ঢাকায় অবরোধবিরোধী মিছিল মহড়া অব্যাহত আ.লীগের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৭ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকায় অবরোধবিরোধী মিছিল-মহড়া অব্যাহত রেখেছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। গতকাল সোমবারও সারা ঢাকাজুড়ে দলীয় নির্দেশনা মেনে সতর্ক ‘প্রহরায়’ ছিলেন দলটির নেতা-কর্মীরা। আবার ঢাকার কয়েকটি জায়গায় মোটরবাইক নিয়ে শো-ডাউন দিতেও দেখা গেছে দলটির নেতা-কর্মীদের।
সকাল থেকে রাজধানীর রাজপথ দখলে নিয়ে মিছিল-মিটিং, সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মিছিল করতে দেখা যায় কর্মীদের। ‘নাশকতা’ রুখতে মোটরবাইকে মহড়া দিতে দেখা গেছে দলের থানা-ওয়ার্ড নেতারা।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিনের মতো অবস্থান নেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে দুপুরে অবস্থান কর্মসূচিতে যোগ দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ। এ ছাড়া সকাল থেকেই নগর আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেনÑ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বর্তমান কমিটির সহ-সভাপতি হেদায়াতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, সাংগঠনিক আকতার হোসেন, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী সাগর, সদস্য গিয়াস উদ্দিন পলাশ, রাশেদুল মাহমুদ রাসেল, শহিদুল ইসলাম মিলন, পল্টন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য লিয়াকত আলী খান, জহুরুল আলম প্রমুখ।
ঢাকার প্রবেশপথ ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সতর্ক অবস্থান নিয়ে প্রায় কয়েকশত মোটরবাইক, ৫০টি মাক্রোবাস নিয়ে প্রায় ২ হাজার নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল-শোডাউন ও মহড়া দিয়েছেন ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মশিউর রহমান মোল্লা সজল। ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে সোমবার সকাল ১১ টায় মিছিলটি বের হয়ে যাত্রাবাড়ী, সায়েদাবাদের আশপাশের এলাকায় মহড়া দিয়ে সুলতানা কামাল সেতুর সামনে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবু, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী প্রমুখ। এছাড়াও ঢাকা-৫ আসনের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
এ দিকে ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে দনিয়া, কদমতলী এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় জয়কালী মন্দির ও ঠাঁটারীবাজার থেকে ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। তারা ৫ শতাধিক নেতাকে নিয়ে সতর্ক অবস্থানে পাহাড়ায় থাকতে দেখা যায়।
রাজধানীর শ্যামলী ক্লাবের সামনে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অবস্থান কর্মসূচিতে যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় বিএনপির নেতাদের তওবা পড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নানক বলেন, দেশের মানুষের ক্ষতি করার লক্ষ্যে ধ্বংসযজ্ঞ চালাবেন না। মানুষের গায়ে হাত দিবেন না, আগুন-সন্ত্রাস করবেন না, দেশি-বিদেশি সড়যন্ত্র করবেন না এই মর্মে তওবা পড়ে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের পথে আসার আহ্বান।
নানক বলেন, বিএনপির অবরোধ মানেই মানুষকে অবরুদ্ধ রাখার অবরোধ। কিন্তু জনগণ ঘৃনা দিয়ে তাদের অবরোধকে প্রত্যাখ্যান করেছে। তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে পুলিশ মেরেছে। দায়িত্বরত সাংবাদিকদের আহত করেছে। হাসপাতাল ভাঙচুর করেছে। অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। তাই দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের এই প্রত্যাখ্যান থেকে বিএনপির শিক্ষা গ্রহণ করা উচিত। তাদের নেতাদের তওবা পড়া উচিত। এর আগে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে ঢাকা-১৩ আসনের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচিতে যোগ দেন সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিক তুহিন, উত্তর য্লুীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ ঢাকা-১৩ আসনের বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ জানিয়েছে, গতকাল অবরোধ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর উদ্যোগে ২৬টি থানা, ৬৪টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নে সারাদিনব্যাপী, শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই সকল কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নগর, থানা-ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, ধানমন্ডি ২৭, আসাদ গেইট, শ্যামলী, আগারগাও, ৬০ ফিট, সূচনা কমিউনিটি সেন্টারের সামনে, শ্যামলী ক্লাব, ঢাকা উদ্যান এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ নেতারা বলেন, যারা অবৈধ অবরোধ দিয়েছে তারা নিজেরাই এখন অবরুদ্ধ হয়ে পরেছে, রাজপথ ছেড়ে অলি-গলিতে তারা ভিড় জমাচ্ছে তাদের রাজপথে দেখা যাচ্ছে না। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আজিজুল হক রানা, আব্দুস সাত্তার, এম এ মান্নান প্রমুখ।
গাবতলীতে ঢাকার প্রবেশ মুখে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কচি সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, বিএনপি যতই অরাজকতা তৈরি করুক, নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনব। পরে তিনি মিরপুর, দারুসসালাম, শাহআলী, পল্লবী, রূপনগরসহ বিভিন্ন স্থানে সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, এ বি এম মাজাহারুল আনাম, আমিনুল ইসলাম আমিন, মিজানুল ইসলাম মিজু, জাহাঙ্গীর আলম মজনু, সাবিনা আক্তার তুহিন, সরোয়ার আলমসহ অন্যান্য মহানগর নেতারা। এ দিকে উত্তরা, আমিন কমপ্লেক্স, আব্দুলাহপুর, বাড্ডা, গুলশান, বনানী ও তেজগাঁও নাজিমউদ্দিন, মাহবুবুর রহমান হিরন, কাদের খান, ওয়াকিল উদ্দিন আহমেদ, হাবিব হাসান এমপি, মেহেরুন্নেচ্ছা মেরী, মতিউর রহমান মতি, তোফাজ্জল হোসেন, অ্যাড. আনিছুর রহমান রবিউল ইসলাম রবি, সালাউদ্দিন পিন্টু, জহিরুল হক জিল্লু, শেখ আউয়াল, দেওয়ান ফারুক, ফারুক মিলন, ফরিদ আহমেদ, আফরোজা খন্দকার, মো. জাহাঙ্গীরসহ নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে সমাবেশ করেন ও মিছিলে নেতৃত্ব প্রদান করেন। মিরপুর ১০ নম্বর গোল চত্বর ও কাফরুলে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, প্রলয় সমদ্দার বাপ্পি, এম সাইফুল্লাহ, আবু ইলিয়াস রব্বানি লিখন ও সাইফুদ্দিন টিপুর নেতৃত্বে সমাবেশ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিনে বিএনপির অবরোধের নামে আগুন সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা। সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও থানা-ওয়ার্ডের নেতারা। নেতা-কর্মী প্রতিবাদ মিছিলের অংশ গ্রহণ করেন। স্বেচ্ছাসেবক লীগও মিছিলপূর্ব সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। পরে মিছিল বের করা হয়। মিছিলটি জিরো পয়েন্ট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়। যুব মহিলা লীগও সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা অবরোধবিরোধী মিছিল ও বিক্ষোভ করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার

সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার

১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত

’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি

চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক