গাজায় ঘরছাড়া ৭ লাখ শিশু, নিহত ৪৬৩০
১৫ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
গাজায় ইসরাইলি আগ্রাসন গড়িয়েছে ৩৯তম দিনে। দীর্ঘ এই সময়ে ইসরাইলি বিমানবাহিনী গাজায় বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক ফেলে শহরটিকে আক্ষরিক অর্থেই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ইসরাইলের এই নির্বিচার হামলার কারণে অবরুদ্ধ অঞ্চলটিতে প্রায় ৭ লাখ শিশু বাস্তুচ্যুত বা ঘরছাড়া হয়েছে। এই সময়ে নিহত হয়েছে অন্তত ৪ হাজার ৬০০ এরও বেশি শিশু।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৭ লাখ শিশু তাদের ঘর হারিয়েছে। জীবনযাপন করছে বিভিন্ন অস্থায়ী আবাস বা আশ্রয়শিবিরে। ইউনিসেফ জানিয়েছে, এই সব শিশুই ইসরাইলি হামলার কারণে তাদের সবকিছু পেছনে ফেলে আসতে বাধ্য হয়েছে। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে-গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪০ জনে। নিহতদের মধ্যে শিশুই ৪ হাজার ৬৩০ জন এবং নারী ৩ হাজার ১৩০ জন।
কবরস্থানে পরিণত হয়েছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল : বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুশিয়ার করে বলেছে, গাজায় থাকা সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা এখন প্রায় ‘একটি কবরস্থান’। যার ভেতরে এবং বাইরে লাশ জড়ো করে রাখা হয়েছে। গাজার উত্তরাঞ্চলে অবস্থিত আল-শিফা হাসপাতালটি গত কয়েক দিন ধরে ইসরাইলের সামরিক বাহিনীর সাথে যুদ্ধে ফ্রন্টলাইন বা সম্মুখ সারিতে পড়ে গেছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত আল-শিফা হাসপাতালটির নিচে সুড়ঙ্গে একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল কেন্দ্র পরিচালনা করছে হামাস। তবে এ দাবি অস্বীকার করেছে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমিয়ার বলেছেন, এই মূহুর্তে হাসপাতালটিতে প্রায় ছয় শতাধিক মানুষ আটকে পড়েছেন। হলগুলোতে আশ্রয় নিয়েছেন আরো অনেক মানুষ। তিনি বলেন, ‘হাসপাতালের চারপাশে লাশ পড়ে আছে, যাদের দাফন করা যাচ্ছে না বা সরিয়ে অন্য কোথাও মর্গে নেয়াও যাচ্ছে না।’ লিন্ডমিয়ার আরো বলেন, ‘হাসপাতালটির যেভাবে কাজ করা দরকার এটি আর সেভাবে কাজ করতে পারছে না। এটা এখন প্রায় একটি কবরস্থান।’ চিকিৎসকরাও জানিয়েছেন, হাসপাতালে লাশ জড়ো করে রাখা হয়েছে এবং সেগুলো পঁচতে শুরু করেছে।
আল-শিফার চিকিৎসক ডা. মোহামেদ আবু সেলমিয়া বিবিসিকে বলেছেন, ইসরাইলি কর্তৃপক্ষ এখনো পঁচতে থাকা লাশগুলো হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে দাফন করার অনুমতি দেয়নি। এর মধ্যে কুকুরগুলো হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে লাশগুলো খেতে শুরু করেছে। এছাড়া আরো কয়েক ডজন অপরিণত নবজাতকের জীবন নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে কারণ বিদ্যুৎ না থাকার কারণে তাদেরকে আর ইনকিউবেটরে রাখা যাচ্ছে না। তিনি জানিয়েছেন, ওই শিশুদের মধ্যে সাতটি শিশু অক্সিজেনের অভাবে এরইমধ্যে মৃত্যুবরণ করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক রেগেভ বলেছেন, ইসরাইল হাসপাতাল থেকে শিশুদের সরিয়ে নেয়ার ‘বাস্তবসম্মত সমাধান’ দিয়েছে কিন্তু হামাস তাতে রাজি হচ্ছে না।
আল-শিফার সাথে সাথে গাজার অন্য হাসপাতালগুলো থেকেও নানা ধরনের অভিযোগ আসছে। চলমান সংঘাত এবং ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে এসব হাসপাতালে চিকিৎসা সরবরাহ এবং বিদ্যুৎ পৌছাচ্ছে না বলে জানা যাচ্ছে। গত সাত অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে এই সংঘাত চলছে।
গাজা হাসপাতালের কাছে এক গণকবরে ১৭০ জনকে দাফন : গাজা শহরের শিফা কমপ্লেক্সের উঠানে একটি গণকবরে গতকাল ১৭০ ফিলিস্তিনি শহীদের লাশ দাফন করা হয়েছে। চারদিক থেকে অবরোধ আরোপের কারণে গত শনিবার থেকে তাদের দাফন করতে অসুবিধা হচ্ছিল। ওয়াফার সংবাদদাতা জানিয়েছেন, স্থানীয় নাগরিক, চিকিৎসা ও প্রশাসনিক দল কমপ্লেক্সের আঙ্গিনায় একটি গণকবর খননে স্বেচ্ছায় কাজ করেছে এবং দখলদার বাহিনী চারদিন ধরে এর চারপাশ অবরোধ ও শিফা কমপ্লেক্সে বোমা হামলার সময় শহীদ হওয়া ১৭০ ফিলিস্তিনি শহীদের লাশ দাফন করতে সক্ষম হয়েছে।
স্থানীয় সূত্রগুলো ইঙ্গিত করেছে যে, মৃতদের লাশ ৪ দিনেরও বেশি সময় ধরে হাসপাতালের উঠানে পড়ে থাকায় পচন ধরেছিল এবং পথকুকুর ছিঁড়ে খাচ্ছিল। একই সূত্র যোগ করেছে যে, দখলদার বাহিনী শিফা কমপ্লেক্সের আশেপাশের ২শ’রও বেশি পরিবারকে তাদের বাড়িঘর থেকে সরতে বা ছেড়ে যেতে বাধা দেয়। দখলদার ট্যাঙ্কগুলো গাজা শহরের আল-হিলু হাসপাতালে ১০০ জনেরও বেশি রোগী এবং চিকিৎসা কর্মীকে ঘিরে রেখেছে। লক্ষ্যণীয় যে, গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিস শহরে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সংযুক্ত আল-আমাল হাসপাতালের একমাত্র বিদ্যুৎ জেনারেটরটি গত সোমবার থেকে কাজ করা বন্ধ করে দিয়ে হাসপাতালে চিকিৎসারত ৯০ জন রোগীর জীবনকে হুমকির মুখে ফেলেছে।
গাজায় শরণার্থী শিবিরে ফের হামলা, নিহত ৩১ : গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা খবরটি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি সেনারা। অনেকদিন ধরেই ইসরাইল গাজার ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে হামলা চালিয়ে আসছে। তবে ইসরাইলের দাবি সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। যদিও ইসরাইলি এ হামলায় নিহতদের বেশিরভাগ বেসামরিক।
এছাড়া গত এক মাসের বেশি সময়ে হাসপাতাল, মসজিদ, অ্যাম্বুলেন্স, গির্জাসহ সব স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইসরাইল। হাসপাতালগুলোর অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। বিদ্যুৎ না থাকায় মারা যাচ্ছে নবজাতকরা। অন্যদিকে প্রধান হাসপাতালের প্রবেশপথেই অবস্থান নিয়েছে ইসরাইলি ট্যাংক। স্নাইপাররা তাক করে আছে হাসপাতালের দিকে। হাসপাতাল থেকে কেউ বের হলেই তাদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে।
গাজায় স্কুলে নিবন্ধিত হাজার শিক্ষার্থীর পাঁচজনই শহীদ : ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ শুরু থেকে ১১ নভেম্বরের মধ্যে গাজা স্ট্রিপের স্কুলে ভর্তি হওয়া প্রতি ১ হাজার ছাত্রের মধ্যে পাঁচজন নিহত হয়েছে। গতকাল ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (পিসিবিএস) কর্তৃপক্ষ একথা জানিয়েছে। এতে বলা হয়, ইসরায়েলি বিমান হামলা ও বন্দুকযুদ্ধে এই সময়ের মধ্যে ৩ হাজার ১৪১ শিক্ষার্থী (গাজা উপত্যকায় ৩,১১৭ এবং পশ্চিম তীরে ২৪) নিহত হয়েছে, আর ৪ হাজার ৮৬৩ শিক্ষার্থী (গাজা উপত্যকায় ৪,৬১৩ এবং পশ্চিম তীরে ২৫০) আহত হয়েছে। একই সময়ে ৬৭ জন ছাত্রকে আটক করা হয়েছে, যাদের সবাই পশ্চিম তীরে।
পিসিবিএস জানিয়েছে, স্কুলে নিহত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৩০ ছুঁয়েছে, পুরোটাই গাজা উপত্যকায়, এবং শিক্ষক ও প্রশাসকদের মধ্যে আহতের সংখ্যা ৪০৩ এ পৌঁছেছে। এদিকে, পশ্চিম তীরে শিক্ষক ও প্রশাসকসহ ৪০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
গাজা উপত্যকায় ২৩৯টি সরকারি স্কুলে বোমা হামলা করা হয়েছে, যার মধ্যে ৪৫টি স্কুল মারাত্মকভাবে ধ্বংস হয়ে গিয়েছে এবং ৫০টি জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলে হামলা হয়েছে। পশ্চিম তীরের স্কুলগুলো ইসরায়েলি দখলদারিত্বের আক্রমণ থেকে রেহাই পায়নি, যেখানে পশ্চিম তীরে ২৭টি সরকারি স্কুলে হামলা হয়েছিল।
যুদ্ধের ফলে গাজা উপত্যকায় সমস্ত ক্লাস স্থগিত এবং স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে। প্রায় ৬ লাখ ৮ হাজার শিক্ষার্থীকে তাদের স্কুল শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। একই সময়ে, ৭০টি সরকারি এবং ১৪৫টি ইউএনআরডব্লিউএ স্কুল ভবন ও আশ্রয়কেন্দ্র এবং বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা হয়েছিল।
ফিলিস্তিনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন জোরদার : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের সবার আগে জরুরী বিষয়টি হচ্ছে গাজার ‘ভোগান্তিকে’ সামনে নিয়ে আসা এবং এ অঞ্চলে ভবিষ্যতে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করা। তিনি বলেন, ‘নতুন একটি রাজনৈতিক দিগন্ত তৈরি করতে আমাদের আরো কাজ করতে হবে।’
সুনাক দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর বিষয়ে একমত হওয়ার আহ্বান জানান এবং একে তিনি ‘শান্তি প্রতিষ্ঠায় এটিই একমাত্র উপায় বলে উল্লেখ করেন।’ তিনি জানান, তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ‘জোরদার’ করতে ‘গুরুত্বপূর্ণ, বাস্তব এবং দীর্ঘস্থায়ী সমর্থন দিতে’ প্রস্তুত রয়েছেন। ওই অঞ্চলে হামাসকে মোকাবেলায় এটাই সবচেয়ে ভাল উপায় বলে উল্লেখ করেছেন তিনি। সূত্র : আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার