নিজেরা বাসে আগুন দিয়ে বিরোধীদের উপর চাপাচ্ছে আ.লীগ
০৭ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
আওয়ামী লীগ নিজেরা বাসে আগুন দিয়ে তার দায় গণতন্ত্রের স্বপক্ষে বিপ্লবী কর্মীদের নামে চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের, সুষ্ঠু ভোটাধিকার আদায়ের আন্দোলনে থাকলেই আওয়ামী সরকারের শুরু হয় গুম ও ক্রসফায়ারের উৎসবের ঋতু। তারা শুরু করে আগুন নিয়ে খেলা। বাসে আগুন দিয়ে দায় চাপায় গণতন্ত্রের স্বপক্ষে বিপ্লবী কর্মীদের নামে। যার অসংখ্য প্রমাণ এখন মানুষের হাতে হাতে। রিজভী বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট আওয়ামী অফিসের সামনে গত ৪ তারিখে রাত সাড়ে নয়টায় বাসে আগুন লাগানো হয়। সেখানে অনেকেই দেখেছে যারা বাসে আগুন দিয়েছে তারা দৌড়ে আওয়ামী লীগ অফিসের ভিতরে ঢুকেছে। নানা ঘটনায় এধরনের দৃশ্য প্রত্যহ দেখা যাচ্ছে। শুধুমাত্র নাগরিক স্বাধীনতাসহ গণতান্ত্রিক অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে কালিমা লেপন করার জন্য আবারো বিএনপি’র বিরুদ্ধে অগ্নি সন্ত্রাসের কাহিনী সাজানো হচ্ছে। কারন মিডিয়া, আইনশৃঙ্খলাবাহিনী তাদের হাতে, আদালত তাদের কব্জায় সেই কারনে সহজেই বিএনপি’র কোন নেতার নামে পরিকল্পিত নাশসকতার ঘটনায় মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা অত্যন্ত সহজ। কারণ গ্রেফতারের ইন্সট্রুমেন্ট সরকারের হাতে। গতকাল সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদের যৌথ আক্রমণে দেশের সর্বত্র আতঙ্ক ও ভয়ের যুদ্ধকালীন উদ্বিগ্নতা বিরাজমান। গ্রেফতার ও বাড়ি-ঘরে হামলা চলছে নিরন্তরভাবে। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেফতারের আতঙ্ক, নিরুদ্দেশ হওয়া সন্তানের জন্য মা-বাবার আহাজারী, হামলা ভাঙচুর হওয়ার আক্রমনের ভয় ইত্যাদী রাষ্ট্রীয় উৎপীড়নের নানামূখী পৈশাচিক ঘটনা অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমান উল্লাহ আমানকে গত রোববার মহাখালী ওয়ারলেস গেইট থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যাওয়ার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না, মুগদা থানার ৭নং ওয়ার্ডের যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানার খোঁজ নেই গত কয়েকদিন ধরে। গোয়েন্দা পুলিশ এদের তুলে নিয়ে যায় কিন্তু বারবার পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা অস্বীকার করছে। এভাবে অসংখ্য ছাত্রদল, যুবদল, বিএনপি, সাবেক এমপি, জনপ্রতিনিধিদের গুম করা হয়েছে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর থেকে।
তিনি বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশ পরিকল্পিতভাবে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাদানো গ্যাস নিক্ষেপ করে ভুণ্ডুল করে দেয়। প্রকৃত সন্ত্রাসীদেরকে আড়াল করে দলের মহাসচিবসহ জাতীয় নেতৃবৃন্দের উপর দায় চাপিয়ে কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সশস্ত্র ক্যাডারদের যৌথ আক্রমণের ভিডিও চিত্র ও স্থির চিত্র শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিন্তু আওয়ামী শাসকগোষ্ঠি পুরনো কৌশল অবলম্বন করে গণমাধ্যমকে হুমকি দিয়ে ও দলদাস সাংবাদিককে হাতের মুঠোয় নিয়ে বিএনপি’র বিরুদ্ধে ঢালাও অপ-প্রচার করে যাচ্ছে। আর বিএনপি’র নেতাদেরকে গ্রেফতার করে প্রায় অসংখ্য নেতা-কর্মীকে ঘর ছাড়া করে তারা পরিকল্পিত নাশকতা করে বিএনপি’র বিরুদ্ধে একতরফা দায় চাপাচ্ছে। আওয়ামী শাসকগোষ্ঠী ঐতিহ্যগতভাবেই ক্ষুদ্রত্বের অপরাধের কলুষতার চর্চা থেকে নিজেদের মুক্ত রাখতে পারে না। কর্তৃত্ববাদের প্রতিভুদের টিকে থাকতে হয় মিথ্যা প্রচারের দ্বারা।
কারাগারগুলোতে মানবিক বিপর্যয় চলছে অভিযোগ করে রিজভী বলেন, কেরাণীগঞ্জ কারাগারে যাদের আটক রাখা হয়েছে সেসমস্ত নেতা-কর্মীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের আইনজীবী ও আত্মীয় স্বজনরা জানতে পারছে না। কারাগারের ভিতর প্রতিটি ভবনের বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের ঠেসে ঠেসে রাখা হয়েছে। যে ওয়ার্ডে ১০-১৫ জনের বেশী বন্দীকে রাখা যায় না সেখানে একটি ওয়ার্ডে ৪০-৫০ জন বন্দীকে রাখা হচ্ছে। এমনকি দিনে রাতে বিএনপির নেতা-কর্মীদের বাহিরে বের হতে দেয় না। আওয়ামী ফ্যাসিজমের ছোবলে বন্দীদেরও নিস্তার নেই। শেখ হাসিনার লেলিহান ক্রোধের চিতায় গণতন্ত্রকামী মানুষকে পুড়িয়ে ফেলার আয়োজন চলছে।
তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রের পক্ষে গলাবাজি করে একদলীয় ডিটেকটরশীপ বাকশাল কায়েম করেছিল। গত ২০০৮ সালে গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে হীন উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। জনগণের ভোটের অধিকার ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে নিষ্ঠুর ফ্যাসিজম কায়েম করেছে। জনগণ তাদের একতরফা নির্বাচনের পায়তারার সুযোগ আর দিবে না।
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, সামাজিক ভারসাম্য, সার্বভৌমের শক্তি, বৈদেশিক সম্পর্ক সবকিছুই নষ্ট করেছে। এখন গোটা জাতির প্রত্যেকটি নাগরিকের উপর লক্ষাধিক টাকার উপরে ঋণ রয়েছে। অর্থনৈতিক টানাপোড়েন চলছে তীব্র মাত্রায়। প্রতি মাসে ১০০ কোটি ডলার রিজার্ভ কমছে। মুদ্রাস্ফীতি ডাবল ডিজিটের কাছাকাছি। চিরকালীন সস্তা খাদ্যপণ্য কিনতেও মধ্যম আয়ের মানুষগুলো হিমশিম খাচ্ছে।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বিকেল পর্যন্ত) দলটির ২৭৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, মামলা হয়েছে ১০টি এবং আসামী করা হয়েছে ৯৯৫ জনকে। আর ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল পর্যন্ত গ্রেফতার হয়েছে ৫ হাজার ৫৫৯ জনের অধিক নেতাকর্মী এবং মামলা হয়েছে ১৩২টি। আহত হয়েছেন দলটির ৩ হাজার ৫১৮ জন এবং নিহত হয়েছেন একজন সাংবাদিকসহ ১০জন। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক