পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ

তফসিল দিলেই কঠোর কর্মসূচি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবিতে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। আজ সকাল ৬টা থেকে শুরু হয়ে চলবে আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি। দেশব্যাপী এই সর্বাত্মক এই অবরোধে সড়ক পথ, রেল পথ ও নৌপথ অবরোধ করবেন সরকারবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশ এবং এক জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এই অবরোধের আওতামুক্ত থাকবে।

এদিকে আজ নির্বাচন কমিশনে জরুরি বৈঠক ও তফসিল ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে গতকাল থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। যদিও বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। এর মধ্যেও যদি নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে তাহলে চলমান আন্দোলন কর্মসূচির মধ্যেই আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। বিএনপি ও অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলোর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন কমিশন যদি এই অবস্থায় তফসিল ঘোষণা করে তাহলে তাদের জন্য ‘ডু অর ডাই’ পরিস্থিতি সৃষ্টি হবে। দেশের রাজনৈতিক অঙ্গন আরো অস্থিতিশীল হয়ে উঠবে, যা কারো জন্যই মঙ্গলজনক হবে না।

বিএনপি সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সেক্ষেত্রে হরতাল, নির্বাচন কমিশন ও সচিবালয় ঘেরাও, অসহযোগ আন্দোলনের কর্মসূচি আসতে পারে। দলটির নীতিনির্ধারণী একাধিক নেতা জানান, ইতোমধ্যে তারা ধারাবাহিক কর্মসূচির একাধিক পরিকল্পনা চূড়ান্ত করেছেন। যখন যেমন পরিস্থিতি হবে সে অনুযায়ী কর্মসূচি ঘোষণা করবেন তারা। এবার আর কোনভাবেই ২০১৪ ও ২০১৮ সালের মতো এক তরফা নির্বাচন করতে দেয়া হবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেওয়ার পায়তারা শুরু করেছে। আমরা কঠোর ভাষায় হুশিয়ার করে দিতে চাই-এই তফসিল নাটক বন্ধ করুন। আগে পদত্যাগ করুন। কেয়ার টেকার সরকারের অধীনে ক্ষমতা দিন। এই দলদাস আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করুন। তারপর তফসিল। দাবী না মানলে পরিণতি হবে ভয়ংকর। এই তফসিলে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। কেয়ার টেকার সরকার ছাড়া কোন নির্বাচন হবে না।

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, পুরো দেশকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে। কথা বলার সুযোগ নেই, রাতে ঘুমানোর সুযোগ নেই। পথে-ঘাটে যেখান সেখান থেকে সাদা কাপড়ে তুলে নিয়ে যাচ্ছে। তাঁদের অপরাধ তাঁরা ভোট দিতে চায়। এই অবস্থায় নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের দিয়ে কারাগার পূর্ণ করে ফেলেছে। সরকারি হুকুমের সুযোগ কাজে লাগিয়ে পুলিশ মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে ইচ্ছামত গ্রেফতার বাণিজ্য করছে। রাত নেমে আসলেই ডিবি পরিচয়ে রাজনৈতিক নেতাদের বাড়ীতে বাড়ীতে চলছে অভিযান। এরকম ভীতিকর পরিস্থিতির মধ্যে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার নীল নক্সা আঁকছে। তবে জনগণ এই পাপেট ইসি’র নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করবে।
এদিকে আজ থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বিএনপি। পৃথক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘হরতাল-অবরোধ কর্মসূচিতে শান্তিপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের জনগণ দখলদার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অনাস্থা ব্যক্ত করেছে। দমন-পীড়নের মধ্য দিয়ে সরকার এখন গদি রক্ষার শেষ চেষ্টা করছে। কিন্তু এবার দেশের মানুষ এই সরকারকে বিদায় দিতে মরিয়া। অচিরেই গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে এই সরকার বিদায় হবে।’ চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদও এক বিবৃতিতে অবরোধ সফলের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়া বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে অবরোধ সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি

লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার

এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা  বাড়ছে

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে

আজ গরম চা দিবস

আজ গরম চা দিবস

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন

জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই

লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই

হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ

হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ

সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক

সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার