গ্রেফতারে আতঙ্কিত নয় বিএনপি
০৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
প্রতিদিনই শত শত গ্রেফতার, সর্বশেষ ১০-১২ দিনেই প্রায় সাড়ে ৯ হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। হামলা হচ্ছে অনেকের বাড়ি-ঘরে, নেতাকর্মীদের না পেয়ে আটক করা হচ্ছে বাবা-ভাই, স্বজনদের। মামলা, গ্রেফতারের ভয়ে ঘর ছাড়া লাখ লাখ নেতাকর্মী। কিন্তু তাতেও মনোবল ভাঙছে না বিএনপি নেতাকর্মীদের। হামলা-মামলা-গ্রেফতার কোন কিছুতেই আতঙ্কিত নন তারা। বরং সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবি আদায় করে ঘরে ফেরার অঙ্গীকার করছেন তারা। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি নিয়েই রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে নেতাদেরকে কর্মীদেরকে ধরতে না পারলে মা-বাবা ভাই পরিবারের অন্য লোকগুলোকে নানাভাবে নাজেহাল হয়রানি করছে, ভাঙচুর করা হচ্ছে ঘরবাড়ি আসবাবপত্র। অনেককেই সাদা পোষাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একটি সামগ্রিক নৈরাজ্য ভীতির পরিবেশ তৈরি করার জন্য এগুলো করা হচ্ছে অর্থাৎ বিএনপি’র নেতাকর্মীরা যাতে রাস্তায় নামতে না পারে।
তিনি বলেন, আমাদের ঠিকানা হয় কারাগার না হয় রাজপথ। সকল প্রতিকূলতা সকল ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে নেতাকর্মীরা বুকে বুলেট বরণ করে নিয়ে তারা রাজপথে দাঁড়াচ্ছে। রাজপথে তারা দাঁড়াবে যতক্ষণ না পর্যন্ত তাদের লক্ষ্য দেশের হারানো গণতন্ত্র ফিরে না আসে, অবাধ সুষ্ঠু নির্বাচন না আসা পর্যন্ত তারা রাজপথে থাকবে। আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।
বিএনপি সূত্রে জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বিকেল পর্যন্ত) দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে ১৮টি মামলা হয়েছে। এসব মামলায় আসামী করা হয়েছে এক হাজার ৯১২ জনের অধিককে। আর এই সময়ে গ্রেফতার করা হয়েছে ৫১৫ জনকে। নানা স্থানে সংঘর্ষ ও হামলায় আহত হয়েছে ৬৫ জনের অধীক এবং নিহত হয়েছে এক জন। আর গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ১৮৬টি। গ্রেফতার করা হয়েছে ৯ হাজার ৪৬৬ জনকে। আহত হয়েছেন ৩ হাজার ৮৩১ জন এবং নিহত হয়েছেন ১১জন নেতাকর্মী ও একজন সাংবাদিক।
এদিকে ২৮ অক্টোবরের পর হরতাল কর্মসূচি দিয়ে এই দফার আন্দোলন শুরু হওয়ার পর থেকেই ইতোমধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মিজিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনসহ দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু হলে সরকার ব্যাপক গণগ্রেফতার চালাবে সেটি তাদের জানাই ছিল। সেভাবে তারা প্রস্তুতিও নিয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, দলের নেতাকর্মীরা সরকারের এই কৌশলের সঙ্গে এখন পরিচিত। বিএনপি যখনই আন্দোলন শুরু করে তারা গণগ্রেফতার করে। কিন্তু এবার আর এই কৌশলে কাজ হবে না। দলের প্রতিটি কর্মীই এখন রাজপথে নেমে এসেছে। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। এবার বিজয় ছাড়া আমরা ঘরে ফিরবো না।
যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, কত গ্রেফতার করবে। ইতোমধ্যে কারাগার বিএনপি নেতাকর্মীতে ভরে গেছে। যতই গ্রেফতার করুক কোন কাজ হবে না। নির্যাতন, গ্রেফতার করে আর মুক্তিকামী জনতাকে ঠেকানো যাবে না। সবাই এই সরকারের দুঃশাসন থেকে মুক্তির জন্য উদগ্রীব হয়ে আছে।
তিনি বলেন, আমরা প্রতিনিয়তই কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। সকলের মনোবল খুব শক্ত। তারা সরকারের এমন হীন কৌশলে ভীত নন।
বিএনপির একাধিক নেতা জানান, দল এখন সরকার পতনের এক দফার আন্দোলনে রয়েছে। এই অবস্থায় ধারাবাহিক কর্মসূচি নিয়েই তারা মাঠে থাকবেন। ইতোমধ্যে একদিন হরতাল ও গতকাল-আজসহ তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। এই কর্মসূচি শেষে আজ বিকেলে আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার ও শনিবার বাদ দিয়ে আবারো ২-৩ দিনের অবরোধ কর্মসূচি দেয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেই কর্মসূচির ধরন পরিবর্তন করবেন তারা। এক্ষেত্রে সচিবালয় ঘেরাও, নির্বাচন কমিশন ঘেরাও, অসহযোগ আন্দোলন কিংবা লাগাতার হরতালের ঘোষণা আসতে পারে।
এদিকে চলমান অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন বেগবান করতে উৎসাহিত দলটির নীতি নির্ধারণী নেতারা। তারা বলছেন, সাধারণ মানুষ বিএনপির চলমান আন্দোলনকে ব্যাপকভাবে সমর্থন করছেন। অবরোধ কর্মসূচির প্রতিদিনই বন্ধ থাকছে ঢাকার সঙ্গে অন্য জেলা এবং এক জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগ। সরকারের চাপ ও বাস মালিকদের ঘোষণা থাকার পরও যাত্রী না থাকায় দূরপাল্লার বাস ও লঞ্চ ছাড়তে পারছেন না মালিকরা। বরং বাস টার্মিনালগুলোতে অলস সময়ে ক্রিকেট বা ফুটবল খেলায় মেতে উঠছেন শ্রমিকরা।
স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, মামলা ও গ্রেফতারে চলমান এক দফার আন্দোলন দমন করা যাবে না। গ্রেফতার করে, হুলিয়া দিয়ে আন্দোলন স্তব্ধ করার কোনো সুযোগ নেই। বিএনপির প্রতিটি কর্মীই নেতার ভূমিকা পালন করে এ আন্দোলনে সফলতা আনবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন - ডা. মাজহার
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন
রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম
আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম
টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ক্যাম্পাস সমূহ র্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা
নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ
ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা
ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া
মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা
খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ
ফ্যাসিস্ট দোসর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টা!
আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি
সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ নিহত ১
দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই
ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো : প্রেস সচিব