে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেলেও এদিন অনেকটাই যানবাহন শূন্য ছিল এলাকাটি। মাঝে মাঝে দুই একটা বাস চলাচল করলেও তা স্বাভাবিকের তুলনায় খুবই কম। পাশাপাশি অল্পসংখ্যক বাইক ও সিএনজি চলাচল করছে। ফলে সিগন্যালে গাড়ির চাপ লক্ষ্য করা যায়নি। একই চিত্র মগবাজার ওয়ারল্যাসে। মগবাজার ফ্লাইওভার নামার স্থানটিতে গুলিস্তান, যাত্রাবাড়ী, রামপুরা ও বনশ্রীগামী বাসের চিরায়ত আনাগোনা নেই বললেই চলে। একইসঙ্গে যাত্রীদের দীর্ঘ অপেক্ষাও নেই। অল্পসংখ্যক যাত্রী দাঁড়িয়ে গণপরিবহনের অপেক্ষা করতে দেখা গেছে।

গতকালের হরতালে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম চলছে গণপরিবহন। এতে সুযোগ দিচ্ছে রিকশা ও সিএনজি চালকরা। অনেক জায়গায় ভাড়া দ্বিগুণেরও বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেছে। কদর বেড়েছে ভাড়ায় মোটর বাইক চালকদের। প্রতিদিনের থেকে আজকের চিত্র একটু ভিন্ন। প্রতিদিন এই সময়ে এই সড়কের বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির জটলা থাকলেও তেমনটা নেই। গণপরিবহন চলছে কম। মাঝে মধ্যে দু-একটা বিআরটিসি বাস ও কিছু নিয়মিত চলাচলকারী বাস চলতে দেখা গেছে। যা প্রতিদিনের তুলনায় খুব সামান্য। রিকশা চলাকদের তুমুল ব্যস্ততা দেখা গেছে। অন্যান্য দিন কমলাপুর বাসস্ট্যান্ডে রিকশার জটলা দেখা গেলেও তেমনটা নেই। কোথাও যেতে বললে ভাড়া যাচ্ছে অনেক বেশি।

আগের দিন বাস মালিক সমিতির পক্ষ থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাস মালিকরা। তারা জানিয়েছিলেন হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখবেন। কিন্তু হরতালের দিনে লক্ষ করা গেছে রাজধানীর সড়কগুলোতে অন্য দিনের মতো গণপরিবহন নেই। বাস সঙ্কটে বিপাকে পড়তে হয়েছে নগরবাসীকে।

যাত্রীরা বলছেন, অন্য যেকোনো দিনের তুলনায় অপেক্ষমাণদের সংখ্যা অনেক কম। তবে পর্যাপ্ত গাড়ি না থাকায় তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং বাসে উঠতে বেগ পেতে হচ্ছে।

মুগদা মেডিকেলের সামনে এক যাত্রী বলেন, আমার অফিস ফকিরাপুলে। মিডলাইন, বাহন বাসে যাতায়াত করি। খুবই কম গাড়ি। রিকশা ভাড়া অনেক বেশি চাচ্ছে। তাই হেঁটেই যাচ্ছি। রিকশা চালকদের কাছে বেশি ভাড়ার কারণ জানতে চাইলে তারা কোনো উত্তর দিচ্ছে না। এদিকে শুধু রিকশাই নয়, দাপট দেখা গেছে সিএনজিচালিত অটোরিকশা চালকদেরও। ১৫০-২০০ টাকার ভাড়া ৩০০-৩৫০ টাকা চেয়ে বসছে। মোড়ে মোড়ে রয়েছে বাইক চালকদের জটলা। গণপরিবহন কম থাকায় তাদেরও বেশ কদর লক্ষ্য করা গেছে।

গুলিস্তানের গাড়ির অপেক্ষায় থাকা আনোয়ার বলেন, হরতাল বা রাজনৈতিক সংঘাত যাই থাকুক আমাদের তো কাজে যেতে হবে। প্রয়োজন তো এড়ানো যায় না। অন্যদিনে এখানে যাত্রীর চাপ থাকে কিন্তু আজকে বাস যেন সোনার হরিণ। অল্প কয়েকজন অপেক্ষায় আছি, তবু গাড়িতে উঠতে বেগ পেতে হচ্ছে।
মৌচাক মার্কেটের সামনে থাকা রিকশা চালক বলেন, সকাল থেকে গাড়ি আর যাত্রী কম। মোড়ে মোড়ে পুলিশ। আগের দিন মারামারি হওয়ায় সবাই ভয়ে আছে। এজন্যই মানুষ কম।

এদিকে, হরতালের দিন বাস চালানোর ঘোষণা দেওয়ার পরও সড়কে বাস না থাকার জন্য যাত্রী সংখ্যা কম থাকাকে দায়ী করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল রোববার রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৩-১৪ সালে সড়কে ৫০০০ গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখনও কিন্তু আমরা রাস্তা সচল রেখেছি। আপনারা যে প্রশ্ন করেছেন সে প্রসঙ্গে বলেছি যে, সাধারণত বিএনপি এরকম কর্মসূচি দিলে নাশকতা করে। নাশকতার ভয়ে কেউ কেউ গাড়ি না চালাতে পারে। কিন্তু আমাদের নির্দেশ ছিল স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করার জন্য।

তিনি আরও বলেন, শনিবার স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করেছে। যেহেতু মতিঝিল গুলিস্তান এলাকায় সমাবেশ ছিল তাই এই এলাকায় গাড়ি আসতে পারেনি। আমাদের কথা ছিল এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আমরা একমত না, আমরা গাড়ি চালাব। সেজন্য মালিকরা সকাল থেকে গাড়ি বের করেছে। যাত্রী না থাকার ফলে গাড়ির সংখ্যা কম ছিল। দূরপাল্লার গাড়িও বের হয়েছে, শহরের গাড়িও বের হয়েছিল। কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্টাফ হত্যা করা হয়েছে। ফলে একটু তো ভয় কাজ করে। আমরা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচিতে যান চলাচল স্বাভাবিক রাখব।

দুইদিনে মোট ১১টি বাসে আগুন দেওয়া হয়েছে জানিয়ে এনায়েত উল্যাহ বলেন, ২৮ তারিখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বসুমতি পরিবহনের একটি বাস, মৌচাক ফ্লাইওভারের সামনে বলাকা এক্সপ্রেসের একটি বাস, হেমায়েতপুরে মৌমিতা পরিবহনের একটি বাস, কোনাবাড়ীতে আজমেরী পরিবহনের একটি বাস এবং কালসি মোড়ে ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ২৯ তারিখে স্টাফ কোয়ার্টারের সামনে অছিম পরিবহনের একটি বাস, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে স্বাধীন পরিবহনের একটি বাস, জিপিও মোড়ে শিকড় পরিবহনের একটি বাস, তাঁতিবাজার মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি বাস, মোহাম্মদপুর টাউন হলের সামনে পরিস্থান পরিবহনের একটি বাস এবং জিরানী বাজার এলাকায় সাভার পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার প্রমুখ।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের

পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম

পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম

ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী

ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী

আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী

আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী

হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই

হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই

ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার

ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার

ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে

ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে

কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে

জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ

ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

গাজীপুরে বিএনপি নেতার উপর  হামলা

গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা

চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে

বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে

আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি

আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি

গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স

গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স

৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ

৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস

চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ

যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ