গাজীপুরে দিনভর শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, নিহত ১ পুলিশের পাশাপাশি ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করবে গার্মেন্ট শ্রমিক আন্দোলন শ্রমিকদের বক্তব্য : আনজুয়ারা হত্যার বিচার এবং ন্যায় মজুরি ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন

চলছেই শ্রমিক আন্দোলন

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

০৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম

গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের ক্ষোভের আগুন নেভেনি। বরং ঘোষিত নতুন মজুরি শ্রমিকদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে তৈরী পোশাক শ্রমিকরা আবারো রাজপথে আন্দোলনে নেমেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি ও জরুনসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে দিনভর পুলিশের সংঘর্ষ হয়। এতে ওই এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। এতে একজন শ্রমিক মারা যায়।

জানা যায়, গতকাল সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল কয়েক ঘণ্টা। এমনকি সন্ধ্যার পরও শ্রমিকরা রাস্তায় অবস্থান করে। তবে রাত বাড়লে আস্তে আস্তে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। আন্দোলনের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আনজুয়ারা বেগম (২৪)। একই সঙ্গে জামাল উদ্দিন নামে আরো একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ নিয়ে গত কয়েক দিনে পুলিশের গুলিতে ৪ জন নিহত হয়েছে। এদিকে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে এক শ্রমিকের মৃত্যুতে আইন ও সালিস কেন্দ্র (আসক) এর তীব্র নিন্দা ও যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে। এছাড়া পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম গতকাল এ তথ্য নিশ্চিত করেন। গতকাল গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করার পর ইউনিয়ন নেতারা নতুন মজুরি প্রত্যাখ্যান করেন। এরপরই বিজিবি মোতায়েন করা হলো। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। এছাড়া ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা। মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন চলবে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। আগামী শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশেরও আহ্বান করেছে গার্মেন্ট শ্রমিক আন্দোলন।

গত মঙ্গলবার ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি ও জরুনসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৭টা থেকে বিক্ষোভে নামেন। তবে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করেছে।
ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গতকাল সকাল ৭টার পর থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। দুপুর ১২টা ও সাড়ে ১২টার দিকে পুলিশ-শ্রমিক সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়। দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন।
অপর গুলিবিদ্ধ জামাল উদ্দিন বলেন, আমি ইসলাম গার্মেন্টসে চাকরি করি। সকালে অফিসে যাওয়ার সময় পুলিশের গুলিতে আমি গুলিবিদ্ধ হই। প্রথমে উদ্ধার করে আমাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দু’জন ঢাকা মেডিক্যালে এসেছিল। এদের মধ্যে ইসলাম গার্মেন্টসের আনজুয়ারা বেগম নামে এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ জামাল উদ্দিনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

সূত্র মতে, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর, সফিপুর ও মৌচাকসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। মজুরি বোর্ড ঘোষিত বেতন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল থেকে কোনাবাড়ি এলাকার স্ট্যান্ডার্ড গার্মেন্টস লিমিটেড, রিপন নিটওয়্যার লিমিটেড, ইসলাম গার্মেন্টস ও বেস্টঅল সোয়েটারসহ আরো কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনেই বিক্ষোভ শুরু করলে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সকাল ৮টার দিকে কয়েকশ’ শ্রমিক কাশিমপুরের জরুন মোড়ের সামনে একত্রিত হয়ে হাতে ইট এবং লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় এক নারী শ্রমিক নিহত হন। পরে উত্তেজিত শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে রওশন মার্কেট হয়ে হাতিমারার দিকে চলে যায়। এরপর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ছিল। কিন্তু দুপুরের পর কোনাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায়ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।

এ সময় শ্রমিকরা বৃষ্টির মতো পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা পিছু হটেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকরা ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ করেন। আন্দোলনরত শ্রমিকেরা বলেন, বেতন বৃদ্ধির দাবিতে আমাদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ এসে হামলা করেছে। এ সময় আমাদের এক নারী সহকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, শ্রমিকদের শান্ত থাকতে অনুরোধ করা হলেও তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার শেল ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকদের বিক্ষোভে গুলির কোনো ঘটনা ঘটেনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, বুধবার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মোট আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে সকালে সংঘর্ষের ঘটনায় তিন ও বিকেলে নাওজোড় এলাকায় পাঁচজন আহত হন। বিকেলে যে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এরা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও এপিসি কারে বিস্ফোরণেও আহত হয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজে নারীর মৃত্যু নিয়ে পুলিশ কমিশনার বলেন, সংঘর্ষের সময় ওই নারী হয়তো সড়কে ছোটাছুটি করতে গিয়ে পড়ে জখমপ্রাপ্ত হয়েছেন। ওই নারীসহ দুইজনকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠিয়েছি। হয়তো অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যেতে পারেন।
বিজিপির লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, কয়েকটি স্থানে সমস্যা হয়েছে। গাজীপুরে ২২ প্লাটুন বিজিপি কাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আমরাও দু’জন শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এখনো এর কোনো সত্যতা পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

পুলিশের একটি সূত্র জানায়, পুলিশের এপিসি কারের ভেতর যেসব পুলিশ সদস্যরা ছিলেন তাদের অসাবধানতায় এপিসি কারের ভেতর বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণে কয়েক জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বিকেল সাড়ে ৪টার দিকে আবার চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়ক দিয়ে গাজীপুর মেট্রোপলিটন কার্যালয়ের দিকে যান। এ সময় আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় ঢিল ছুড়ে কারখানার জানালার কাচ ভাঙচুর করেন তারা। বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা জয়দেবপুরের দিকে এগোতে থাকলে পুলিশ টিয়ার শেল ও রাবার সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনাবাড়ি, নাওজোর ও চান্দনা চৌরাস্তা এলাকায় বিচ্ছিন্নভাবে শ্রমিকরা অবস্থান করছিলেন। পরে রাত বাড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
উল্লেখ্য, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর, সফিপুর ও মৌচাকসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকালেও আন্দোলন করেন পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনে পুলিশের সাথে একাধিকবার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে গাজীপুরে তৈরী পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নারী শ্রমিকের মৃত্যু এবং আরও এক শ্রমিকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশের অন্যতম আইন ও মানবাধিকারবিষয়ক সংগঠন আইন ও সালিস কেন্দ্র (আসক) তীব্র নিন্দা প্রকাশ করছে এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাাব জানিয়েছে। আনজুয়ারা খাতুন নামে শ্রমিকের অনাকাক্সিক্ষত মৃত্যুতে আসক গভীর দুঃখ প্রকাশ করছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

আসক গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, সভা-সমাবেশের অধিকার বাংলাদেশ সংবিধান স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার, নিরস্ত্র-নিরীহ পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলি চালানো অনাকাক্সিক্ষত ও অগ্রহণযোগ্য। পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে তাদের স্বার্থ বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ, তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। আইন ও সালিস কেন্দ্র (আসক), শ্রমিক নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রচলিত আইনের আওতায় বিচারসহ নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা প্রদানের দাবি জানাচ্ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত

মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত

সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন  - ডা. মাজহার

সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন - ডা. মাজহার

৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন

রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম

রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম

আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম

আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম

টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ক্যাম্পাস সমূহ র‌্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা

ক্যাম্পাস সমূহ র‌্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা

নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ

নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ

ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা

ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা

ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া

ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া

মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা

মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা

খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা

খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ

ফ্যাসিস্ট দোসর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টা!

ফ্যাসিস্ট দোসর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টা!

আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি

আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি

সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ নিহত ১

সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ নিহত ১

দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই

দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই