ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : রিজভী

আবারো ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১০ নভেম্বর ২০২৩, ১২:৩৪ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ১২:৩৪ এএম

সরকার পতনের ‘এক দফা’ দাবিতে তিন দফা অবরোধের পর আবারো আগামী রোববার থেকে সারাদেশে ৪৮ ঘন্টার ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেফতার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক মন্ডলীসহ সারাদেশে হাজারো নেতা-কর্মীর মুক্তির দাবিতে আগামী ১২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। এই অবরোধে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। চলমান অবরোধ কর্মসূচিতে জনগণের অংশগ্রহনের জন্য তাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
রিজভী জানান, অবরোধ ছাড়া রয়েছে দোয়া মাহফিলের কর্মসূচি। পোষাক শিল্পের মজুরির দাবিতে আন্দোলনে দুই নিহত শ্রমিকসহ ২৮ অক্টোবর থেকে এই পর্যন্ত নিহত নেতা-কর্মীদের জন্য রুহের মাগফেরাত কামনায় শুক্রবার সারাদেশে বাদ জুম্মা মসজিদে মসজিদে এই দোয়া মাহফিল হবে।
রোববার থেকে ডাকা অবরোধের আগে গত দুই সাপ্তাহে তিন দফায় ১৬০ ঘন্টার অবরোধ কর্মসূচি করেছে বিএনপি। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ পুলিশ প- করে দেয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোট গুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘন্টা এবং সর্বশেষ ৮ নভেম্বর থেকে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় যা শুক্রবার ভোর ৬টায় এই কর্মসূচি শেষ হয়েছে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেড় দশকে বাংলাদেশের জনপদ এক মৃত্যু উপত্যাকায় পরিণত হয়েছে। গণতন্ত্রহীন, মানবাধিকারহীন, মানবিক মর্যাদাহীন এক জংলী নিষ্ঠুর স্বৈরশাসকের যাতাকলে নিষ্পেষিত হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশ আজ রক্তাক্ত, ক্ষত-বিক্ষত মানুষের করুণ আর্তনাদের প্রতিচ্ছবি। দেশের সমগ্র মানুষ আজ ফিরে পেতে চায়, হারানো গণতন্ত্র ও ভোটের অধিকার। দীর্ঘ দেড় দশক ধরে হাজারো অত্যাচার, নিপীড়ন সহ্য করে জনগণ আন্দোলন সংগ্রাম করছে।
তিনি বলেন, জনগণের দাবি অবাধ সুষ্ঠু নির্বাচন, সকলের অংশগ্রহণ, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়াÑযা বিগত দেড় দশকে শেখ হাসিনা রাষ্ট্র সমাজ থেকে সেগুলি উচ্ছেদ করেছেন।
রিজভী বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতা হারানোর ভয়ে অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের দাবি জানালে অগ্নিশর্মা ও নিষ্ঠুর হয়ে উঠে। কেউ দাবি জানালেও সে ব্যক্তি বা রাজনৈতিক দল হোক তাকে মিথ্যা মামলায় জড়ানো হয় আর তার জন্য কারাবাস হয়ে উঠে অপরিহার্য। সংকীর্ণ রাজনৈতিক মনোবৃত্তি নিয়ে ডাকাতের ন্যায় আচরণ করছে শাসকগোষ্ঠী। রাষ্ট্রীয় ক্ষমতা যেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছেন তারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ গণতান্ত্রিক বিশ্বের কূটনীতিকদের মন্তব্যের ফ্যাসিজমের ক্রোধ ভয়ানক রূপ লাভ করেছে। একজন রাষ্ট্রদূতকে শারীরিক নির্যাতনেরও হুমকি হয়েছে। আর আওয়ামী মন্ত্রী নেতারা ক্রমাগতভাবে কদর্য ও ভয়ানক বাণীমালা দিয়ে যাচ্ছেন। অবলীলাক্রমে তারা বাংলাদেশে শুধুমাত্র তাদের বিরোধী পক্ষই নয় জাতিসংঘ, মানবাধিকার গ্রুপ, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অচল, অবান্তর, বর্জনীয় শব্দে বাক্যবান নিক্ষেপ করে যাচ্ছেন। মিথ্যা প্রচার, নিজেদের অপকর্ম ঢাকতে অন্যের ওপর দায় চাপাতে র‌্যাব-পুলিশকে দিয়ে তীব্র দমন-পীড়নের কৃতিত্বে আস্ফালনের দ্বারা আওয়ামী লীগ সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করেছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আওয়ামী লীগ নাকি কখনো গুম, খুন ও বিরোধী দলের দমনের রাজনীতি করেনি। তাহলে কারা ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরুসহ বিএনপি’র নেতাদের এবং অন্যান্য নিখোঁজ ব্যাক্তিদের নিরুদ্দেশ করেছে? গত ২৮ অক্টোবর বিএনপি’র মহা-সমাবেশকে ভন্ডুল করেছে কে? আমার মনে হয় ওবায়দুল কাদের হয়তো জানেন না, কিন্তু তিনি যদি তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন তাহলে সব জানতে পারবেন। আসলে তিনি যা বলেন, সেটি অক্ষম ও নিস্ফলের আত্মপ্রসাদ।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সরকার দেশকে এক অজানা গন্তব্যে নিয়ে যাচ্ছে, দেশ অর্থনৈতিকভাবে দেওলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, রাজনীতিতে চলছে সর্বনাশা একনায়কতন্ত্র, শেখ হাসিনার একচ্ছত্র আধিপত্যে। শ্রমজীবী মানুষকে এখনো রক্ত দিয়ে অধিকার আদায়ের সংগ্রাম করতে হচ্ছে। আত্মম্ভরিতা জন্য বৈদেশিক বাণিজ্যে ধ্বস নামতে শুরু করেছ। যুক্তরাষ্ট্রে গত একমাসে পোষাক রপ্তানি কমেছে ৩৫ শতাংশ।
তিনি বলেন, চলমান আন্দোলনে নির্বিচারে গ্রেফতার এবং কোথাও কোথাও মুক্তিপণ আদায় চলছে গ্রেফতারের পর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য গোটা জাতির নিরাপত্তাকে হুমকীর মধ্যে ফেলেছে এবং আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে। কিন্তু বঞ্চিত, ব্যাথ্যাহত নিপীড়িত জনগণ সর্বশক্তি দিয়ে ভোটারবিহীন একতরফা নির্বাচন হতে দেবে না। সীমালংঘনকারী আওয়ামী লীগের বেপরোয়া দূর্বৃত্তপনার বিরুদ্ধে জনগণ পথে-পথে, সড়কে-মহা সড়কে মানবপ্রাচীর গড়ে তুলে অবরোধ অব্যাহত রাখবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বিকেল পর্যন্ত) দলটির বিরুদ্ধে ১৩টি মামলা, ৩৬৫ জনকে গ্রেফতার, ১ হাজার ৫৬৩ জনকে আসামী করা হয়েছে। আর ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল পর্যন্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ১৯৯টি, গ্রেফতার করা হয়েছে ৯ হাজার ৮৩১জনকে। এসময় আহত হয়েছেন ৩ হাজার ৮৮১ জন এবং নিহত হয়েছেন একজন সাংবাদিকসহ ১২ জন। ###

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন