৪৫ দিনের মধ্যে ফি ছাড়া নিবন্ধন সনদ মন্ত্রিসভায় সংশোধিত আইনের প্রস্তাব

জন্মসনদ পাচ্ছে রোহিঙ্গা শিশুরা!

Daily Inqilab পঞ্চায়েত হাবিব

০৭ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম

বলপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী অন্য কোন দেশের নাগরিকদের নিবন্ধন ঠেকানো, ৪৫ দিনের মধ্যে ফি ছাড়া নিবন্ধন সনদ সংশোধন, সনদ ভাষান্তর এবং রেজিস্ট্রার জেনারেলকে জন্ম ও মৃত্যু সনদ সংশোধনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন নতুন করে সংশোধন হচ্ছে। বলপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী নাগরিকদের কোনো শিশু বাংলাদেশে জন্মগ্রহণ করলেই তাদের জন্ম সনদ দিতে যাচ্ছে সরকার। সংশোধনী আইনে এ প্রস্তাব রয়েছে বলে জানাগেছে। ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০২৩’ নামে আইনটির খসড়া স্থানীয় সরকার বিভাগের অধীন জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। যেকোনো দিন প্রস্তাবটি মন্ত্রিসভায় উস্থাপন করা হবে।
সংশোধিত নতুন আইনে বলপূর্বক বাস্তুচ্যুত তথা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্ম নিবন্ধনের বিষয়টি কড়াকড়ি করা হয়েছে। বিদ্যমান আইনে,‘ব্যক্তি’ অর্থ কোনো বাংলাদেশি বা বাংলাদেশে বসবাসকারী কোনো বিদেশি এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী কোনো শরনার্থীকে বোঝানো হয়েছে। সংশোধিত আইনে বলপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী অন্য কোন দেশের নাগরিক এই ‘ব্যক্তি’ সংজ্ঞার অন্তর্ভুক্ত হবেন না। ফলে তারা নিবন্ধনের আওতায় আসবেন না।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের এক অতিরিক্ত সচিব ইনকিলাবকে বলেন, সংশোধিত আইনে বলপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী অন্য কোন দেশের নাগরিক এই ‘ব্যক্তি’ সংজ্ঞার অন্তর্ভুক্ত হবেন না। ফলে তারা নিবন্ধনের আওতায় আসবেন না। তবে বলপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী নাগরিকদের কোনো শিশু বাংলাদেশে জন্মগ্রহণ করলেই তাদের জন্ম সনদ দেওয়া হবে। কিন্তু তারা বাংলাদেশের নাগরিক হতে পারবেন না। তিনি আরো বলেন,বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী শরনার্থীর বাবা মারা যে দেশ থেকে এসেছেন সেই দেশের নাগরিক বলে গণ্য হবেন।
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো সংশোধিত নতুন আইনে বলা হয়, বিদ্যমান আইনে, বিদেশে জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্ট সময় বা তারিখ পর্যন্ত বিদেশে বসবাসরত কোন বাংলাদেশীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করবেন। সংশোধিত আইনে, বিদেশে জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্ট সময় বা তারিখ পর্যন্ত বিদেশে বসবাসরত কোন বাংলাদেশীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কর্তৃক ক্ষমতাপ্রদত্ত কোন কর্মকর্তা নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করবেন। বিদ্যমান আইনে, ক্ষেত্র বিশেষে বিদেশে জন্মগ্রহণকারী ব্যক্তির জন্ম নিবন্ধনে রেজিস্টার জেনারেলের অনুমতি প্রদান করতেন। সংশোধিত আইনে, বিদেশে জন্মগ্রহণকারী কোন ব্যক্তির জন্ম নিবন্ধন না হয়ে থাকলে রেজিস্টার জেনারেল বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার পূর্বানুমোদক্রমে সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয় উক্ত ব্যক্তির জন্ম নিবন্ধন করবেন। সংশোধিত আইনে মাঠ পর্যায়ে অফিস গঠনের বিষয়ে বলা হয়, সরকার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের আওতাধীন অফিস গঠন করতে এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করতে পারবে এবং তাদের চাকুরির শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হবে।
বিদ্যমান আইনে, পৌরসভা এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র বা, ক্ষেত্রমত, প্রশাসক বা তৎকর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কাউন্সিলর নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করবেন। আর সংশোধিত আইনে, পৌরসভা এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র বা ক্ষেত্রমত, প্রশাসক বা তৎকর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রদত্ত কোন কর্মকর্তা বা কাউন্সিলর নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করবেন।
বিদ্যমান আইনে ইউনিয়ন পরিষদ এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সরকার কর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা সদস্য নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করবেন। সংশোধিত আইনে, ইউনিয়ন পরিষদ এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সরকার কর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রদত্ত কোন কর্মকর্তা বা সদস্য নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করবেন। বিদ্যমান আইনে, ক্যান্টনমেন্ট এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করবেন। ক্যান্টনমেন্ট এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা বা তৎকর্তৃক ক্ষমতাপ্রদত্ত কোন কর্মকর্তা নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করবেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে পাঠানো সার-সংক্ষেপে বলা হয়, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে দেশের সকল নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের আইনি প্রতিশ্রুতি প্রতিপালনে ও জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজতর করার জন্য বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধনের প্রয়োজনীয়তার উপর বিভিন্ন মহল থেকে পরামর্শ ও সুপারিশ আসে। এজন্য রেজিস্ট্রার জেনারেল কর্তৃক জন্ম ও মৃত্যু সনদ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণসহ ১৫টি ক্ষেত্রে সংশোধন, যোজন-বিয়োজন আনয়ন করে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। যার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন প্রস্তাব পর্যালোচনা বিষয়ক সভা হয়। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন প্রস্তাবের বিষয়ে বিভিন্ন ধারা,উপ-ধারার প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা প্রদান করেন। খসড়াটি সর্বসাধারনের মতামতের জন্য এ কার্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল।
বিদ্যমান আইনে নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন করা না হলে নিবন্ধক সংশ্লিষ্ট ব্যক্তির পিতা মাতা বা পুত্র বা কন্যা বা অভিভাবক অথবা নির্ধারিত কোন ব্যক্তিকে জন্ম ও মৃত্যুর তথ্য প্রদানের নির্দেশ সম্বলিত নোটিশ জারি করিতে পারবে না। সংশোধিত আইনে ‘নির্দিষ্ট সময়ে’ ও ‘নির্দিষ্ট সময়ের মধ্যে’ উল্লেখ করা হয়েছে।
সংশোধিত আইনে ফি বর্ধিতকরণ, সার্ভিস চার্জ আরোপের বিষয়ে বলা হয়েছে, সরকার সময়ে সময়ে গেজেটে প্রজ্ঞাপন দ্বারা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ফি বর্ধিতকরণ, সার্ভিস চার্জ আরোপ করতে পারবে। বিদ্যমান আইনে বলা হয়েছে, নিবন্ধন বহিতে বা ক্ষেত্রমত জন্ম বা মৃত্যু সনদে কোন ভুল তথ্য লিপিবদ্ধ হয়ে থাকলে, উহা সংশোধনের জন্য নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট নিবন্ধকের বরাবরে আবেদন করা যাবে। সংশোধিত আইনে বলা হয়, তবে জন্ম বা মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের কোন সংশোধনের ক্ষেত্রে কোন ফি প্রযোজ্য হবে না। সংশোধিত আইনে সনদ ভাষান্তরের বিষয়ে বলা হয়েছে, ইতোপূর্বে নিবন্ধিত জন্ম নিবন্ধনের তথ্যের কোন পরিবর্তন না করে জন্ম নিবন্ধনের তথ্য বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলায় রূপান্তর সংশ্লিষ্ট নিবন্ধক রূপান্তর করতে পারবে। সংশোধিত আইনে রেজিস্টার জেনারেল সময়ে সময়ে জন্ম বা মৃত্যু সনদ সংশোধন সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়, যেকোন সিদ্ধান্ত গ্রহণ ও আদেশ জারী করিতে পারবেন।
বিদ্যমান আইনে বলা হয়, এই আইনের অধীন দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য সংক্ষুব্ধ ব্যক্তি অথবা নিবন্ধক (বা রেজিস্ট্রার জেনারেল) ম্যাজিষ্ট্রেট এর আদালতে মামলা দায়ের করিতে পারবেন। সংশোধিত আইনে বলা হয়, রেজিস্ট্রার জেনারেল বা জেলা প্রশাসক বা তার অধীনস্থ কোনো কর্মকর্তা ম্যাজিষ্ট্রেট এর আদালতে মামলা দায়ের করিতে পারিবেন। বিদ্যমান আইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় জন্মগ্রহণকারী, মৃত্যুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্পোরেশনের মেয়র বা, ক্ষেত্রমত, প্রশাসক কর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য,ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কাউন্সিলর নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করবেন। সংশোধিত আইনে বলা হয়,সিটি কর্পোরেশন এলাকায় জন্মগ্রহণকারী, মৃত্যুবরণকারী অথবা বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্পোরেশনের মেয়র বা, ক্ষেত্রমত, প্রশাসক বা তৎকর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রদত্ত কোন কর্মকর্তা বা কাউন্সিলর নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করবেন।
##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার

সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার

১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত

’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি

চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক