শ্রমিক আন্দোলনে সড়ক অবরোধ-বিক্ষোভ-ভাঙচুর
০২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা, গাজীপুর, সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিক আন্দোলনে এ সব এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি কোথাও কোথাও শ্রমিকদের উপর ক্ষমতাসীন দলের লোকজন হামলা করছে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। এ দিকে অস্থির পরিস্থিতির কারণে আশুলিয়ায় অনেক গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিজেএমই গতকালও হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, এরকম সংঘাতময় অবস্থা অব্যাহত থাকলে তারা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেবে।
মিরপুরে দ্বিতীয় দিনের মতো গতকাল বুধবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। অবরোধকালে কয়েকটি পোশাক কারখানার মেইন গেইট ভাঙচুর করে তারা। গতকাল সকাল থেকেই মিরপুর ১, ২, ৭, ১০, ১৩ ও ১৪ নম্বর গোল চত্বরে অবস্থান নেন কয়েক হাজার শ্রমিক। এসময় দৃশ্য ধারন করতে গলে কয়েকজন আলোকচিত্র গণমাধ্যমকর্মীসহ যারাই মোবাইল দিয়ে ছবি তোলা ও ভিডিও করার চেষ্টা করেছে তাদেরকেই মারধর করেছে শ্রমিকরা। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ক্ষুব্ধ এই পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়েও পারেননি। শ্রমিকদের বিক্ষোভের মুখে শিল্প প্রতিমন্ত্রী ঘটনাস্থল থেকে চলে যান।
এদিকে প্রথমদিনের মতোই গোটা মিরপুর এলাকা যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বন্ধ করে দেয়া হয় সংশ্লিষ্ট এলাকার দোকানপাটও।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর ১০, ১১, ১২ এবং ১ ও ২ নম্বরের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা রাস্তায় কোনো যানবাহন দেখলেই ঘুরিয়ে দেন। সকাল ৮টার দিকে পল্লবী থানাধীন পূরবী বাসস্ট্যান্ড থেকে ১২ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে কয়েক হাজার শ্রমিক লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এরপর তারা খন্ড খন্ড মিছিল নিয়ে মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করে পুরো মিরপুর জুড়ে।
পল্লবী এলাকা থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ১০ নম্বর গোল চত্বর ও মিরপুর ২ নম্বর ঘুরে মিরপুর ১ নম্বরে এসে অবস্থান নেয়। পরে মিরপুর টেকনিক্যাল মোড়ে গিয়ে তারা আবার বিক্ষোভ মিছিল করে একই পথ ধরে পল্লবী গিয়ে তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় প্রদক্ষিণ করেন। যেখানে আগে থেকেই রাস্তা বন্ধ করে অবস্থান করছিল বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। এ সময় কামাল আহমেদ মজুমদার কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরবর্তীতে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দ্রুত মিছিল নিয়ে গোল চত্বর এলাকা ত্যাগ করেন।
অপরদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা মোবাইল ফোনে ছবি বা ভিডিও করতে দেখলেই হামলা করেছেন। এমন কি গণমাধ্যমকর্মী পরিচয় দেয়ার পরেও হামলা করেছে। মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় কর্মরত কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা করার অভিযোগ উঠেছে।
মিরপুর ২ নম্বরের মল্লিক টাওয়ারের সিকিউরিটি গার্ড রহিম মিয়া বলেন, গতকাল সকাল সাড়ে ১১টায় শ্রমিকরা যখন মিছিল নিয়ে আমাদের এখানে এসেছিল তখন দোকানগুলো বন্ধ করা হয়েছিল। তবে শ্রমিকরা কোনো দোকান ভাঙচুর বা বন্ধ করেনি। শ্রমিকরা এখান থেকে চলে যাওয়ার পরে আবার পুনরায় মিরপুর রোডের দোকানগুলো খোলা হয়।
এ বিষয়ে ডিএমপির পল্লবী থানার ওসি মো. মাহফুজুর রহমান মিয়া বলেন, সকাল থেকে আবারো গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিল। ছোট ছোট দলে বিভক্ত হয়ে মিরপুরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
একই থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন ইনকিলাবকে বলেন, দ্বিতীয় দিনের আন্দোলনে শ্রমিকরা গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের আন্দোলনের কারনে জনগন দূর্ভোগের শিকার হচ্ছেন। অপরদিকে শ্রমিকরাও ন্যায্য দাবিতে আন্দোলন করছে। এহেন পরিস্থিতিতে আমরা মালিক পক্ষকে অনুরোধ করেছি, দ্রুতই যেন তারা বিষয়টি সমাধান করেন।
এদিকে আমাদের সাভার প্রতিনিধি জানিয়েছেন, মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন শ্রমিক অসন্তোষে অশান্ত আশুলিয়ায় শিল্পাঞ্চল। তবে বেশকিছু কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে মূল ফটকে নোটিশ লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার ইউনিক, শিমুলতলা, জামগড়া, ছয় তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও ঘোষবাগ এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে সড়কে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, হা-মীম গ্রুপের আশুলিয়া জোনের দ্যাটস ইট স্পোর্টসওয়্যার লিমিটেড, এ্যাপারেল গ্যালারী লিমিটেড, রিফাত গামের্ন্টস লিমিটেড এবং এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড, নরসিংহপুর এলাকার আর্টিষ্টিক ডিজাইন লিমিটেড, বেরণ এলাকার নেক্সট কালেকশনস লিমিটেড, কাঠগড়া নয়াপাড়া এলাকার আগামী এ্যাপারেলস লিমিটেড, নরসিংহপুর এলাকার মেডলার এ্যাপারেলস লিমিটেডসহ অধিকাংশ কারখানার মূল ফটকে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে নোটিশ লাগানো রয়েছে।
‘নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হলো’।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকের পরিস্থিতি ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।
আশুলিয়া শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, শান্ত পরিবেশ কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। সড়কের বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি দেখা গেছে। রয়েছে সাজোয়া যান, জলকামান।
প্রসঙ্গত, মজুরি বৃদ্ধির দাবিতে গত ৩ দিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশকিছু পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও আন্দোলন করেছে। তখন পুলিশের সাথে ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শিল্প পুলিশসহ থানা পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছে, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার
রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত