সংসদে প্রশ্নোত্তর- তিন লাখ ভূমিহীন পরিবার
০৩ নভেম্বর ২০২৩, ০১:০০ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ০১:০০ এএম
বায়ুদূষণকে বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। গতকাল বৃহস্পতিবার ডেপুটি স্পিকার শামসুল হক টুকু’র সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
সরকারি দলের সদস্য এম. আব্দুল লতিফের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী আরো জানান, দেশে পৌরবর্জ্য পোড়ানো, ইটভাটা সৃষ্ট দূষণ, অনিয়ন্ত্রিত নির্মাণ কার্যক্রম থেকে সৃষ্ট ধুলাবালি, যানবাহন থেকে সৃষ্ট কালো ধোঁয়া, শিল্প-কারখানা সৃষ্ট দূষণকে বায়ু দূষণের জন্য দায়ি বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আন্তঃসীমা দূষণ দেশের বায়ুদূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। তাই দূষণ নিয়ন্ত্রণে নবায়নযোগ্য জ্বালানির প্রচলন অত্যন্ত জরুরি।
একই দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জাবাবে শাহাব উদ্দিন জানান, বর্তমানে বৃক্ষ আচ্ছাদিত ভ‚মির পরিমাণ দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ এবং বন আচ্ছাদিত ভ‚মির পরিমাণ মোট আয়তনের ১৪ দশমিক ০১ শতাংশ। বন অধিদপ্তর দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন ধরনের বনায়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
আওয়ামী লীগের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলে বরাদ্দ করা অর্থ ও তহবিলের সুদ থেকে ৩ হাজার ৬৯০ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৮৬১টি সরকারি ও ৬১টি বেসরকারিসহ ৯২২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে ৬০১টি সমাপ্ত হয়েছে।
একই দলের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী শাহাব উদ্দিন জানান, দেশে সংরক্ষিত বনভ‚মির পরিমাণ ৯১ হাজার ৩৮১ দশমিক ৮৯ একর। সংরক্ষিত বনভ‚মি চট্টগ্রাম, কক্সবাজার, নীলফামারী, নওগাঁ ও নোয়াখালী জেলায় অবস্থিত।
অস্তিত্বহীন ট্রাভেল এজন্টে \ সরকারি দলের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, বাংলাদেশ বিমানের পাওনা রয়েছে, এমন অনেক ট্রাভেল এজেন্টের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তিনি আরো জানান, পাওনা টাকা পুনরুদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু কিছু এজেন্ট দেউলিয়া হয়ে যাওয়ায় এবং লিকুইডেশন প্রক্রিয়ায় থাকার কারণে উদ্যোগ ব্যর্থ হয়। অনেক এজেন্টের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে তার কোন অফিস বা অস্তিত্ব পাওয়া যায়নি। কিছু এজেন্টের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
একই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রীর জানা, ট্রাভেল এজেন্টের কাছে বাংলাদেশ বিমানের পাওনা (খেলাপি) ১২ কোটি ৩০ লাখ ৯২ হাজার ২২৩ টাকা। কর্গো এজেন্টের কাছে পাওনা এক কোটি ৬৮ লাখ ৪৭ হাজার ৯৮০ টাকা।
ভ‚মিহীন পরিবার প্রায় তিন লাখ \ আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সংসদকে জানান, দেশে ভ‚মিহীন পরিবারের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৯৫৪টি। এর মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৬৯১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ভ‚মিহীন পরিবারকে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে বলেও মন্ত্রীর জবাব থেকে উঠে আসে।
বিদেশি মিশন থেকে প্রায় ২৮ হাজার কোটি টাকা \ আওয়ামী লীগের সংসদ সদস্য মো. হাবিবর রহমানের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক জানান, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন থেকে ২০০০-২০০১ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত মোট ৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ মার্কিন ডলার আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ ৩ হাজার ১৩৭ টাকা। তিনি জানান, বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বার্ষিক গড় ১৫ কোটি ৮০ লাখ ৭৪৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯১৯ টাকা।
ধান চাষে তৃতীয় অবস্থানে বাংলাদেশ \ সরকারি দলের সংসদ সদস্য এম. আব্দুল লতিফের প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানান, বর্তমানে ধান চাষে র্যাংকিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ধান উৎপাদনের সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) সরকারিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন উচ্চফলনশীল গুণগত মানসম্পন্ন ধান বীজ উৎপাদন ও বিতরণ করে আসছে।
আওয়ামী লীগের দিদারুল আলমের প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী জানান, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কল্যাণে চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮ দশমিক ৯৩ লাখ টাকা প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কল্যাণে বরাদ্দ দিয়েছে। এতে উপকারভোগী কৃষকের সংখ্যা ৮৩ লাখ ৮৬ হাজার ৩৫০ জন। তিনি জানান, চলতি ২০২৩-২৪ উৎপাদন বর্ষে সারাদেশে বিভিন্ন জাতের উন্নতমানের ধান, গম, আলু, ভুট্টা, পাট, ডাল ও তৈল, সবজি এবং মসলা বীজ ফসলের প্রায় এক লাখ ২৫ হাজার ৫০০ মেট্রিক টন বীজ বিএডিসির চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ