ধরপাকড়েও মাঠ ছাড়ছে না বিএনপির নেতাকর্মীরা
০৮ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
চট্টগ্রামে ব্যাপক ধরপাকড়, পুলিশি অভিযানের মধ্যেও আন্দোলনের মাঠ ছাড়ছে না তৃণমূলের নেতাকর্মীরা। বিগত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশে সহিংস ঘটনার পর গত ১০ দিনে নগরীতে ১৩টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে বিএনপির শত শত নেতাকর্মীকে। গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত আরও ১৫ জনসহ এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ২৫০ জনকে। নগর বিএনপির নেতারা বলছেন, পুলিশ নেতাকর্মী, সমর্থক এমনকি তাদের আত্মীয়স্বজনের বাসাবাড়িতেও অভিযান অব্যাহত রেখেছে। নেতাকর্মীদের না পেয়ে তাদের স্বজনদের হয়রানি করা হচ্ছে। দুর্ব্যবহার করা হচ্ছে মহিলা এবং নেতাকর্মীদের বৃদ্ধ মাতাপিতার সাথে।
নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন থেকে বিএনপিকে দূরে রাখতেই সরকার পরিকল্পিতভাবে ধরপাকড় অব্যাহত রেখেছে। তবে এতে ভীত নন দলের নেতাকর্মীরা। তৃণমূলে নেতাকর্মী এবং সমর্থকেরা রাজপথে আছেন, হরতাল-অবরোধসহ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে তাদের অংশগ্রহণ দিনে দিনে বাড়ছে। গ্রেফতার আর জুলুম-নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না বলেও জানান তিনি।
বিএনপি নেতাদের অভিযোগ, রাজধানী ঢাকাসহ সারাদেশের মতো চট্টগ্রামেও পুলিশ বিএনপি নেতাদের কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল পর্যন্ত নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, খুলশী, ইপিজেড, পাহাড়তলী, কোতোয়ালী, হালিশহর, পতেঙ্গা থানায় ১টি করে ৮টি, বায়েজিদ বোস্তামী থানায় ৩টি, আকবর শাহ থানায় ২টিসহ মোট ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামি ধরার নামে বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। মহানগরীর পাশাপাশি জেলার ১৫টি উপজেলাতেও গায়েবি মামলায় নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে পুলিশ। পুলিশি হয়রানির ভয়ে বাড়িঘর ছাড়া হাজার হাজার নেতাকর্মী।
মহানগর বিএনপির পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়, সরকারের পদত্যাগের দাবীতে বিএনপির একদফার আন্দোলনে ভীত হয়ে চট্টগ্রামে গণগ্রেফতার শুরু করেছে সরকার। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। তারা নির্বাচনের নামে তামাশা করার জন্য দেশকে বিরোধী দলশূন্য করার প্রক্রিয়া হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আওয়ামী লীগ নানা ধরনের নাশকতা করে এর দায় বিএনপির ওপর চাপাচ্ছে। তাই বিএনপির অবরোধ কর্মসূচিতে সব নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করতে হবে। এদিকে অবরোধের সমর্থনে গতকাল রাতে নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পথসভা করেছে বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা