ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

ঢাকায় আওয়ামী লীগের সতর্ক প্রহরা-বিক্ষোভ মিছিল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১০ নভেম্বর ২০২৩, ১২:৩৪ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ১২:৩৪ এএম

বিএনপির অবরোধের দ্বিতীয় দিনও রাজপথে সতর্ক অবস্থায় ছিল ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার ঢাকার দুই সিটির (উত্তর ও দক্ষিণ) উভয় অংশই সতর্ক প্রহরার পাশাপাশি অবস্থার কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতারা। দলটির ঢাকার নেতারা বলছেন, এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। জনগণকে সম্পৃক্ত করতে না পারার কারণে বিএনপির অবরোধ ব্যর্থ হয়েছে বলেও দাবি তাদের। নির্বাচনের আগ পর্যন্ত আগামী দুই মাস ঢাকায় রাজপথ প্রহরায় থাকবে তারা বলেও জানিয়েছেন।

বিএনপির ডাকা অন্য দিনের অবরোধের মতই গতকালও ঢাকার রাজপথ ছিল আওয়ামী লীগেরই দখলে। এ সময় অনেক জায়গা লাঠি হাতে প্রহরারত দেখা গেছে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে। অনেক জায়গায় মটর সাইকেলে মহড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের। অন্য দিনের মত গতকাল দুপুরেও ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যলয়ের সামনে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের মহানগর দক্ষিণের নেতারা। সেখানে দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা। একই সঙ্গে সহযোগী সংগঠনের শীর্ষনেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও অবস্থান নেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ সময় বিএনপির অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচিতে অংশ নেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। অবস্থান নেওয়ার পাশাপাশি বিএনপি ও অবরোধ বিরোধী স্লোগান দিতে দেখা যায় দলীয় নেতা-কর্মীদের।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা বলেন, শেখ হাসিনাকে বিজয়ী করে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী করে ঘরে ফিরবেন তারা। তারা বলেন, বিএনপি জামায়াতে অবৈধ অবরোধে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। মানুষ এই অবরোধ মানছে না, তাদের অবরোধ ব্যর্থ হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, গত ২৮ তারিখ ১৯ দফা ভঙ্গ করে তারা পুলিশ হত্যা করেছে। বিচারপতিদের বাসায় হামলা, ইসরায়িলী বাহিনীর মতো হাসপাতালে হামলা করেছে। এগুলোই তাদের রাজনীতি। কারণ তাদের নেতা জিয়াউর রহমান এদেশে খুনের রাজনীতি শুরু করে। এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে নেতাকর্মীদের নিয়ে মাঠে আছি।
ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ঢাকা মহানগর দক্ষিণ এর নেতা-কর্মীরা শেখ হাসিনার ভ্যানগার্ড। আগামী নির্বাচনের জন্য রাজপথে থেকে শেখ হাসিনাকে আবারো ক্ষমায় আনতে চাই। বিএনপি জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন বলেন, নির্বাচন আসলেই বিএনপি ষড়যন্ত্র শুরু করে। তারা ষড়যন্ত্র করতে করতে আজকে নিজেরাই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের একটি অংশ নির্বাচনে আসবে। সেটা দেখার জন্য অপেক্ষায় আছি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: শাহে আলম মুরাদ বলেন, আওয়ামী লীগ সবসময় জনগনের পাশে ছিল এবং আছে। দেশের মানুষের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে আমরা তাদের বিরুদ্ধে জনমত গঠনের মধ্যদিয়ে প্রতিরোধ করবো। এটাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ। একইসঙ্গে আগামী দিনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করেই আমরা ঘরে ফিরবো এই হোক আজকের দিনের শপথ।
ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ কামাল বলেন, জনগণকে সম্পৃক্ত করতে না পারার কারণে বিএনপির অবরোধ ব্যর্থ হয়েছে। আগামী দুই মাস রাজপথে থেকে পাহারা দিবেন।
সকালে রাজধানীর জয়কালী মন্দির মোড়ে নেতা-কর্মী নিয়ে অবস্থান নিয়ে সতর্ক প্রহরায় ছিলেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন। এ সময় লাভলু বলেন, আমরা প্রতিদিনের মতো আজকেও শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। মূলত ওয়ারী এলাকায় বিএনপি ও জামায়াত যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেই জন্যই আমাদের অবস্থান।
যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু দলীয় সমর্থকদের নিয়ে সর্তক অবস্থান নেন। এ সময় ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন বলেন, যাত্রাবাড়ী হচ্ছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এখানে যাতে কেউ কোনো ধরনের নাশকতা-নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে জন্য ভোর থেকে আমরা মাঠে আছি এবং থাকবো।
এ দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর উদ্যোগে ভাষানটেক বাজারে সারাদিন ব্যাপি শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এই সকল কর্মসূচীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে মহানগর, থানা ওয়ার্ড ও ইউনিটের নেতারা অংশ নেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সমাবেশ ও মিছিলে বলেন, রাজপথে আছি ও থাকবো, চোরাগুপ্তা হামলাকারীদের কঠিন ভাবে মোকাবেলা করা হবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস. এম. মান্নান কচিও সমাবেশ ও মিছিলে অংশগ্রহন করেন। তিনি বলেন, বিএনপি জামায়াত যে প্রক্রিয়ায় গণতন্ত্রের কথা বলে। সন্ত্রাসী কায়দায় আগুন সন্ত্রাস করে, টেনে নাম ক্ষমতায় যেতে চায় সেই স্বপ্ন দু:স্বপ্নই থেকে যাবে। সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা ওয়ালিউদ্দিন আহমেদ, কাদের খান, মেহেরুন্নেছা মেরী, আজিজুল হক রানা, আমিনুল ইসলাম আমিন, উইলিয়াম প্রলয় সমন্দার বাপ্পি, মিজানুল ইসলাম মিজু, কর্ণেল (অব:) ড. কানিজ ফাতেমা, ইঞ্জি: এজাজ আহমেদ, আবু ইলিয়াস রব্বানি লিখন, খলিলুর রহমান, আজমত দেওয়ান, মো: সামসুল হক, হাছিনা বারি, জহিরুল হক, হাফিজুর রহমান, মফিজউদ্দিন, জহির উদ্দিন, সাইদা আক্তার শীলা প্রমুখ। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বাড্ডায়- শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন ফারুক মিলন, ফরিদ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর ও আফরোজা খন্দকার প্রমুখ।
গাবতলী বাস স্ট্যান্ডে ও মিরপুর-১ নং গোলচত্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য আঁগা খান মিন্টু এমপি। এ ছাড়া পল্লবী, রুপনগর, তেঁজগাও শিল্পাঞ্চলে শাস্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপদেষ্টা শফিউল্লা শফি, জহিরুল হক জিল্লু, উপ-দপ্তর সম্পাদক শেখ আওয়াল, জাহাঙ্গীর আলম মজনু, সরোয়ার আলম ও সদস্য দেওয়ান মোহাম্মদ আরিফিন ফারুক । এছাড়াও আগাঁরগাও সমাবেশে উপস্থিত ছিলেন আতাউর রহমান বোরহান, জয় সেন বড়–য়া প্রমুখ। উত্তরার বিভিন্ন স্থানে সমাবেশ ও মিছিলে নেতৃত্ব প্রদান করেন নাজিমউদ্দিন, এড. হাবিবুর রহমান হিরন, সংসদ সদস্য হাবিব হাসান, খসরু চৌধুরী, এড. আনিছুর রহমান প্রমুখ।
এ দিকে অবরোধে অবরোধের বিরুদ্ধে ঢাকায় সতর্ক প্রহরায় ছিলেন স্বেচ্ছাসেবক লীগও। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাব্রু নির্দেশে সংগঠনের নেতা-কর্মীরা সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। পরে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিরো প্রয়েন্টের নূর হোসেন স্কয়ার ঘুরে পুনরায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর সভাপতি ইসহাক মিয়া, দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ মহানগর ও থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন