একই পরিবারের নিহত ৭
০৮ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের ৭ জন এবং ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জনসহ সড়কে নিহত হয়েছেন ১২ জন। এসব ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ৪২ জন। গত সোমবার দিবাগত রাত ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের প্রতিবেদন-
হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছে। এঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও দুইজন। গতকাল দুপুর পৌনে বারোটার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল সংলগ্ন ইজতেমা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পটিয়া, মনসা, বাদামতল ও সাতবাড়িয়া এলাকার মৃত শচীন্দ্র দাশের স্ত্রী চিনু দাশ, মায়া দাশ, দিপ দাশ, দিগন্ত দাশ, শ্রাবন্তি দাশ, শুভ দাশ ও বর্শা দাশ। জানা যায়, চট্টগ্রামের বালুছড়া এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা ফটিকছড়ি উপজেলার শাহনগরের উদ্দেশ্য যাচ্ছিলেন। ইজতেমা মাঠ এলাকায় পৌঁছালে অপর একটি সিএনজি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ছাড়া ঘটনাস্থলে শিশুসহ সাতজনের মৃত্যু হয়। নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহম্মুদ জান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করে হাটহাজারী মডেল থানায় নিয়ে আসে। আহতরা চমেকে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৪০ জন। গত সোমবার রাত সাড়ে ১২টায় ময়মনসিংহ নগরীর শিকারিকান্দা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি সংঘঠিত হয়। নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার ধানীখলা চর কুমারিয়া এলাকার শাহজাহান সরকারের ছেলে বাসের সুপারভাইজার রকিব মিয়া, কুমিল্লা জেলার কচুয়া উপজেলার রুম আলীর ছেলে চালকের সহকারী আবুল হোসেন সাদ্দাম। নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফাইয়াজ এন্ড তাজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ শহরের দিকে আসছিল। এসময় বাসটি নগরীর শিকারিকান্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপকে ধাক্কা দেয়। এসময় বাসটি মহাসড়কের ডিভাইডারের অবস্থিত বিলবোর্ডের পিলারে ধাক্কা দিলে বিলবোর্ডটি ভেঙে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিক্যালে আরও একজনের মৃত্যু হয়।
নোয়াখালী জেলা সংবাদাতা জানান, নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে গাড়ির চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরের কোন একসময় পূর্ব শুল্লকিয়া গ্রামের বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনে ঘটনাটি সংঘঠিত হয়। জানা যায়, গতকাল ভোরে ফজরের নামাজ পড়তে বের হলে সড়কের ওপর এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত ওই নারী ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতেন। স্থানীয়রা তাকে মানসিক ভারসাম্যহীন বলে জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা