সাবের হোসেনের সঙ্গে পিটার হাসের রুদ্ধদ্বার বৈঠক
০৭ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল সোমবার রাজধানীর পরীবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। সংশিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, এ নিয়ে কিছু জানায়নি কোনো পক্ষই। এর আগে গত ২ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা’য় দেড় ঘন্টাব্যাপী ওই বৈঠকের পর দু’পক্ষই আলোচনার বিষয়বস্তু খোলাসা করেননি। ফলে ওই বৈঠক নিয়ে ব্যপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।
জানা গেছে, গতকাল দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রবেশ করেন পিটার হাস। পরে বিকেল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান তিনি। এসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। এছাড়া, বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী বাসা থেকে বের হননি।
অবশ্য অন্য একটি সূত্র বলছে, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।
এদিকে, বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি গণমাধ্যমকে বলেন, তাদের বৈঠকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলাপ হয়েছে। পাশাপাশি তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলাপ করেছেন।
তবে কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, বৈঠকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে ২৮ অক্টোবরের সংঘাত-সহিংসতা এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। হতে পারে, ওয়াশিংটনের পক্ষ থেকে সংলাপের তাগিদ দিয়ে ক্ষমতাসীন ও বিরোধীসহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিরোধ মীমাংসার বার্তা থাকতে পারে।
প্রায় দুই বছর ধরে বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে বিষষে বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি বছর দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ঢাকা ও ওয়াশিংটনে অনুষ্ঠিত সব বৈঠকের আলোচনার অন্যতম বিষয় আগামী নির্বাচন। এই দেড় বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি পর্যায়ক্রমে ঢাকা সফর করেন। একবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটনে ডেনে নেয়া হয়। যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যই। প্রভাবশালী দেশটি বলেছে, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব মুখিয়ে রয়েছে। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) সমন্বয়ে গড়া যুক্তরাষ্ট্রের পাকনির্বাচন পর্যবেক্ষক দল ঢাকা সফর করেন। ফিরে গিয়ে তারা পাঁচ দফা সুপারিশ দেন। এরপর থেকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সংলাপের জোড়ালো আহবান জানাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অসংলগ্ন এবং কান্ডজ্ঞানহীন কথাবার্তার কারণে মার্কিন প্রশাসনে তাদের সঙ্গে সিনিয়র বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নন। তাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলে তারা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে থাকেন। এবার সেই তালিকায় যুক্ত হলো সাবের হোসেন চৌধুরী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল
বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
মানুষ আমি দেবতা নই, আমারও ভুল হয়: নরেন্দ্র মোদি
হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ