আগাম শিম চাষে সফল খুলনার কৃষকেরা
১৭ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম
খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের দিয়ে ডুমুরিয়া উপজেলা পরিষদ পার হতেই চোখ আটকে যাবে মাঠজুড়ে সবুজ শিমের সমারোহে। মাচা বা বাঁশের কঞ্চির ডগায় ঝুলছে সাদা এবং বেগুনি রঙের ফুল। মৌসুম শুরুর আগেই এমন মনোমুগ্ধকর দৃশ্যে ভরে উঠেছে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষেত খামার। শীতকালীন সবজি হলেও এ অঞ্চলের কৃষকরা আগাম জাতের শিম চাষ করে সফল হয়েছেন। এমনই এক কৃষক ডুমুরিয়া উপজেলার হানিফ মোড়ল।
আগাম জাতের শিম চাষ শুরু করেছে খুলনা জেলার ডুমুরিয়া, কয়রা, দাকোপ, বটিয়াঘাটা, তেরখাদা, ফুলতলা, দিঘলিয়া এবং পাইকগাছার কৃষকেরা। জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যকভাবে চাষ হচ্ছে এই শিম। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি ফসল ও ভালো লাভ হওয়ায় অনেকেই আগাম জাতের শিম চাষ করছে।
কৃষকেরা বলছেন, বিগত কয়েক বছর ধরে জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই শিম। ভালো লাভ পাওয়ার আশাবাদী কৃষকরা। শুধু ডুমুরিয়া উপজেলায় আগাম শিম চাষাবাদ হয়েছে ৩৩০ হেক্টর। আর শীতকালীন শিম চাষাবাদ হয়েছে ৩৬০ হেক্টর জমিতে। জেলায় আগাম শিম চাষে এবার হানিফ মোড়ল ব্যাপক সফলতা পেয়েছেন। তিনি তার ঘেরের আইলে এবং আঞ্চলিক মহাসড়কের পাশে আগাম শিম চাষাবাদ করেছেন। এরমধ্যে ৪ লক্ষাধিক টাকার শিম বিক্রি করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে তিনি পাইকারদের কাছে ৭ মণ শিম বিক্রি করেছেন। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই ক্ষেতে যান এই কৃষক। সকাল সাড়ে ৭টার মধ্যে শিম তুলে বাড়ির উঠানে এনে রাখেন। এরইমধ্যে বাড়ি এসে উপস্থিত হন পাইকার। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে পালায় মাপ দিয়ে নগদটাকা নিয়ে ঘরে ওঠেন হানিফ মোড়ল। এভাবেই প্রতিদিন সকালে নগদ টাকায় ভারি হচ্ছে কৃষকের থলে।
কৃষক হানিফ মোড়ল জানান, আমার ঘেরের আইল ফেলে না রেখে আগাম শিম চাষাবাদ করি। ফলন ভাল হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫ লাখ টাকার বিক্রি হয়েছে। আশা করছি এ গাছগুলোতে যে ফলন রয়েছে তা আরো ৩ লাখ টাকার শিম বিক্রি করবো। প্রথম দিকে প্রতি কেজি শিম বিক্রি করেছিলাম ১০০ টাকা। আজ বিক্রি করলোম ৫০ টাকা দরে। আমার প্রায় ৩ একর (৮বিঘা) জমির ঘেরের আইল এবং রাস্তার পাশের ১০ শতক এই শিম চাষাবাদ করেছি।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন জানান, উপজেলার খর্ণিয়া গ্রামের কৃষক হানিফ মোড়ল একজন উদ্যোমি কৃষক। সে শুধু ফসল ফলায় না ভাল মানের বীজও বিক্রি করে। আমি তার বীজ দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়েছি। ভাল ফলাফল পেয়েছি। উপজেলা কৃষি অফিস থেকে তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এবার এ উপজেলায় আগাম শিম চাষাবাদে সে সাড়া ফেলেছে।
খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন জানান, অন্যান্য ফসলের তুলনায় কম খরচে অধিক লাভ হওয়ায় চাষিরা আগাম শিম আবাদে ঝুঁকছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে নিহত-১, আহত-৩
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
ঝিনাইদহে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, জড়িত সন্দেহে আটক-১
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে ক্ষমা না চাইলে ভিপি নুরের বিরুদ্ধে ব্যবস্থা
বগুড়ায় মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা, চিরকুট উদ্ধার
বিবাহ বিভ্রাটে তৌহিদ আফ্রিদি, স্যোশ্যাল মিডিয়ায় শালিকা নিয়েছে বউয়ের অবস্থান
বিদেশি হস্তক্ষেপে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিলো : আসিফ নজরুল
মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষনা স্বরাষ্ট্র উপদেষ্টার
নারায়ণ চন্দ্রকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ
সেই কবি এবার ৬৯ বছর বয়সে এইচএসসি পাস করলেন
ফিলিপাইনে টাইফুন উসাগির আঘাত
যশোরে ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা
চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন যশোরের বিচারক শিমুল
জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন : ভূমি উপদেষ্টা
২০ হাজার ওমরাযাত্রী অনিশ্চয়তায়, ওমরাহ টিকিটে এক লাফেই ১৭ হাজার টাকা বৃদ্ধি
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন -মুফতী সৈয়দ ফয়জুল করীম
কটিয়াদীতে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক
বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, কমবে ভোগান্তি, বাড়বে বাণিজ্য
যশোর বোর্ডে এইচএসসিতে পুনর্নিরীক্ষণের আবেদন ৬৬ হাজার, পরিবর্তন ৭১ জনের
আইএইচএফ ট্রফির বাছাইপর্বে অংশ নিবে ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল দল