বেহাল ব্যবসা-বাণিজ্য
০৭ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
সরকার পতনে এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকে টানা ৪৮ ঘণ্টার গতকাল দ্বিতীয় দিনেও চট্টগ্রাম অঞ্চলের সড়ক-মহাসড়ক ছিল প্রায় ফাঁকা। টানা অবরোধে দেশের বাণিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রামের সার্বিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি কার্যক্রমে বেহাল অবস্থা বিরাজ করছে। মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় চট্টগ্রাম বন্দরমুখী পণ্যবাহী যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। এতে আমদানি পণ্যের স্তুপ বাড়ছে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি ডিপোগুলোতে। আবার রফতানিমুখী পণ্য জাহাজিকরণেও অচলাবস্থা চলছে। অবরোধের কারণে নিরাপত্তাহীনতায় বেড়ে গেছে পরিবহন ভাড়া। তাতে ভোগ্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। দেশের অন্যতম পাইকারী বাজার চাক্তাই, খাতুনগঞ্জের লেনদেন কমে গেছে। গতকাল মহানগরী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।
এদিকে অবরোধ সফল করতে গতকালও মাঠে ছিল বিএনপি ও তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেছে তারা। নগরীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত কর্মীরাও। অবরোধের মধ্যেও অব্যাহত আছে পুলিশি অভিযান। গতকাল বিএনপির আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে নগরীর অক্সিজেন মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়েছে। সকালে আনোয়ারায় আরো একটি বাস জ্বালিয়ে দেয়া হয়। রোববার রাতে পতেঙ্গায় একটি বাসে আগুন দেয়া হয়। গতকাল নগরীর আতুরার ডিপো এলাকায় একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ এবং আরো কয়েকটি ভাঙচুর করা হয়। অবরোধ চলাকালে নগরীর আসকার দিঘির পাড় এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও আবদুল মান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব গেইট ও প্রবর্তক মোড় এলাকায় মিছিল ও পিকেটিংয়ে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সদস্য সচিব বেলায়েত হোসেন বুলু। এছাড়া সিটি গেইট এলাকায় ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করে। পাহাড়তলী বাজার এলাকায় মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করা হয়। এছাড়া নগরীর পাঁচলাইশ, বিবিরহাট, কালামিয়া বাজার, রাহাত্তার পুল, চান্দগাঁও, দক্ষিণ আগ্রাবাদ, আগ্রাবাদ এক্সেস রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় পিকেটিং ও মিছিল করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে জামায়াতের উদ্যোগে নগরীর বন্দর, পতেঙ্গা, হালিশহর, পাহাড়তলী, চান্দগাঁও, বাকলিয়া ও চকবাজার এলাকায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মানুষ আমি দেবতা নই, আমারও ভুল হয়: নরেন্দ্র মোদি
হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ
বাংলাদেশের ওয়ান ইলেভেনের ঘটনা পরদিনের সংবাদপত্রে যেভাবে এসেছিলো
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর