ইসরাইলের দখলে গাজার কেন্দ্রস্থল!
০৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ইসরাইলে হামাসের হামলার এক মাস পূর্তির দিনে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন তাদের সৈন্যরা এখন ‘গাজা শহরের প্রাণকেন্দ্রে’। গ্যালান্ত বলেছেন হামাসের বিরুদ্ধে তাদের সৈন্যরা ‘আক্রমণ করছে স্থল, বিমান ও নৌ বাহিনীর সমন্বয়ে’। এদিকে হামাসের পাশাপাশি ইরান সমর্থিত হিজবুল্লাকেও শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেছেন, তাদের সৈন্যরা ‘গাজা শহর ঘিরে রেখেছে এবং ভেতরে অভিযান’ চালানো হচ্ছে। তিনি গাজার মানুষকে আগেই দক্ষিণের দিকে চলে যেতে হুঁশিয়ারি দিয়েছিলেন। সোমবার নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধের পর ‘গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব’ ইসরাইল গ্রহণ করবে। এতে বিতর্ক শুরু হলে তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। স্ট্রাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য ব্যাখ্যা করে বলেছেন যে, ইসরাইল ওই অঞ্চল আবার দখল বা শাসন করবে না। বেসামরিক এলাকা হিসেবে গাজার যেভাবে থাকার কথা সেটিই নিশ্চিত করবে ইসরাইল। সামরিক বাহিনী শুধু নতুন কোন সন্ত্রাসের হুমকি পেলে তার বিরুদ্ধে অভিযান চালাবে।
গতকালও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস, রাফাহ ও দেইর আল বালাহ শহরে বিমান হামলায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরাইলের হামলায় এ পর্যন্ত দশ হাজার তিনশ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১০০শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মৃত্যু ও দুর্ভোগের মাত্রা দেখে ইসরাইল-গাজা সঙ্কটের বিষয়টা উপলব্ধি করাও কঠিন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে মিশরের রাফাহ ক্রসিং দিয়ে চারশর মতো মার্কিন নাগরিক গাজা থেকে সরে এসেছে।
গত ৭ অক্টোবর ইসরাইলে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস। পাশাপাশি সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে পণবন্দি করে ইসরাইলি নাগরিকদের। যার পর শুরু পালটা হামলা চালায় তেল আভিভ। ধুন্ধুমার যুদ্ধের এক মাস পূর্তিতে মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই ভাষণেই হামাসের পাশাপাশি হিজবুল্লাকেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ‘যদি হিজবুল্লা এই যুদ্ধে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে বড় ভুল করবে। এই সিদ্ধান্ত তাদের আয়ুষ্কালের ঝুঁকির হবে।’
গাজা পুনর্দখল ইসরাইলের জন্য ভালো হবে না : মঙ্গলবার তেল আভিভ দাবি করেছে, হামাস যোদ্ধাদের হত্যা করতে গাজা শহরের কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে ইসরাইলি সেনা। সেদিনই ইঙ্গিতবাহী মন্তব্য করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘গোটা গাজা শহরের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত তেল আভিভ।’ ঘুরিয়ে গাজা দখলের কথাই বলেছেন তিনি। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা পুনর্দখলের এই কৌশলকে ভালোভাবে দেখছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, ‘গাজা পুনর্দখল ইসরাইলের মানুষের জন্য ভালো হবে না।’
এ বিষয়ে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘প্রেসিডেন্ট (জো বাইডেন) মনে করেন গাজা পুনর্দখল ইসরাইলের মানুষের জন্য ভালো হবে না।’ আরও বলেন, ‘এখন মূল প্রশ্ন, যুদ্ধ পরবর্তী গাজারা চেহারা কেমন হবে, গাজার প্রশাসনিক ব্যবস্থা কী দাঁড়াবে। কারণ, গত এক মাসে যাই ঘটে থাকুক, কেবল ৬ অক্টোবরের হামলার প্রেক্ষিতে, হামাসের কথা ভেবে বৃহত্তর বিষয়টির বিবেচনা হতে পারে না।’
এদিকে, গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার লড়াইয়ে ‘বিরতি’ দেয়ার জন্য বলেছেন। হোয়াইট হাউজের একজন মুখপাত্র আগেই বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুই নেতা ইসরাইলের অভিযানে ‘কৌশলগত বিরতি’র বিষয়ে কথা বলেছেন।
গাজায় প্রতিদিন প্রায় ১৬০ শিশু নিহত হচ্ছে : গাজায় প্রতিদিন প্রায় ১৬০ শিশু নিহত হচ্ছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য দিয়েছে। জাতিসংঘের এ স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি বলেছে, ‘ফিলিস্তিনের গাজায় এক মাস ধরে ইসরাইলি হামলা চলছে। সেখানকার দুর্ভোগ কমাতে একটি মানবিক যুদ্ধবিরতির প্রয়োজন।’
জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর কর্মকর্তা ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিদিন গাজায় গড়ে প্রায় ১৬০ শিশুকে হত্যা করেছে ইসরাইল। তিনি বলেন, গাজায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। যারা বেঁচে আছে -তারা বিভিন্ন শঙ্কায় আছেন। গাজার মানুষ খাবার ও পানির অভাবে ভুগছে। তাদের বেঁচে থাকার জন্য পানি, খাদ্য এবং স্বাস্থ্যসেবার প্রয়োজন। এ বিষয়ে বিবিসির লাইভ রিপোর্টার স্যাম হ্যানকক বলেন, জাতিসংঘের মহাসচিব বলেছেন, গাজা ‘খুব দ্রুত শিশুদের কবরস্থানে’ পরিণত হচ্ছে।
গাজায় বন্ধ হয়ে গেল ১৮ হাসপাতাল : ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ আল জাজিরাকে জানিয়েছে, ইসরাইলের ব্যাপক গোলাবর্ষণ এবং বিমান হামলার মধ্যে গাজা উপত্যকার মোট ১৮টি হাসপাতাল তাদের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।
চ্যানেলটি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘আটটি রাষ্ট্রীয় সুবিধা সহ মোট ১৮টি হাসপাতালকে গাজা উপত্যকায় তাদের কাজ বন্ধ করতে হয়েছে। গাজার হাসপাতালের পরিস্থিতি বিপর্যয়কর, বিশেষ করে উত্তর অঞ্চলে। সেখানকার প্রকৃত অবস্থা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।’ ‘উত্তর গাজার হাসপাতালগুলি ওষুধ, খাদ্য, জ্বালানীর ঘাটতি অনুভব করছে,’ তিনি বলেছিলেন। সূত্র : সিএনএন, রয়টার্স, তাস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত
সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন - ডা. মাজহার
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন
রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম
আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম
টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ক্যাম্পাস সমূহ র্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা
নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ
ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা
ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া
মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা
খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ
ফ্যাসিস্ট দোসর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টা!
আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি
সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ নিহত ১
দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই